বায়ুমণ্ডল/Atmosphere
65 টি প্রশ্ন-উত্তর
1. রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে ক’টি ভাগে ভাগ করা যায়-
-2
2. বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল-
- ট্রপােস্ফিয়ার ।
3. ট্রপােস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা-
-6.4°C হারে কমে ।
4. ক্ষুদ্ধমণ্ডল বলা হয় কোন্ স্তরকে?
-ট্রপােস্ফিয়ার ।
5. বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি সেটি হল-
-ট্রপােস্ফিয়ার ।
6. ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়। সেটি হল-
-ট্রপােস্ফিয়ার ।
7. সূর্যে অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন্ স্তরে শােষিত হয় ?
- ওজননাস্ফিয়ার ।
8. ট্রপােস্ফিয়ার স্তরের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে
-12 Km
9. ট্রপােস্ফিয়ার স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণুতা—হ্রাস পায় ।
10. হ্যালােনসমূহ (Halons) যে বায়ু স্তরে গিয়ে সক্রিয় হয়, তা হল –
-এক্সোস্ফিয়ার ।
11. ওজন হিসাবে বায়ুমণ্ডলের কত ভাগ ট্রপােস্ফিয়ারের অন্তর্গত
- 75 ভাগ ।
12. কোন স্তরটিকে শান্তমণ্ডল’ বলা হয়—--স্ট্রাটোস্ফিয়ার ।
13, ওজোন গ্যাসের স্তর দেখা যায়—
-স্ট্রাটোস্ফিয়ারে ।
14. ট্রপােস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে বলে—
- ট্রপোপজ ।
15. ট্রপোপজের তাপমাত্রা মােটামুটিভাবে—
-55°C
16. মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায়, তা হল-
- আয়নােস্ফিয়ার ।
17. সূর্য থেকে অতিবেগুনি রশ্মি শােষণ করে যে স্তর সেটি হল-
-ওজোননাস্ফিয়ার ।
18. স্ট্রাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উত্মতা প্রায়
- 0°C a
19. বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হল-
- মেসােপজ ।
20. বায়ুমণ্ডলের উষ্ণতম অঞল হল-
-এক্সোস্ফিয়ার ।
21. স্ট্রাটোপজ-এর উম্নতা হল-
-0°C
22. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে ?
-স্ট্র্যাটোস্ফিয়ার ।
23. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?
-মেসােস্ফিয়ার ।
24. বিশ্ব উষ্যায়নে কার্বন ডাই অক্সাইডের অবদান প্রায়
- 50%
25. অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে
-ওজনােস্ফিয়ার
26. কোন স্তরে থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে ?
-এক্সোস্ফিয়ার ।
27. কোন স্তরে গ্যাসের অণুগুলি বায়ুমণ্ডলে আয়ণিত অবস্থায় থাকে?
-আয়নােস্ফিয়ার ।
28. বায়ুমণ্ডলের কোন্ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
-আয়নােস্ফিয়ার ।
29. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে-
-বিকিরণ পদ্ধতিতে
30. বাতাসে কোন্ গ্যাসটির পরিমাণ তৃতীয় সর্বোচ্চ?
- কার্বন ডাই অক্সাইড
31. কোন্ স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ?
ট্রপােস্ফিয়ার
33. বায়ুমণ্ডলের কোন্ স্তর জলচক্র ও উম্নতা নিয়ন্ত্রণ করে—
-ট্রপােস্ফিয়ার ।
34. বায়ুমণ্ডলের কোন্ অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন থাকে—
-এক্সোস্ফিয়ার ।
35. স্থলবায়ুর তীব্রতা বৃদিধ পায় -
-ভােরের দিকে ।
36. বায়ুর অস্তিত্ব অনুভব করা যায় কত উচ্চতা পর্যন্ত ?
-10000 Km
37. মেরু অঞ্চলে ট্রপােস্ফিয়ার-এর উচ্চতা--
-8 Km
38. বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায়-
- ট্রপােস্ফিয়ার ।
39. নিম্নে যে রাসায়নিক পদার্থটি ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী সেটি হল-
- ক্লোরােফ্লুরােকার্বন ।
40. আন্টার্কটিকা অঞলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন মাসে-
-সেপ্টেম্বর-নভেম্বর ।
41. উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ
-হ্রাস পায় ।
42. ক্লোরােফ্লুরাে কার্বন ব্যবহৃত হয়—
-হিমায়ক যন্ত্রে
43. কার্যকরী সৌরবিকিরণ হল সূর্যরশ্মির
-60%
44. CFC অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে
-সক্রিয় ক্লোরিন পরমাণু ।
45. বায়ুমণ্ডলের ওজোন স্তরটি অবস্থিত
-স্ট্র্যাটোস্ফিয়ারে ।
46. ওজোন স্তরের গভীরতা কমে গেলে ভূপৃষ্ঠে সূর্যের কোন্ রশ্মি বেশি করে পৌছায় ?
-অতিবেগুনি রশ্মি ।
47. ক্লোরােফ্লুরােকার্বন হল-
-জেনােবায়ােটিক পদার্থ
48. বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম-
-ডবসন
49. ওজোনস্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব কোনটি—
-শস্যের উৎপাদন হ্রাস, ভূপৃষ্ঠের উয়তা বৃদ্ধি,ত্বকের ক্যানসার।
50. ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী—
-হ্যালােন ,ক্লোরােফ্লুরােকার্বন, নাইট্রাস অক্সাইড ।
51. ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি হয় কোন অঞ্চলে ?
-আন্টার্কটিকা ।
52. স্ট্রাটোস্ফিয়ারে ওজোনের উৎপাদনের হার কে হ্রাস করে—
- CI
53. যে বিজ্ঞানী ওজোন-গহ্বর শব্দটি প্রথম ববহার করেন
-ফোরম্যান ।
54. নিম্নলিখিত কোন্ রশ্মিটি তাপীয় রশ্মি
- অবলােহিত রশ্মি ।
55. বায়ুমণ্ডলে ওজোন স্তরের বিনাশে সবথেকে বেশি দায়ী কে?
-নাইট্রাস অক্সাইড ।
56. ক্লোরােফ্লুরােকার্বনের কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী?
-ক্লোরিন ।
57. প্রাকৃতিক সৌরপর্দা হল-
ওজোন ।
57. গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে Co, গ্যাসের অবদান প্রায়-
- 50%
58. পরিবেশের নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস হল—
-ডি-নাইট্রিফিকেশন ।
59. ‘স্টোন-ক্যানসার’-এর কারণ হল-
- অম্লবৃষ্টি ।
60. আন্টার্কটিকায় ওজোন-ক্ষয় সৃষ্টিকারী যৌগটি হল-
ক্লোরিন নাইট্রেট ।
61. পৃথিবীর কোন্ অণ্ডলের ওজোনস্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
-মেরু অঞ্চলে ।
62. সূর্যালােকের কোন্ রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে সালােকসংশ্লেষ প্রক্রিয়া ব্যহত হবে—
-রেডিও তরঙ্গ ।
63. কোন্ গ্রিনহাউস গ্যাসের উম্নকরণ ক্ষমতা সর্বাধিক?
-CFC
64. বিশ্বউম্নয়নে কোন গ্যাসটির অবদান সর্বাধিক
- CO2
65. প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল-
-কার্বন ডাই-অক্সাইড
Free PDF Download Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন