Human Blood Questions Answers In Bengali/ Free PDF
সংবহন ও রক্ত সম্পূর্ণ টপিকের উপর প্রশ্ন-উত্তর
General Science||Blood Questions Answers for Competitive Exams In Bengali
জীবনবিজ্ঞান অধ্যায় : রক্ত ও সংবহনতন্ত্র - প্রশ্ন ও উত্তর
জীবন বিজ্ঞান ||রক্ত সংবহনতন্ত্র||প্রশ্ন- উত্তর
.
1. RBC-এর সংখ্যাবৃদ্ধিকে বলে-
-পলিসাইথিমিয়া ।
2. দেহে রােগ-প্রতিরােধের জন্য কোনটির প্রয়ােজন?
-লিম্ফোসাইট ।
3. লসিকা দেখতে বর্ণহীন কারণ
- RBC থাকে না ।
4. হিমোগ্লোবিনের প্রধান উপাদান হল
- লৌহ ।
5. আকারে সবচেয়ে বড়াে এবং সবচেয়ে ছােটো রক্তকণিকার নাম কী ?
- মনােসাইট সবচেয়ে বড়াে এবং থ্রম্বােসাইট সবচেয়ে ছােটো রক্তকণিকা।
6. সবচেয়ে বড়াে লসিকাগ্রন্থি কোনটি?
- প্লিহা।
7. রক্ত হল- ক্ষারীয়
8. কোন বিভাগকে সার্বিক গ্রহীতা বলে?
-AB বিভাগকে।
9. ব্লাড গ্রুপগুলি কী কী ?
-A, B, AB এবং O
10. কোন বিজ্ঞানী রক্তের বিভাগীকরণ করেছেন?
-বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার।
11. কোন বিভাগকে সার্বিক দাতা বলে?
-O বিভাগকে।
12.লোহিত কণিকার গড় আয়ু কত?
- 4 মাস বা 120 দিন ।
13. কোন ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে?
- ভিটামিন K
14. RBC-র পুরাে নাম কী?
- রেড ব্লাড করপাসল।
15. WBC-র পুরাে নাম কী ?
- হােয়াইট ব্লাড় করপাসল।
16. অণুচক্রিকার কাজ কী?
-রক্ততঞ্চনে সাহায্য করা।
17. একটি প্রাকৃতিক তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
-হেপারিন।
18. মানুষের দেহে রক্তের পরিমাণ
-5-6 লিটার ।
19. রক্তে শর্করা (গ্লুকোজ) কী পরিমাণে থাকে?
-রক্তের স্বাভাবিক শর্করার পরিমাণ ৪0-120 mg/dl
20. দুটি কৃত্রিম তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
-সােডিয়াম সাইট্রেট ও পটাশিয়াম সাইট্রেট।
21. দাতার রক্ত তঞ্চিত না হতে দেওয়ার জন্য ব্যবহার করা হয়
- সােডিয়াম সাইট্রেট ।
22. রক্ততঞ্চনের জন্য প্রয়ােজনীয় প্রােটিন হল-
-ফাইব্রিনােজেন ।
23. মানবদেহে কোন্ WBC সব থেকে কম সংখ্যায় থাকে?
-বেসােফিল ।
24. লোহিত রক্ত কণিকা তৈরি হয়
-অস্থিমজ্জায়।
25. মানুষের দেহের কোন্ কোশ পরিণত হলে আকারে ছােটো হয়ে যায়?
- হিমােসাইটোব্লাস্ট এবং লিম্ফোসাইট।
26. রক্তের কোন্ ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমােফিলিয়া-A রােগ হয়?
- ফ্যাক্টর-VIII
27. গ্লোবিউলিন হল
-রক্তরসের প্রােটিন ।
28. স্তন্যপায়ীর RBC-গুলি নিউক্লিয়াসবিহীন হয়, কারণ -RBC অধিক পরিমাণ Hb ধারণ করে ।
29. প্রাপ্তবয়স্ক লােকের দেহে রক্তের পরিমাণ কত?
-পুরুষদেহে প্রায় 5 লিটার এবং স্ত্রীলােকের দেহে 4.5 লিটার।
30. রক্তে কখন অ্যামাইনাে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ?
- লিউকেমিয়া রােগে।
31. রক্তে হিমােগ্লোবিনের পরিমাণ কত?
- 14.5 gm/dl
32. রক্তে লৌহের ঘাটতিকে বলা হয়
- অ্যানিমিয়া ।
33. অ্যালার্জিতে কোন শ্বেতকণিকার সংখ্যা বাড়ে
- ইওসিনােফিল ।
34. রক্তে অস্বাভাবিক হারে WBC-সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে?
- লিউকেমিয়া।
35. কোন স্থান থেকে বিলিরুবিন এবং বিলিভারডিন গঠিত হয়?
-হিমােগ্লোবিন ।
36. রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে খ্রিস্টমাস ডিজিজ হয়
- VIII
37. 0 শ্রেণির রক্তে থাকে—
অ্যান্টিজেন নেই কিন্তু a এবং b অ্যান্টিবডি থাকে
38. রক্তে প্রচুর পরিমাণে লােহিত রক্তকণিকার উপস্থিতিকে কী বলে?
-পলিসাইথিমিয়া ।
39. স্বাভাবিক রক্তে ক্যালশিয়ামের পরিমাণ প্রায়
- 5 mg/dl
40. লােহিতকণিকা যখন পিংপং বলের আকার ধারণ করে তখন তাকে কী বলে?
- স্ফেরােসাইটোসিস।
41. 100 cc রক্তে RBC-র সংখ্যা কত?
- প্রায় 50 লক্ষ।
42. 100 cc রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত?
- 5000-8000
43. সিকল সেল অ্যানিমিয়াতে লােহিতকণিকার আকৃতি কীরূপ হয় ?
-কাস্তে আকৃতি ধারণ করে।
44. প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে RBC কোথায় উৎপন্ন হয়?
-লাল অস্থিমজ্জায়।
45. কোন্ প্রকার শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে?
-বেসােফিল শ্বেতকণিকা।
46. কোন্ প্রকার শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে ?
ইওসিনােফিল।
47. কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে
-চিংড়ি ।
48. রক্তের কোন্ WBC-কে ম্যাক্রোফাজ বলে ?
- বৃহৎ মনােসাইটকে।
49. রক্তে অণুচক্রিকার স্বাভাবিক পরিমাণ কত?
- 250,000-450,000 প্রতি মাইক্রোলিটারে।
50. কোন্ কোন্ উপাদান রক্ততঞ্জনে অংশগ্রহণ করে?
- ফাইব্রিনােজেন, প্রােগ্রম্বিন, থ্রম্বােপ্লাস্টিন, ক্যালশিয়াম।
51. রক্ততঞ্জনের উপাদানগুলির কোনটি অণুচক্রিকা থেকে নিঃসৃত হয়?
-থ্রম্বােপ্লাস্টিন।
52. অক্সিজেনের তুলনায় কোন্ গ্যাসের প্রতি হিমােগ্লোবিনের আসক্তি বেশি?
-কার্বন মনােক্সাইডের প্রতি।
53. কী কারণে RBC-র ভিতরে TCA চক্র অনুষ্ঠিত হয় না?
- মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য।
54. রক্ত হচ্ছে এক ধরনের- কানেকটিভ টিস্যু ।
55. দুটি প্লাজমা প্রােটিনের উদাহরণ দাও যারা একমাত্র যকৃতেই সংশ্লেষিত হয়।
- সিরাম অ্যালবুমিন ও ফাইব্রিনােজেন।
56. থ্রম্বােসাইটের পরিমাণ খুব কমে গেলে কী হবে?
-(i) পারপিউরা রােগ হবে, (ii) রক্ততঞ্জনকাল ও রক্তমােক্ষণকাল দীর্ঘায়িত হবে।
57. সমগ্র দেহে লোহিত রক্তকণিকা একবার পরিভ্রমণ করতে সময় লাগে
- 1 মিনিট ।
58. কোন অঙ্গে রক্ত কণিকা ধ্বংস হয়?
যকৃত ও প্লীহায়
59. রক্তের প্রতি ঘন মিলিমিটারে শ্বেত কণিকার পরিমাণ কত?
- 4000 - 11000
60. মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল-
- 1-4 মিনিট ।
61. লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় ?
- শিশুদের ক্ষেত্রে যকৃতে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্থিমজ্জায়।
62. রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কি রোগ হয় ?
- পলিসাইথিমিয়া( লোহিত রক্ত কণিকার পরিমাণ প্রতি ঘন মিলিলিটারে 65 লাখের বেশি হয়ে যায়)।
63. লোহিত রক্তকণিকা সাধারণের তুলনায় কমে গেলে কি রোগ হয়?
- অ্যানিমিয়া। (স্বাভাবিকের তুলনায় 25 শতাংশ লোহিত রক্তকণিকা কম হলে এই রোগের শিকার হয়)
64. শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় ( 50000-1000000) বেশি থাকলে কি রোগ হয়?
- লিউকোমিয়া।
65. শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় কম (20000-30000) হলে কোন রোগের সৃষ্টি হয় ?
- লিউকোসাইটোসিস।
66. অনুচক্রিকার পরিমাণ বেড়ে গেলে কোন রোগের সৃষ্টি হয় ?
-থ্রম্বোসাইটোসিস।
67. হৃৎপিন্ডে রক্ত জমাট বাঁধায় কোন রোগের সৃষ্টি হয় ?
-করোনারি থ্রম্বোসিস।
68. মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় কোন রোগ হয় ?
-সেরিব্রাল থ্রম্বোসিস।
69. অনুচক্রিকার পরিমাণ কমে গেলে তাকে কি রোগ বলে ?
-থ্রম্বোসাইটোপেনিয়া।
70. হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাওয়াকে কি রোগ বলা হয় ?
-থ্যালাসেমিয়া( এটি একটি বংশগত রোগ) ।
71. সবচেয়ে বড়ো রক্ত কণিকাটি হল - মনোসাইট ।
72. নবজাতকের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি 100ml -এ কত ?
- 23 gm.
73. লিম্ফোসাইট এর গড় আয়ু কত দিন?
1-3 দিন ।
74. অ্যান্টিবডি থাকে - রক্তরসে ।
75. রক্তে লোহিত কণিকার সংখ্যা গণনা করা যায়- হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে।
76. যে প্রক্রিয়ায় লোহিতকণিকা ভেঙে যায় তাকে বলে - হিমোলাইসিস ।
77. মানব দেহের কোন কোষে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না- লোহিত রক্তকণিকা।
78. রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌলটি হল - ক্যালসিয়াম।
79. 'ABO'পদ্ধতির আবিষ্কারক হল- ল্যান্ডস্টেইনার ।
80. কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না - O বিভাগের রক্তে।
81. মানব দেহের কোন কোষ কে HIV ধ্বংস করে - T- লিম্ফোসাইট ।
82. রক্ত তঞ্চনে সাহায্যকারী উৎসেচকটি হল - থ্রমবোকাইনেজ ।
83. মেরুদণ্ডী প্রাণীদের রক্তের- প্রায় ৫৫% রক্তরস।
84. রক্তের তরল অংশকে কী বলা হয় - প্লাজমা।
85. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন?
-01 থেকে 15 দিন পর্যন্ত ।
86. হিস্টাসিনের কাজ কী?
-এলার্জি প্রতিরোধ করা।
87. রক্তে বিলিরুবিন এর পরিমান বারলে কি ঘটবে?- জন্ডিস।
88. কোন রক্ত কণিকা হেপারিন তৈরি করে?
-বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা।
89.রক্ত বাহে রক্ত তঞ্চন হয় না কেন?
- হেপারিন থাকার জন্য।
90. মানব শরীরে একটি নিউক্লিয়াসযুক্ত রক্তকণিকার উদাহরণ হল- শ্বেত রক্তকণিকা।
91. দেহে প্রহরীর মতো কাজ করে কোন রক্তকণিকা?
-শ্বেত রক্তকণিকা।
92. মানবদেহে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত- 700:1
PDF টি ডাউনলোড করতে নীচের লিংক ক্লিক করুন -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন