চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

100 Geography Questions & Answers -2

 

Geography Questions and Answer in Bengali-2

Daily ডোজ

নিয়মিত বিভাগ 'Daily ডোজ' । এই বিভাগে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর 100 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। আশা করি সকলের উপকারে আসবে ।


আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে 
 জানাবেন ...দয়াকরে । 


Geography questions  and answers


101.  ভারতের উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা-তে অবস্থিত।
102.  'National Physical Laboratory' নতুন দিল্লিতে  অবস্থিত ।
103.  মিগ ইঞ্জিন একত্রিত করা হয় 'ওজার'-এ।
104. ব্রডগেজ রেলপথে দুটি লাইনের মধ্যে দূরত্ব 1.676 m
105.  চাঁদীপুর মিশাইল পরীক্ষণকেন্দ্র হিসাবে বিখ্যাত।
106.  মহারাষ্ট্র রাজ্যে সড়কপথের দৈর্ঘ্য সর্বাধিক।
107. ভারতবর্ষে প্রধান বন্দর 12টি ও অপ্রধান বদর ।35টি আছে।
108. 'Civil Aviation Training Centre' এলাহাবাদে অবস্থিত।
109.  ভারতবর্ষে প্রথম ডাকটিকিট চালু হয় 1837 সালে, করাচীতে।
110.  ভারতবর্ষে সর্বাধিক পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র আছে গুজরাটে।
111. ভারতে টেলিপ্রিন্টার তৈরি হয় চেন্নাইতে।
112. ভারতে প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয় 1913 সালে, সিমলাতে।
113.  ভারতে STD সার্ভিস চালু হয় 1960 সালে।
114. STD সার্ভিস দ্বারা প্রথম যুক্ত হয় কানপুর ও  লখনও ।
115. রৌরকেলা স্টীল প্ল্যান্ট ব্রাহ্মণী  নদীর তীরে অবস্থিত।
116. কেরালার মুসলিমদের ‘মােপলা’ বলা হয়।
117.  উত্তরপ্রদেশে এ শহরের সংখ্যা সর্বাধিক।
118.  ভারতে রাজ্যগুলির মধ্যে রাজস্থানের আয়তন সর্বাধিক।
119.  ভারতের দীর্ঘতম বীচ চেন্নাইতে অবস্থিত।
120.  পাকিস্তানের চেয়ে ভারতের আয়তন প্রায় 4 গুণ বেশি।
121. জাস্কার পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কামেট।
122. রমন শৃঙ্গ আরবসাগরে অবস্থিত।
123.  “বিহারের দুঃখ’ বলা হয় কোশী নদীকে।
124. 'Granary of India' বলা হয় পাঞ্জাবকে।
125. ‘তেহেরী বাঁধ’ পৃথিবীর দীর্ঘতম main stream বাঁধ।
126. ভারতে সর্বাধিক উৎপাদিত তৈলবীজ হল চীনাবাদাম।
127.  টোডা উপজাতি নীলগিরি অলে পাওয়া যায়।
128. কেরালা রাজ্যে সবচেয়ে বেশি পেপার তৈরি হয়।
129. National Geographical Institute' হায়দ্রাবাদে অবস্থিত।
130. K. D. Malaviya Institute of Petroleum' দেরাদুনে অবস্থিত।
131.  নরিম্যান তৈলক্ষেত্র' কাবেরী নদী উপত্যকায় অবস্থিত।
132. ভারতের নদী উপত্যকা পরিকল্পনা হল D.V.C
133. Film and TV Institute of India (FTII) পুণেতে অবস্থিত।
134.. ‘দোগরী ভাষা’ জম্মু ও কাশ্মীরে প্রচলিত।
135. পেনিসিলিন ‘পিম্পিরি'-তে তৈরি হয়।
136. “National Institute of Oceanography' পানাজিতে অবস্থিত।
137. ভারতে সাদা বাঘ মধ্যপ্রদেশের রেওয়া’-তে অবস্থিত।
138. আয়তন হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত? --সপ্তম
139. পক্ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? → ভারত ও শ্রীলঙ্কা
140. কত সালে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযােগিতা পরিষদ (SAARC) গঠিত হয় –1985
141. SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? → কাঠমাণ্ডু
142. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন প্রথমে কোন বছরে হয়েছিল? 1956 
143.  সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? — 1975 সালে
144. কোন দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডাের অবস্থিত? → ভারত ও বাংলাদেশ
145. ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? - পশ্চিমবঙ্গ
146. বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে? 1971 সালের 16ই ডিসেম্বর।
147. রােটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? → হিমাচল প্রদেশ
148. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? → সিয়াচেন
149. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি?লাডাক ।
150.  “ভারতের খনিজ ভাণ্ডার” কোন অঞ্চলকে বলা হয়? -- ছােটনাগপুর মালভূমি
151. ‘ভেম্বনাদ কয়াল' কি? → একটি উপহ্রদ।
152. নারকোনদম ও ব্যারেন দ্বীপ দুটি হল সবিরাম আগ্নেয়গিরি
153. ‘রণ’ বলা হয় — গুজরাটের অগভীর জলাভূমিকে
154.  কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হল → শিবসমুদ্রম।
156. ভারতের বিশাল সমভূমি অঞ্চলে দেখা যায় → পাললিক মৃত্তিকা
157. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? – ভাকরা নাঙ্গল পরিকল্পনা
158. ভারতের দীর্ঘতম বাঁধ — হিরাকুদ
159. ভারতের ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? → পশ্চিমবঙ্গ
160. পশ্চিমবঙ্গের ‘ধানের ভাণ্ডার’ কোন জেলাকে বলে? → বর্ধমান
161.  চা উৎপাদন ও রপ্তানীতে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে ।
162. ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে -→ আসাম
163. ভারতে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে –– পশ্চিমবঙ্গ
164.  Oil & Natural Gas Commission (ONGC)    গড়ে ওঠে -1955
165. জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা (NTPC) স্থাপিত হয় - 1975 সালে।
166.ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হল দার্জিলিং-এর সিদ্ৰাপং 
167. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? জওহরলাল নেহেরু আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই
168. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় → 1911
169.  হুগলী নদীর তীরবর্তী কোলকাতা বন্দরটি কি ধরনের বন্দর? → নদীবন্দর
170.  ভারতের আমদানী বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান কত? → দ্বিতীয়
171. ভারতের প্রথম কাগজকলটি কোথায় স্থাপিত হয়েছিল? — শ্রীরামপুরে
172.  তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায় ? — জেমু হিমবাহ
173.  সর্দার সরােবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? → গুজরাট
174.  ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্সটি কোথায় অবস্থিত? – বরােদা

175. “চীনের দুঃখ’ কোন নদীকে বলে? → হােয়াং হাে।
176.  পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটি? → মরুসাগর
177. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? → বৈকাল হ্রদ
178.  নিপ্পন বা উদীয়মান সূর্যের দেশ কাকে বলে? → জাপানক
179.  পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি?—— সান্দাকফু
180.  কোন পর্বতটি দার্জিলিং জেলাকে নেপাল থেকে আলাদা করেছে? — সিঙ্গালিলা
181.  দার্জিলিং কোন শৈলশিরার উপর অবস্থিত? – দার্জিলিং লেবং
182. ইন্ট্রিগ্রাল  কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?-তামিলনাড়ুর পেরাম্বুর
183. ভারতের  বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? - বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড।
184.  ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ? -  ঘুসুড়ি।
185. ভারতের মানচেষ্টার ’ বলা হয়- আমেদাবাদকে।
186. ভারতে সর্বাধিক কাপড় কল আছে কোন্ রাজ্যে ? তামিলনাড়ু।
187. ভারতের প্রথম পাটকলটি স্থাপন হয়েছিল
- পশ্চিমবঙ্গের রিষড়ায়। 
188. ভারতের মূলধনের রাজধানী বলা হয়—মুম্বইকে ।

189. ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র নির্মিত হয়-
মুম্বাইয়ে ।
190. ওয়েলিংডন বিমানঘাঁটি অবস্থিত - দিল্লীতে
191.  ভারতের পঞম বৃহত্তম মহানগর হল- হায়দ্রাবাদ
192.  সালারজঙ্গ যাদুঘর অবস্থিত - হায়দ্রাবাদে।
193.  হায়দ্রাবাদের যমজ শহরটি হল-সেকেন্দ্রাবাদ

194.  হায়দ্রাবাদ শহরটি অবস্থিত - মুসী নদীর তীরে।
195. ভারতের বিজ্ঞান নগরী বলা হয়—
বাঙ্গালােরকে
196. ন্যাশানাল অ্যারােনটিক্যালে ল্যাবরেটরী অবস্থিত - বাঙ্গালাের
197. কোন্ নদীর তীরে আমেদাবাদ শহরটি অবস্থিত? - সবরমতী
198.  উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র হল-কানপুর।
199. লক্ষ্মেী শহরটি অবস্থিত কোন নদীর তীরে-
গােমতী।
200. লুসাই কোন অঞ্চলের উপজাতি - ত্রিপুরা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন