চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

বুধবার, ৩০ জুন, ২০২১

সালোকসংশ্লেষ প্রশ্ন-উত্তর PDF/GK PDF on Photosynthesis In Bengali

সালোকসংশ্লেষ প্রশ্ন-উত্তর PDF/GK PDF on Photosynthesis In Bengali



   প্রিয়  ভাই- বোনেরা , যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Science/সাধারণ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, RAIL, WBP, PSC, PSC MISC, KP, BANK ইত্যাদি যেকোনো  পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন আসে । সুতরাং সাধারণ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সাধারণ বিজ্ঞান উপর একটি মক টেস্ট দেওয়া হল । 

             আজকে সালোকসংশ্লেষ -এর উপর 30 টি প্রশ্নোত্তর Photosynthesis Quiz In Bengali দেওয়া হয়েছে। 


Photosynthesis Questions Answers In Bengali PDF


JOIN OUR TELEGRAM CHANNEL



JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE TO JOIN


সালোকসংশ্লেষ সম্পূর্ণ টপিকের উপর মকটেস্ট | Photosynthesis MockTest In Bengali |


1. সালােকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী-





ANSWER= (C) ক্রাইস্যামিবা

 

2. সালােকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ-





ANSWER= (A) মিউকর

 

3. সালােকসংশ্লেষের প্রধান স্থান





ANSWER= (D) মেসােফিল কলা

 

4. ফটোসিন্থেসিস কথাটির প্রবক্তা হলেন-





ANSWER= (D) বার্নেস

 

5. জীবকোশে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হল-





ANSWER= (B) ATP

 

6. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারকটি হল—





ANSWER= (A) NADP

 

7. সালােকসংশ্লেষীয় একক—





ANSWER= (B) কোয়ান্টোজোম

 

8. ফটোলাইসিস বা জলের আলােক বিশ্লেষণে সাহায্য করে





ANSWER= (A) chl-a

 

9. সালােকসংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড সংবন্ধনে সাহায্যকারী উৎসেচকটি হল





ANSWER= (B) RuBP কার্বক্সিলেজ RuBisCo

 

10. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয়—





ANSWER= (B) রাসায়নিক শক্তি হিসাবে 

 

11. সালােকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি হল—





ANSWER= (A) PGA 

 

12. ক্লোরােফিলকে সক্রিয় করে—





ANSWER= (A) ফোটন

 

13. বর্ণালীর কোন্ রঙে সালােকসংশ্লেষ সবচেয়ে বেশি সম্ভব হয় ?





ANSWER= (B) লাল-নীল

 

14. সালােকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হল-





ANSWER= (A) কার্বন ডাই অক্সাইড

 

15. ADP ও pi-এর বিক্রিয়ায় ATP তৈরি হওয়াকে বলে—





ANSWER= (C) ফসফোরাইলেসান

 

16. পরাশ্রয়ী উদ্ভিদের জল শােষণকারী অঙ্গটি হল—





ANSWER= (C) পরাশ্রয়ী মূল

 

17. সালােকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটি -





ANSWER= (B) প্লাস্টোকুইনোন

 

18. পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড -এর ভারসাম্য বজা য় থাকে--





ANSWER= (C) সালােকসংশ্লেষ ও শ্বসন দ্বারা

 

19. ক্যারােটিন ও জ্যান্থােফিলকে একত্রে কী বলে?





ANSWER= (B) ক্যারােটিনয়েডস

 

20. এনার্জি কারেন্সি কাকে বলে?





ANSWER= (A) ATP

 

21. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল-





ANSWER= (A) PGA

 

22. সক্রিয় ক্লোরােফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ ও OH-আয়নে পরিণত হওয়াকে বলে-





ANSWER= (A) হাইড্রোলাইসিস

 

23. সালােকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে—





ANSWER= (C) স্টার্চরূপে

 

24. কোন্ তাপমাত্রায় সালােকসংশ্লেষ ভালাে হয় ?





ANSWER= (C) 40°-45°C

 

25. আলােক দশাটি ঘটে





ANSWER= (A) গ্রানায়

 

26. সালােকসংশ্লেষে সক্ষম প্রাণী





ANSWER= (A) ইউগ্লিনা

 

27. সালােকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ





ANSWER= (C) স্বর্ণলতা

 

28. কোন ব্যাকটেরিয়া সালােকসংশ্লেষে সক্ষম





ANSWER= (B) রােডােস্পাইরিলাম

 

29. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎস হল -





ANSWER= (A) জল

 

30. ক্লোরোফিলের প্রধান উপাদান গুলি হল-





ANSWER= (C) C,H,O,N,Mg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন