চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

বুধবার, ৮ জুলাই, ২০২০

WB Primary Tet 2020 Child Psychology

West Bengal Primary Tet Preparation PDF


WB Primary Tet

Child Psychology PDF in Bengali 


1. মূক ও বধিরদের জন্য কম্পন পদ্ধতি চালু করেন - সোফিয়া অ্যালকন ।
2. Ability of Man' গ্রন্থটির লেখক  -স্পিয়ারম্যান।
3. বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থা সংবিধানের যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত ।
4. ভারতের প্রথম শিক্ষা কমিশন- হান্টার কমিশন। 
5. সামাজিকীকরণে ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় - শৈশব। 
6. কোহেলবার্গ এর মধ্যে বিকাশের মূল কারণ -জ্ঞানমূলক দ্বন্দ্ব। 
7. মুদালিয়ার কমিশন গঠিত হয় - 1952 সালে ।
8. জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় - 1986 সালে ।
9. ভাষার ক্ষুদ্রতম একক -মরফিন। 
10. স্কিমা ধারণাটির উদ্ভাবক -  আট বাটলেট। 
11. সৃজনশীলতার জন্য কোন ধরনের চিন্তনের গুরুত্ব বেশি - অপসারী চিন্তন। 
12. ইসলামিক শিক্ষায় প্রাথমিক প্রতিষ্ঠান -মক্তব।
13. সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হল- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ।
14. শিক্ষা মনোবিজ্ঞান হল - মনোবিজ্ঞানের ফলিত শাখা। 
15. 'শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন'-  কথাটি বলেছেন ডিউ। 
16. কোঠারি কমিশন গঠিত হয় যার উদ্যোগে তিনি হলেন এ এম সি চাওলা। 
17. বাঙ্গালীদের প্রথম শিক্ষাগুরু -বিদ্যাসাগর। 
18. থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে 'S'  উপাদানটি হল- স্থান। 
19. পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন- স্কিনার। 
20. কুকুরের উপর গবেষণা করেন -প্যাভলভ।

PRIMARY TET 2020


21. দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিবাদী 
22. কম্পিউটার সহযোগী শিখন হল - CAL
23. অক্টেক ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়- বধিরত্ব। 
24. বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি হস্তশিল্প। 
25." Play -way-Method"- শিক্ষা ব্যবস্থা ধারণা দেন- ফ্রয়েবল। 
26. প্রজ্ঞামূলক বিকাশের স্তর -চারটি। 
27. CCE এর পুরো কথাটি হল- Continuous and Comprehensive Evalution
28. প্যাভলভের তত্ত্বটিকে বলে- Type 1 শিখ ন।
29. রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন - 1911 সালে। 
30. সমাজমিতি কৌশলের উদ্ভাবক হলেন - ড. জে.এল.মোরেনা ।

উপরের প্রশ্ন -উত্তরগুলির ফ্রী পিডিএফ পেতে নিচের লিংকে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন