চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

GK Question Answer On Photosynthesis In Bengali With Free PDF/সংশ্লেষ অধ্যায়ের সকল প্রশ্নোত্তর

 সালোকসংশ্লেষ অধ্যায়ের সকল প্রশ্নোত্তর

Question Answer On Photosynthesis In Bengali


 Questions Answers: Photosynthesis 


সালোকসংশ্লেষ টপিকের উপর সম্পূর্ণ প্রশ্ন উত্তর|


সালোকসংশ্লেষের প্রশ্ন-উত্তর




জীবনবিজ্ঞান ||সালোকসংশ্লেষ




 1. সবুজ উদ্ভিদ  খাদ্য প্রস্তুত করে  কোন প্রক্রিয়ায় ? 

-সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়।


2. কত তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয় ? 

- 25- 37°C


3. সালোকসংশ্লেষ কখন হয় ?

 -  সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় সম্পন্ন হয় । তবে কৃত্রিম আলোতেও সালোকসংশ্লেষ সম্ভব ।


4. উদ্ভিদের সালোকসংশ্লেষ ঘটে কোথায়?

-সকল ক্লোরোফিলযুক্ত কোষে বিশেষত পাতার মেসোফিল কলায় সালোকসংশ্লেষ ঘটে ।


5. কোন্ কলায় সালোকসংশ্লেষ ঘটে ?

- সবুজ পাতার মেসোফিল ।


6. কারা সালোকসংশ্লেষে সক্ষম ?

- যেসব জীবের দেহে ক্লোরোফিল আছে তারাই সালোকসংশ্লেষে সক্ষম।সবুজ উদ্ভিদ ছাড়া স্বভোজি ব্যাকটেরিয়া (ক্লোরোবিয়াম), ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা নামক প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম


7. কারা সালোকসংশ্লেষে অক্ষম ?

- যেসব জীবের দেহে ক্লোরোফিল নেই তারা সালোকসংশ্লেষে অক্ষম । যেমন- প্রাণী, মৃতজীবি উদ্ভিদ (ছত্রাক, মনোট্রপা), পরজীবি উদ্ভিদ (স্বর্ণলতা) প্রভৃতি । ছত্রাক জাতীয় উদ্ভিদ (ইস্ট, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম), মৃতজীবি সপুষ্পক উদ্ভিদ (মনোট্রপা), সপুষ্পক পরজীবি উদ্ভিদ( স্বর্ণলতা) ইত্যাদি ক্লোরোফিলবিহীন উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না ।


কাকে  কে হিল বিকারক বলে? 

- NADP+


9. সালোকসংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম লেখো ।

ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা ।


10. জলের ফোটোলাইসিস এ যে যে আয়ন সাহায্য করে তা কী কী ?

ম্যাঙ্গানিজ আয়ন এবং ক্লোরাইড আয়ন। 


11. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলি  কী ? 

জল (H2O), কার্বন ডাই-অক্সাইড (CO2), সুর্যালোক ও ক্লোরোফিল ।


12. সালোকসংশ্লেষের কাঁচা মাল কী ?

-   জল (H2O), কার্বন ডাই-অক্সাইড (CO2) কাঁচা মাল হিসাবে পরিচিত ।


13. সালোকসংশ্লেষের কোন্ টি  আভ্যন্তরীণ উপাদান ?

ক্লোরোফিল হল আভ্যন্তরীণ উপাদান ।


14.সালোকসংশ্লেষের কোন্ টি  বাহ্যিক উপাদান ?

 - জল (H2O), কার্বন ডাই-অক্সাইড (CO2  ) ও সুর্যালোক হল বাহ্যিক উপাদান ।


15. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কোন্ উপাদানটি সুর্যালোক শোষনে সক্ষম ?

- ক্লোরোফিল(ক্লোরোফিল সুর্যালোকের ফোটন কণা শোষন করে )।


16. ক্লোরোফিল অবস্থিত রঞ্জকগুলি কী কী ? 

-ক্লোরোফিল a,  ক্লোরোফিল b ক্যারোটিন ,জ্যান্থোফিল ।


17. সালোকসংশ্লেষের উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটি কী ?
PGA


18. সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি  কটি দশায় বিভাক্ত ?

- আলোক দশা ও অন্ধকার দশায় বিভাক্ত ।


19. কোথায়  আলোক দশা ঘটে ?

-ক্লোরোপ্লাস্টের গ্রানায়। 


20.কোথায়  অন্ধকার দশা  ঘটে ?

 -ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশা ঘটে ।


21. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামালটির নাম কী ?

- কার্বন ডাই-অক্সাইড (CO2) ।


22. সালোকসংশ্লেষের কোন্ কাঁচামালটি আলোক দশা ও অন্ধকার দশা উভয় দশাতেই ব্যবহৃত হয় ?

 - জল (H2O) ।


23. সালোকসংশ্লেষের বিক্রিয়াকালে কোন্ উপাদানটি বিজারিত হয় ?

-কার্বন ডাই-অক্সাইড (CO2)।


24. কোন্ দশায় অঙ্গার আত্তীকরণ (Carbon assimilation) ঘটে ?

- অন্ধকার দশা।


25. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য যে মৌলকে যৌগরূপে সরাসরি বাতাস থেকে গ্রহন তা কী ?

- কার্বন ।


26. উদ্ভিদের কোন্  জৈবিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় ?

-সালোকসংশ্লেষ ।


27. সালোকসংশ্লেষের আলোক দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোন্  অণুর মধ্যে আবদ্ধ হয় ?

- ATP ।


28. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন্  শক্তিরূপে খাদ্যে আবদ্ধ হয় ?

- স্থৈতিক।


29. প্রতি গ্রাম-অণু গ্লুকোজে কত ক্যালরি শক্তি আবদ্ধ থাকে ?

- 686 K.Cal


30. অন্ধকার দশা বা কেলভিন চক্রের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে  কোনটা ?

- ATP 


31. সালোকসংশ্লেষ ও শোষনের  হার কখন সমান হয় ? 

ভোরবেলা ও গোধূলিতে। 


32. ATP এর পুরো নাম কী ? 

অ্যাডিনোসিন ট্রাই ফসফেট ।


33. ADP এর পুরো নাম কী  

অ্যাডিনোসিন ডাই ফসফেট ।


34. NADP এর পুরো নাম কী ?

 - নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট ।


35. NADPH এর পুরো নাম কী 

- বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট ।


36. RuBP এর পুরো নাম কী ? 

 - রিবিউলোজ বিস ফসফেট ।


37. PGA ও PGAld এর পুরো নাম কী? 

যথাক্রমে ফসফোগ্লিসারিক অ্যাসিড ও ফসফোগ্লিসারলডিহাইড ।


38. সালোকসংশ্লেষে সাহায্যকারী দুটি কো-এনজাইম বা সহ-উৎসেচক কী?

NADP ও ADP ।


39. সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় একটি জৈব উৎসেচকটি কী  ?

RuBisCO বা রিবিউলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ ।


40. RuDP এর পুরো নাম কী 

- রিবিউলোজ ডাই ফসফেট ।


41. ADP থেকে ATP তৈরি হবার জন্য  কী দরকার ?

- Pi বা অজৈব ফসফেট।


42. সালোকসংশ্লেষের আলোক দশায় কী  হিল বিকারকের কাজ করে ?

- NADP


43. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যুক্ত যৌগটির নাম কী?

- ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA) ।


44. ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)  কী ধরনের  যৌগ ? 

- তিন কার্বন যুক্ত (3-C) যৌগ ।


45. জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিসে সাহায্য করে কে ?

- সক্রিয় ক্লোরোফিল ।


46. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কে জৈব অনুঘটক হিসাবে কাজ করে ?

- ক্লোরোফিল।


47. জলের ফটোলাইসিস প্রক্রিয়াটি  কে আবিষ্কার করেন ?

- রবার্ট হিল ।


48. সালোকসংশ্লেষের কোন্  দশাটি উৎসেচক নির্ভর ? 

- অন্ধকার দশাটি।


49. সালোকসংশ্লেষের  কোন্  দশায় কার্বন ডাই-অক্সাইড গ্যাসের প্রয়োজন হয় ?

- অন্ধকার দশায় ।


50. আলোক দশায় কোন্ যৌগটি জারিত হয় ?

- জল(H2O) ।


51. আলোক দশার শেষে  কী উৎপন্ন হয় ? 

- NADPH2, ATP ও O2 (অক্সিজেন) ।


52. সালোকসংশ্লেষে  উৎপন্ন হয় কী ?

গ্লুকোজ, জল ও অক্সিজেন ।


53. সালোকসংশ্লেষে উপজাত পদার্থরূপে কী  উৎপন্ন হয় ? 

- জল ও অক্সিজেন ।


54. সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অবশেষে কিসে পরিণত হয় ?

- স্টার্চ বা শ্বেতসারে ।


55. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রাহক পদার্থ কোনটা  ?

NADP ।


56. সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্য উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে কীরূপে জমা থাকে ?

- স্টার্চ বা শ্বেতসার ।


57. পৃথিবীর  যাবতীয় শ্বেতসার জাতীয় পদার্থে কার্বনের উৎস হল কী 

- কার্বন ডাই-অক্সাইড ।


58. উদ্ভিদের যে জৈবিক ক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয় তার নাম কী? 

- সালোকসংশ্লেষ ।


59. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোনটি  জৈব অনুঘটক হিসেবে কাজ করে? 

- ক্লোরোফিল ।


60. সালোকসংশ্লেষের বিপরীত জৈবনিক প্রক্রিয়াটি হল কী ?

 - শ্বসন ।


61. আলোক বিশ্লেষণ প্রক্রিয়ার অপর নাম কি ?

- হিল  বিক্রিয়া ।


62. নিমজ্জিত জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 ( কার্বন ডাই-অক্সাইড) সংগ্রহ কী থেকে ? 

 - কার্বন ডাই-অক্সাইড বা বাইকার্বনেট (HCO3) থেকে ।


63. সালোকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ কোন্  জল  গ্রহন করে ? 

- মাটির কৈশিক জল (Capillary Water) ।


64. পরাশ্রয়ী উদ্ভিদরা সালোকসংশ্লেষের জন্য কোথা থেকে জলীয় বাষ্প গ্রহন করে ? 

- বায়ুমণ্ডল ।


65. পরাশ্রয়ী উদ্ভিদরা কীসের  সাহায্যে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প গ্রহন করে ?

- ভেলামেনের সাহায্যে ।


66. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল কী রূপে কাজ করে ?

জৈব অনুঘটক রূপে। 


67. সালোকসংশ্লেষে অক্ষম এই রকম একটি সপুষ্পক উদ্ভিদের নাম কী ? 

- স্বর্ণলতা ।


68.  কেন প্রাণীকোষ ও ছত্রাকে সালোকসংশ্লেষ হয় না ?

- ক্লোরোফিল না থাকায় ।


69. রাতে  কেন সালোকসংশ্লেষ হয় না ?

সূর্যালোক না থাকায় ( তবে উপযুক্ত কৃত্রিম আলোতে সালোকসংশ্লেষ সম্ভব) ।


70. প্রধান সালোকসংশ্লেষীয় রঞ্জকটির নাম কী ?

 - ক্লোরোফিল ।


71. সূর্যালোকের কত nm আলোক তরঙ্গে সালোকসংশ্লেষ সংঘটিত হয়  ? 

- 400-700 nm


72. দুটি আনুষাঙ্গিক সালোকসংশ্লেষীয় রঞ্জকের নাম কী ?

ক্যারোটিন ও জ্যান্থোফিল ।


73. সালোকসংশ্লেষে CO2 ( কার্বন ডাই-অক্সাইড) সংবন্ধনকারী পদার্থটির নাম কী  ? 

রিবিউলোজ বিস ফসফেট (RuBP) ।


74. কেবল মাত্র কাণ্ডে সালোকসংশ্লেষ ঘটে এরূপ দুটি উদ্ভিদের নাম  কী?

- ফনীমনসা ও বাজবরণ ।


75. কোন্ উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ ঘটে ?

- গুলঞ্চ, পানিফল ও অর্কিড প্রভৃতির ।


76. RuBP কীসের  সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA) উৎপন্ন করে ?

- কার্বন ডাই-অক্সাইডের ।


77. কাকে খাদ্য তৈরির কারখানা বলে ? 

- ক্লোরোপ্লাসটিডকে ।


78. যে মৌলিক পদার্থের বা খনিজ পদার্থের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় কী ?

-   ম্যাগনেসিয়াম (Mg) ।


79. কোন  বর্ণের আলোতে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি হয় ?

- লাল ও বেগুনী ।


80. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রাহক পদার্থটি কী ? 

- NADP


81. সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হল কী  ? 

কার্বন ডাই-অক্সাইড (CO2) ।


82. কেন অন্ধকার দশাকে আলোক নিরপেক্ষ দশা বলে  ?

- অন্ধকার দশায় আলোর দরকার হয় না বলে।


83. ক্লোরোপ্লাস্টের কোথায়  গ্লুকোজ উৎপন্ন হয় ?

- স্ট্রোমায় ।


84. সালোকসংশ্লেষে সাহায্যকারী যে সমস্ত রঞ্জক শোষিত শক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করতে পারে না তা হল কী ? 

ক্যারোটিন ও জ্যান্থোফিল ।


85. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জারক পদার্থটি হল কী ?

- CO2 (কার্বন ডাই-অক্সাইড) ।


86. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার বিজারক পদার্থটি হল কী ?

H2O ।


87. অর্কিডের জলীয় বাষ্প শোষণকারী কলার নাম কী ? 

ভেলামেন ।


88. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন জলকে কী বলে ? 

- বিপাকীয় জল বলে ।


89. রাত্রে কোন উৎসেচকের প্রভাবে অদ্রবণীয় শ্বেতসার উদ্ভিদদেহে পুনরায় দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয় ?

ডায়াস্টেজ ।

 

90. সালোকসংশ্লেষের  অভ্যন্তরীণ প্রভাবকের নাম হল কী ?

- ক্লোরোফিল ও উৎসেচক ।


91. সালোকসংশ্লেষে স্থৈতিক শক্তি কোথায়  আবদ্ধ থাকে ? 

- গ্লুকোজের মধ্যে।


92. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1-অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত কার্বন ডাই-অক্সাইড (CO2) প্রয়োজন  ?

- 6 অণু।


93. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1-অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু জল (H2O) প্রয়োজন ?

- 12 অণু।


94. কোষের কোথায়  শ্বেতসার সঞ্চিত থাকে ?

- অ্যামাইলোপ্লাস্টে।


95. সূর্যালোকের কোন তেজোময় বা শক্তিময় কণা ক্লোরোফিলকে সক্রিয় করে ?

- ফোটন কণা ।


96. সালোকসংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম কী ? 

ক্লোরেল্লা নামক এককোষী শ্যাওলা ।


97. ক্লোরোফিলে উপস্থিত ধাতব মৌলটি কী ? 

- ম্যাগনেসিয়াম ।


98. সালোকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাইকটি  হল কী ? 

- সাইটোক্রোম ।


99. ফটোসিন্থেসিস শব্দটি কোন শব্দ ? 

গ্রিক শব্দ ।


100. পৃথিবীর প্রথম অক্সিজেন উৎপাদনকারী জীবের নাম কী ?

- নীলাভ সবুজ শৈবাল। 


101. সালোকসংশ্লেষ কোন্ ধরনের বিক্রিয়া ? 

- সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষ তাপগ্রাহী বিক্রিয়া কিন্তু ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষ তাপমোচী বিক্রিয়া ।


102. সালোকসংশ্লেষ ছাড়া  কোন্ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য উৎপন্ন হতে পারে ?

- রাসায়নিক সংশ্লেষ।


103. কোষে সঞ্চয়ের জন্য শর্করা উদ্ভিদকোষে কীরূপে  আর প্রাণীকোষে  কীরূপে  জমা হয় ?

- শ্বেতসার বা স্টার্চ ও গ্লাইকোজেন  রূপে  জমা হয়।


104. সালোকসংশ্লেষের কোন্  দশায় কার্বন ডাই-অক্সাইড বিজারিত হয় ?

- অন্ধকার দশায় ।


105. সালোকসংশ্লেষে উপজাত হিসাবে উৎপন্ন অক্সিজেনের উৎস  কী ?

জল ।


106. সালোকসংশ্লেষ কী ধরনের  ক্রিয়া ?

- এক রকমের উপচিতি বিপাক।



107. সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী ?

- কার্বন ডাই-অক্সাইড।


108. পাতা সবুজ রং হয় কেন ?

- ক্লোরোফিল থাকায় ।


109. কোনটি সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ?

- ক্লোরোফিল ।


110. ছত্রাক জাতীয় উদ্ভিদে সালোকসংশ্লেষ হয় না কেন ?

- ক্লোরোফিলের অভাবে ।


111. সালোকসংশ্লেষ -এর জন্য  উদ্ভিদদেহ আপতিত সূর্যালোকের কত শতাংশ আলোক রশ্মি শোষণ করে? 

-83%


112. সালোকসংশ্লেষের ফলে উদ্ভিদের শুষ্ক ওজনের কিরূপ পরিবর্তন হয় ? 

বৃদ্ধি পায় ।


113. ফটোলাইসিস  কোথায়  ঘটে ?

- ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে ।


114. অঙ্গার আত্তীকরণ (Carbon assimilation)  কোথায়  ঘটে? 

- ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে ।


115. সালোকসংশ্লেষে শক্তির উৎস কী ? 

সুর্য ।


116. সকল জীবের খাদ্যের উৎস কী ?

সালোকসংশ্লেষ প্রক্রিয়া ।


117. সালোকসংশ্লেষে উপজাত পদার্থরূপে কোন্  গ্যাস উৎপন্ন হয় ?

- অক্সিজেন ।


118. কোন্ প্যারেনকাইমা তে  সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি বেশি মাত্রায় সম্পন্ন হয় ?

- প্যালিসেড ।  


119. সালোকসংশ্লেষ-এর সময় কোন্  গ্যাস গৃহিত হয় ?

- কার্বন ডাই-অক্সাইড ।


120. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটি কী ? 

- PGA ।


121. অঙ্গার-আত্তীকরণ (Carbon assimilation) কী ? 

- কার্বন ডাই-অক্সাইডের কার্বন গ্লুকোজে অঙ্গীভূত হওয়া ।


122. সালোকসংশ্লেষীয় এককে মোট  ক্লোরোফিল অনুর সংখ্যা কত ? 

-   200 - 300 টি ।


123. সালোকসংশ্লেষের আলোক দশায় সৌরশক্তি  কোন  শক্তিতে পরিণত হয় ? 

- রাসায়নিক শক্তিতে।


124. সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়  একটি  এনজাইম হল কী ? 

- FAD


125. সালোকসংশ্লেষের সময় সৌর শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে কে? 

- ক্লোরোফিল ।


126. কাকে এনার্জি কারেন্সি বলে ?

- ATP কে ।



127. উদ্ভিদদেহে ক্লোরোসিস ঘটে কীসের  অভাবে ?

- ম্যাগনেসিয়ামের অভাবে।



128. সালোকসংশ্লেষের জন্য উন্নত উদ্ভিদে উপস্থিত মূখ্য রঞ্জক কোনটি ?

- ক্লোরোফিল ।


129. কোন প্রকার উদ্ভিদের সালোকসংশ্লেষ  সবচেয়ে বেশি হয় ? 

- ক্লোরেলা নামক সামুদ্রিক শৈবালে। 


130. অঙ্গার আত্তিকরণের সময় শক্তির উৎস কী ?

ATP ।


131. কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে সালোকসংশ্লেষের মাধ্যমেই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ? 

- রবার্ট ফন মেয়ার। 


132. কোন বিজ্ঞানী সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন ?

- বিজ্ঞানী ব্ল্যাকম্যান। 


133. ফটোলাইসিস প্রক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন কে ? 

রবিন হিল। 


134. কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে জল থেকেই উদ্ভিদের খাদ্য তৈরি হয় ? 

- ভ্যান হেলমেন্ট ।


135. সালোকসংশ্লেষ শব্দটি প্রচলন করে কে ? 

-১৮৯৮ খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস সালোকসংশ্লেষ শব্দটি প্রচলন করে। 


136. কে প্রমান করেন খাদ্য সংশ্লেষের সময় গাছ অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে ? 
- জোসেফ প্রিস্টল  প্রমান করেন।



137. কে প্রমান করেন সালোকসংশ্লেষ এর সময় গাছ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ? 
- জ্যা নেবিয়ে ।


138. কে প্রমান করেন, সালোকসংশ্লেষ এর সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় ?
রবার্ট ফন মেয়ার  ।


139.  কে প্রমান করেন সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া নামক দুটি পর্যায়ে ঘটে ? 
- ব্ল্যাকম্যান ।


140. কে প্রমান করেন একমাত্র সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে বায়ু থেকে গ্যাস শোষন করে ?
ইজেন হাউজ প্রমান করেন ।


141. হালমেন্ট কী জন্য বিখ্যাত? 
  - ভ্যান হালমেন্ট সালোকসংশ্লেষ সম্পর্কে প্রথম পরীক্ষাটি করেন।  তিনি প্রথম প্রমান করেন যে  সালোকসংশ্লেষ এ বায়ুর গ্যাসও অংশগ্রহণ করে। 


142. কোন উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় ?
- গুলঞ্চ, অর্কিড। 


143. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়  ADP কে  ATP তে পরিণত করতে কী প্রয়োজন হয় ?
- সৌরশক্তি ।


144. ক্লোরোফিলের মৌলিক উপাদান গুলি কী কী ?
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। 


145. কোন ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে সক্ষম ? 
- রোডোসিউডোমোনাস,  রোডোস্পাইরিলাম, ক্লোরোবিয়াম ।


146. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রহণকারী পদার্থ কোনটি ?
- NADP+


147. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম কার্বন জাতীয় স্থায়ী যৌগ কোনটি ?
- ফসফোগ্লিসারিক অ্যাসিড( PGA)।


148. শ্বেতসার জাতীয় খাদ্যে কার্বনের উৎস কী ? 
- গ্লুকোজ ।


149. সালোকসংশ্লেষে বাহ্যিক প্রভাবক গুলি কি কি ?
- কার্বন-ডাই-অক্সাইড, সৌরশক্তি, জল, উষ্ণতা অক্সিজেন। 


150. সালোকসংশ্লেষে অভ্যন্তরীণ প্রভাব গুলি কী কী ?
- ক্লোরোফিল,উৎসেচক,প্রোটোপ্লাজম ।


151. সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদ দেহে কী রূপে সঞ্চিত থাকে ?
- শ্বেতসার রূপে। 


152. সালোকসংশ্লেষকারী এককের নাম কী ?

কোয়ান্টোজোম ।


153. সালোকসংশ্লেষে অংশগ্রহণকারী উৎসেচকের নাম কী ?
NADP ও ADP । 



154. সক্রিয় ক্লোরোফিল  দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+  ও OH-  আয়নে পরিণত হওয়াকে কী বলে ? 
- ফটোলাইসিস ।



155. সালোকসংশ্লেষে কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয় কোন দশায় ? 
অন্ধকার দশায়। 


 156. ADP ও pi এর বিক্রিয়ায় TAP  তৈরি হওয়াকে কী বলে ? 
 - ফসফোরাইলেশন ।



157. অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড  গ্রহণকারী পদার্থটি হল নাম কী ? 
- RuBP



158. সালোকসংশ্লেষে অঙ্গার আত্তীকরণ ঘটে কোন দশায় ? 
- অন্ধকার দশা। 


159. পৃথিবীর মোট সালোকসংশ্লেষের 90% কোথায় ঘটে? 
- সমুদ্র ও স্বাদু জলের শৈবালে।


160. কোন বিজ্ঞানী কোয়ান্টাজোমকে সালোকসংশ্লেষীয় একক বলেন ?
- পার্ক ও বিগিনস। 



161. সালোকসংশ্লেষকারী অঙ্গাণু কী ?
 - ক্লোরোপ্লাস্ট। 


162. সালোকসংশ্লেষকারী রঞ্জক কী ? 
 - ক্লোরোফিল ।


PDF 7 দিন পরে দেওয়া হবে ।

সাধারণ বিজ্ঞান |সালোকসংশ্লেষ  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন