চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

100 Political Science Questions Answers in Bengali

Political Science In Bengali


100 Political Science Questions and Answers 


Daily ডোজ


রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 100 টি  প্রশ্ন উত্তর 


আমাদের নিয়মিত বিভাগ 'Daily ডোজ' । এই বিভাগে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর 100 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। আশা করি সকলের উপকারে আসবে ।

প্রিয়  ভাই- বোনেরা , যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, RAIL, WBP, PSC, PSC MISC, KP, BANK ইত্যাদি যেকোনো  পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান  থেকে কয়েকটি প্রশ্ন আসে । 

Political Science in Bengali



আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে  জানাবেন। 


Join Our Telegram Channel



ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলি

1. রাজ্যের নামকরণ ও তাদের সীমানা নির্ধারণ
করা হ্য় - 1 নং ধারায়।

2. নতুন রাজ্য সৃষ্টি, বর্তমান রাজ্যগুলির সীমানা
পরিবর্তন বা নাম পরিবর্তন করা হয়- 3 নং ধারায়

3. গ্রাম পঞ্জায়েত গঠনের কথা বলা হয়েছে- 
40 নং ধারায় ।

4. সংবিধানের প্রস্তাবনা গৃহীত হয়েছে - 
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে।

5. সংবিধান সংশােধন পদ্ধতি গৃহীত হয়েছে - দক্ষিণ আফ্রিকার সংবিধানের অনুকরণে ।

6. বিচারবিভাগীয় স্বাধীনতা গৃহীত হয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে।


7. অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য
গণপরিষদ নির্বাচিত হয়েছিল- 1946 সালে ।

8. ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল
1949 সালের 26 নভেম্বর ।

9. গণপরিষদের সভাপতি ছিলেন - ড. রাজেন্দ্র প্রসাদ ।

10. সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি
হয়েছিল তার সভাপতি ছিলেন - বি আর আম্বেদকর ।

11. গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে
সদস্য ছিলেন- সোমনাথ লাহিড়ী ।

12. ভারতের সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্রব্যবস্থার
একটি বর্ণনা দিয়ে বলা হয়েছে, এটি একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধমনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ।

13. ভারতের সংবিধানে সংবিধান সংশােধন সংক্ৰাক্ত বিষয়ের উল্লেখ আছে - 368 নং ধারায়।

14. ভারতের সংবিধানের প্রস্তাবনায় 42 তম
সংশােধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক শব্দ
দুটি যখন যােগ করা হয়, তখন ভারতের
 প্রধানমন্ত্রী ছিলেন - ইন্দিরা গান্ধী ।

 15. ভারতের সংবিধানের প্রস্তাবনায় যে চারটি
নীতির কথা বলা হয়েছে- ন্যায়, স্বাধীনতা,
সাম্য ও সৌভ্রাতৃত্ব।

16. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা ও শক্তিশালী কেন্দ্রের ভাবনা গৃহীত হয়েছে-  কানাডার সংবিধানের অনুকরণে।

17. সংবিধানের মৌলিক কর্তব্য গৃহীত হয়েছে রাশিয়ার সংবিধান থেকে।

18. জরুরি অবস্থা ঘােষণার পরিকল্পনা গৃহীত হয়েছে - জার্মানির সংবিধান থেকে।

29. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে - আয়াল্যান্ডের সংবিধান থেকে।

20.ভারতের সংবিধানে তপশিলের সংখ্যা
12টি।

21. ভারতবর্ষের সংবিধানের খণ্ড বা অধ্যায় সংখ্যা-  25টি।

22. ভারতের সংবিধান প্রকৃতিগতভাবে অংশত নমনীয়, অংশতঅনমনীয়।

23. কেন্দ্র ও রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে - 315 নং ধারায়।

24. ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক 
অধিকার লিপিবদ্ধ আছে-  সংবিধানের তৃতীয় অধ্যায়ে।

25. রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ধারণা গৃহীত  হয়েছে - আয়াল্যান্ডের সংবিধান থেকে।

26.  ভােটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে - 1989 খ্রিস্টাব্দে 61তম।
সংবিধান সংশােধন দ্বারা।

27.  ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি  জাতীয় জরুরি বা আপৎকালীন অবস্থার সময়স্থগিত রাখতে পারেন - রাষ্ট্রপতি।

28. ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে - চতুর্থ খণ্ডে IV-A অংশে।

29.  ভারতের সংবিধানে নির্দেশাত্মক নীতি লিপিবদ্ধকরা হয়েছে-  সংবিধানের চতুর্থ খণ্ডে।

30. ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা লিপিবদ্ধ রয়েছে - 352, 356 এবং 360 নং ধারায়।

31.  পরপর দু-বার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন-  ড. রাজেন্দ্র প্রসাদ।

32.  লােকসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনােনীত হন-  2 জন ইঙ্গ-ভারতীয়  ।

 33. রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনােনীত হন- 12 জন ।

34. রাষ্ট্রপতির জাতীয় জরুরি অবস্থা ঘােষণার
ক্ষমতা উল্লিখিত রয়েছে - 352 নং ধারায় ।

35. এ পর্যন্ত ভারতবর্ষে কতবার আর্থিক জরুরি
অবস্থা ঘােষিত হয়েছে ?
- একবার ও না ।

36. ভারতের সংবিধান প্রথম সংশােধিত হয়েছিল- 1951 সালে ।

37.রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হন- 
16 জন সদস্য।

38. সংবিধানে সমতার অধিকার লিপিবদ্ধ আছে-    14-18 নং ধারায়।

39.  নির্বাচন কমিশনের সদস্যরা স্বপদে আসীন থাকতে পারেন -  65 বছর বয়স পর্যন্ত (কার্যকালের মেয়াদ 6 বছর)।


40. লােকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ সদস্য সংখ্যা -20 জন।

41. সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত
25-28 নং ধারায়।

42 . ভারতের সংবিধান রচনায় দলিল হিসেবে কোন আইনের র প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল? - ভারত সরকার  আইন 1935 খ্রিস্টাব্দ।

43. অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতিঅঞ্চলের  তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হয়েছে - ষষ্ঠ তপশিলে।

44. কেন্দ্র এবং রাজ্যের তালিকাভুক্ত বিষয়গুলির 
উল্লেখ আছে- সপ্তম তপশিলে।

45. 22টি আঞ্চলিক ভাষাকে সরকারি স্বীকৃতি দানের  কথা বলা হয়েছে - অষ্টম তপশিলে।

46. 1985 খ্রিস্টাব্দে 52তম সংবিধান সংশােধনীয় মাধ্যমে সাংসদদের দলত্যাগ বিরােধী আইনের
কথা বলা হয়েছে - দশম তপশিলে।

47. | 1992 খ্রিস্টাব্দে 73তম সংবিধান সংশােধনী
আইনের মাধ্যমে রাজ্য আইনসভা ত্রিস্তর
পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ব্যাপারে মুখ্য
ভূমিকা গ্রহণ করেছে - একাদশ তপশিলে।

48. 1992 খ্রিস্টাব্দে 74তম সংবিধান সংশােধনীর
মাধ্যমে রাজ্য আইনসভা পৌর ব্যবস্থা কার্যকর।
করার ব্যাপারে মুখ্য ভূমিকা গ্রহণ করেছে - দ্বাদশ তপশিলে।

49. লােকসভার কার্যকাল 5 বছর থেকে বাড়িয়ে
6 বছর করা হয়।
42তম সংশােধনী,1976 সালে ।

50. লােকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের 
ব্যবধান সর্বোচ্চ হতে পারে - ছয় মাস।

51.  ভারতীয় সংবিধানে ধারার সংখ্যা- 462 

52. ভারতীয় সংবিধানের কোন ধারাকে (article) ড. বি. আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা (heart and soul) বলেছেন?
- 32 নং ধারা ।

53. ভারতীয় সংবিধানের কোন্ সংশােধনীর (amendment) মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল (territory) বিনিময় হয়েছে? - 100 তম ।

54.ভারতীয় সংবিধান কবে থেকে বলবৎ হয়েছিল?
26 জানুয়ারি ।

55. ভারতবর্ষে বর্তমানে ক-টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে -  8 টি ।

56. সুপ্রিমকোর্টের বিচারপতিগণ কত বছর পর্যন্ত নিজ পদে বহাল থাকেন?-  65 বছর।

57. ভারতীয় বিচারব্যবস্থার শীর্ষে কে রয়েছে - সুপ্রিমকোর্ট ।

58.  ভারতীয় সংবিধানে শিক্ষাকে কোন্ তালিকাভূক্ত করা হয়েছে ? - যুগ্ধ তালিকা।

59.  গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত?
, পাঁচ বছর ।

60. রাজ্যের শাসনব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে ? - রাজ্যপাল

61. ভারতের কোন্ রাজ্যে সর্বপ্রথম পয়েতিরাজ প্রতিষ্ঠিত হয়?  - রাজস্থান

62. কোনাে বিল অর্থবিল কিনা তা নির্ধারণ করার অধিকারী কে? -  লােকসভার স্পিকার

63. কত খ্রিস্টাব্দে অপ্রদেশ রাজ্যের সৃষ্টি হয়?- 1956

64.  রাজ্যসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? -কারও নয় ।

65. পঞ্চায়েতিরাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে - জেলাপরিষদ।

66. ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি
-রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা


67. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
ড. বি আর আম্বেদকরকে

68.  ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে-
 নির্দেশমুলক নীতিসমূহে   ।

69. নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন্ দেশ থেকে গৃহীত হয়েছে? - আয়াল্যান্ড

70. বাকস্বাধীনতা কী ধরনের অধিকার ?
 স্বাধীনতার অধিকার ।

71. ভারতবর্ষের রাষ্ট্রপতি কত বছরের জন্য নিযুক্ত হন? - পাঁচ বছর।

72. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? - উপরাষ্ট্রপতি ।

73.  লােকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া  প্রয়োজন -  25 বছর ।

74.  অর্থবিল কেবলমাত্র কোথায় উত্থাপন করা যায় ? -  লােকসভায়।

75. রাজ্য বিধান পরিষদের সদস্যগণ কত দিনের জন্য নির্বাচিত হন? - 6 বছর।

76.  স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? - শ্রীমতী সরােজিনী নাইডু 

77. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
-  জওহরলাল নেহেরু ।

78. হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়ােগকর্তা - ভারতের রাষ্ট্রপতি

79. ভারতে আপিল করার সর্বোচ্চ সংস্থা কোনটি ?  সুপ্রিমকোর্ট

80. ভারতবর্ষে প্রথম হাইকোর্ট কোথায় ছিল?
 কলকাতা ।

81. নীচের কোন ব্যক্তিকে তার আয়ের জন্য আয়কর দিতে হয় না? -  রাষ্ট্রপতি

82. বর্তমানে সম্পত্তির অধিকারকে কী ধরনের অধিকার আখ্যা দেওয়া হয় -  আইনসিদ্ধ অধিকার।

83. ভারতের সংবিধানের কোন্ ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের
কথা বলা আছে?- 23-24 নম্বর ধারা। 

84.  কততম সংবিধান সংশােধন দ্বারা ভােটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? -61 তম 

85.  প্রথম সংবিধান সংশােধনী কত খ্রিস্টাব্দে করা  হয় ? - 1951

86. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করার জন্যে কত দিনের নােটিশ দিতে হয় ? -  চোদ্দো দিন

87.  কোনটি বিচারব্যবস্থাকে ভারতীয় সংবিধানের
তত্ত্বাবধায়কের মর্যাদা প্রদান করেছে?
- বিচারবিভাগীয় পর্যালােচনা ।

88. ভারতের সংবিধানের কোন্ কোন্ ধারায় সরকারি ভাষার আলােচনা
আছে? - 343-351 নং ধারায়।

 89. কোনাে ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি পদে কতবার নির্বাচিত হতে পারেন? - বহুবার

90. সংবিধানের কত নং ধারা অনুসারে সুপ্রিমকোর্ট লেখ  জারি করতে পারে ? - 32 নং ধারা ।

91. কত নং ধারা অনুযায়ী ভারতীয় সংবিধান সংশােধন করা যায় ? - 365 নং ধারা।

92. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন্ রাজ্য পুনর্গঠন হয়েছিল?-  অন্ধ্রপ্রদেশ ।

93.  1953 খ্রিস্টাব্দে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ? - ফজল আলি ।

94. ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন ? - অ্যাটর্নি জেনারেল ।

95.  ভারতের পূর্বাঞ্চলের পুনর্গঠনের ব্যবস্থা হয় কত সালে? ১৯৭২ সালে।

96. পদে থাকাকালীন কোনাে ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ চালাতে পারেন-
 ছয় মাস।

97.  ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? - . পিঙ্গালি ভেঙ্কাইয়া।

98.  পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে?-  50 শতাংশ

99.  পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়
-1973 খ্রিস্টাব্দে ।

100. ভারতীয় সংবিধানের কোন্ সংশােধনের মাধ্যমে পায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয় ? - 73 তম


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন