চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

রবিবার, ২১ আগস্ট, ২০২২

Mughal Empire Question Answer In Bengali/মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর  Mughal Empire Question Answer In Bengali


Mughal Empire Questions Answers In Bengali















      মুঘল সাম্রাজ্যের প্রশ্ন উত্তর নিয়ে আজকে 40 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হল। মুঘল যুগ থেকে প্রশ্নোত্তর বা Mughal Dynasty Questions and Answers সেটটি আশা করি সকলের উপকারে আসবে।


Mughal Dynasty Questions and Answers 


1. পানিপথের প্রথম যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল ?
1526 খ্রিস্টাব্দে (বাবর ও ইব্রাহিম লােদির মধ্যে)  ।

2. পানিপথের প্রথম যুদ্ধে কে পরাস্ত হয়েছিলেন?
ইব্রাহিম লােদি

3. লােদি বংশের শেষ সুলতান কে?
ইব্রাহিম লােদি

4. খানুয়ার যুদ্ধ কোন্ বছর হয়েছিল?
1527 খ্রিস্টাব্দেবাবর ও মেবারের রানা
সংগ্রাম সিংহের মধ্যে।


5.  খানুয়ার যুখে কে জয়ী হন?
জাহিরউদ্দিন মহম্মদ বাবর।

6. সুলতানি সাম্রাজ্যের শেষ অস্তিত্বটুকু কে মুছে দিয়েছিলেন?
জাহিরউন্দিন মহম্মদ বাবর।

7. ভারতে মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কী?
বাবর

8. বাবর কী উপাধি গ্রহণ করেছিলেন?
বাদশাহ


9. বাবরের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
হুমায়ুন

10. চৌসার যুদখে কে জয়লাভ করেছিলেন?
শেরশাহ

11. ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন?
শেরশাহের প্রধান হিন্দু  সেনাপতি

12.  গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন ?
শেরশাহ। 


13. শেরশাহ কোন বংশের ছিলেন ?
শূর বংশীয়  আফগান। 

14. শেরশাহের পূর্ব নাম কি ছিল? 
ফরিদ খাঁ। 

15. চৌসার  যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়
 1539 খ্রিস্টাব্দে। 

16. বিল্বগ্রামের যুদ্ধে কে পরাজিত হন?
হুমায়ুন ( শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয়)।


17. শাসনকার্যের সুবিধার জন্য শেরশাহ  সমগ্র প্রদেশ কে কটি ভাগে ভাগ করেছিলেন?
 47 টি প্রদেশে বা সরকারে। 

18. জমি জরিপের প্রথা কে চালু করেন?
 শেরশাহ

19. হুমায়ুন কথার অর্থ কী ?
ভাগ্যবান

 

20. পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেন কে ?
 শেরশাহ


Mughal Rulers Questions and Answers 




21. সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন?
 শেরশাহ। 

22. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?আকবর ও হিমুর মধ্যে। 

23. হলদিঘাটের যুদ্ধ (1576)কাদের মধ্যে হয়েছিল? 
আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে। 

24. হলদিঘাটের যুদ্ধে মোগল পক্ষের প্রধান সেনাপতি কে ছিলেন?
মানসিংহ। 

25. রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হয়েছিলেন?
 হলদিঘাটের যুদ্ধে। 

26. রাজপুতদের প্রতি আকবর কী নীতি গ্রহণ করেছিলেন ?
বন্ধুত্বমূলক নীতি। 

27. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?
আকবর ।

28. আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?
তানসেন। 

29.'আকবরনামা' গ্রন্থের রচয়িতা কে ?
আবুল ফজল। 

30. আইন-ই-আকবরী কে রচনা করেন?
 আবুল ফজল।

31. কত বছর বয়সে আকবরের অভিষেক হয়?
 13 বছর 4 মাস বয়সে

32. প্রথম জাতীয় সম্রাট হিসেবে কাকে চিহ্নিত করা যায়  ?
মোগল সম্রাট আকবরকে।
33. টোডরমল কে ছিলেন? 
সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী। 

34. আকবরের রাজসভায় বিখ্যাত ঐতিহাসিক কারা ছিলেন ?
আবুল ফজল ও বাদায়ুনি। 

35. বীরবল কে ছিলেন ?
সম্রাট আকবরের মন্ত্রী।

36. আকবরের অভিভাবক কে ছিলেন?
 বৈরাম খাঁ। 
37. মানবসবদারি প্রথা কে প্রচলন করেন? 
আকবর। 

38. জাবতি প্রথা কে প্রবর্তন করেন?
আকবর

মুঘল সাম্রাজ্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর


39. মনসব কথাটির অর্থ কী? 
 পদমর্যাদা

 40. আকবর কত খ্রিস্টাব্দে দ্বীন-ই-ইলাহী ধর্মমত চালু করেন?
 1581 খ্রিস্টাব্দে 

For Free PDF



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন