চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শনিবার, ২৩ জুলাই, ২০২২

Hormones Questions Answers In Bengali PDF/হরমোন অধ্যায়ের সকল প্রশ্নোত্তর

 

Hormones Related Questions Answers In Bengali PDF


জীবন বিজ্ঞানের হরমোন অধ্যায়ের প্রশ্নোত্তর


হরমোন সম্পকির্ত 142 টি প্রশ্নোত্তর


Hormones Question Answer In Bengali





জীবন বিজ্ঞান/প্রাণী হরমোন 



1. প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়কারী কে?

Ans. হরমোন।


2. হরমোন' (Hormone) শব্দটির প্রবর্তক কারা?

Ans. বিজ্ঞানী বেইলিস (Baylis) ও স্টারলিং (Starling)।


3. হরমোন শব্দের অর্থ কী?

Ans.  গ্রিক শব্দ ‘Hormao' থেকে এসেছে হরমোন কথাটি এসেছে, যার অর্থ হল ‘ আমি জাগ্রত করি ।


4.  রাসায়নিক দূত বা ক্যামিক্যাল ম্যাসেঞ্জার কাকে বলা হয়?

Ans. হরমোনকে।


5.  ক্যামিক্যাল কো-অর্ডিনেটার কাকে বলা হয়?

Ans.  হরমোনকে।


6. প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কী?

Ans. সিক্রিটিন।


7. মানবদেহের একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও,যেটি মস্তিষ্কে অবস্থিত

Ans.  পিটুইটারি।


8. গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত?

Ans.  থাইরয়েড।


9. অগ্ন্যাশয়ের মধ্যে কোন অনাল গ্রন্থি অবস্থিত?

Ans  আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স।


10. .মানবদেহের একটি মিশ্র গ্রন্থির নাম কী?

Ans.  অগ্ন্যাশয়।


11. আয়োডিন কোন হরমোনের উপাদান?

Ans. থাইরক্সিন।


12. .কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয়?

Ans.  ADH বা অ্যান্টি ডাই-ইউরেটিক হরমোন।


13. কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?

Ans.  ইনসুলিন।


14. কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়?

Ans. থাইরক্সিন।


15. কোন হরমোনের অভাবে বামনত্ব রোগ হয়?

Ans.  STH বা সোমাটোট্রফিক হরমোন।


16. কোন হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয়?

Ans.  STH ।


17. কোন হরমোনের অধিক ক্ষরণে গয়টার বা গলগন্ডরোগ হয়?

Ans. থাইরক্সিন।


18.  একটি হরমোনের নাম করো যা অ্যাডরিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে?

Ans. ACTH


19.কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে?

Ans. TSH


20. একটি পুং-যৌন হরমোনের নাম কী?

Ans. টেস্টোস্টেরন।


21.  ICSH-এর পুরো কথা কী?

Ans. ইন্টারস্টিসিয়াল সেল স্টিম্যুলেটিং হরমোন।


22. FSH-এর পুরো কথা কী?

Ans. ফলিকল স্টিম্যুলেটিং হরমোন।


23. .LH-এর পুরো কথা কী?

Ans. লিউটিনাইজিং হরমোন।


24.   LTH-এর পুরো নাম কী?

Ans.  লিউটোট্রফিক হরমোন।


25. কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমান বেড়ে যায়?

Ans. ইনসুলিন।


26.  কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়?

Ans.  অ্যাড্রিনালিন।


27. কোন হরমোন BMR বাড়িয়ে দেয়?

Ans. থাইরক্সিন।


28. .ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি?

Ans.  গ্লুকাগন।


29. অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন কোনটি?

Ans.  নর-অ্যাড্রিনালিন।


30. পিটুইটারি গ্রন্থির ওজন কত?

Ans. 0.5  গ্রাম


31. দুগ্ধক্ষরণে কোন হরমোন সাহায্য করে?

Ans.  প্রোল্যাকটিন।


32. .দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম কী?

Ans.  ইস্ট্রোজেন ও প্রজেস্টেরোন।


33. .পিটুইটারির ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন  কয়েকটি অনাল গ্রন্থির নাম কী?

Ans. প্যারাথাইরয়েড,অগ্ন্যাশয়,অ্যাড্রিনাল মেডালা।


34.পিটুইটারির অপর নাম কী?

Ans. হাইপোফাইসিস।


35.  বৃক্ক থেকে নিঃসৃত হয় এমন দুটি হরমোনের নাম কী?

Ans.  রেনিন ও এরিথ্রোপয়োটিন।


36.   টিট্যানি রোগ কেন হয়?

Ans.  রক্তে প্যারাথ হরমোনের পরিমান কমে গেলে।


37.  HRF-এর পুরো কথা কী?

Ans. হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর।


38. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় ও

শুক্রাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে?

Ans.  গোনাডোট্রফিক হরমোন।


39.  লক্ষ্য অঙ্গ(Target Organ) কী?

Ans. হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গ বলে।


40. পিটুইটারির কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ রে?

Ans  STH এবং GH


41.    GH-এর পুরো কথা কী?

Ans. গ্রোথ হরমোন।


42 .কী রকম কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত?

Ans. গ্রন্থীময় আবরণী কলা।


43. .কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে?

Ans.  ইনসুলিনকে।


44. ইস্ট্রোজেন ক্ষরণের উৎস কী?

Ans.  ডিম্বাশয়ের পরিনত ডিম্বথলি।


45. .প্রজেস্টেরোন হরমোন ক্ষরণের উৎস কী?

Ans.  করোপাস লুটিয়াম।


46. দেহের সর্বত্র পাওয়া যায় এমন একটি হরমোনের নাম কী?

Ans.  প্রোস্টাগ্ল্যানডিন।


47. অগ্ন্যাশয় ছাড়া অপর মিশ্র গ্রন্থীটির নাম কী?

Ans.  শুক্রাশয়।


46.  লোকাল বা স্থানীয় হরমোন কাকে বলে?

Ans. যে হরমোন উৎসস্থলে ক্রিয়া করে।


47.অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত?

Ans.  বৃক্কের উপর।


48.   পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মুখ্য গ্রন্থি বলা হয় কেন?

Ans. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন গুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে।


49. অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?

Ans. অগ্ন্যাশয় সনাল ও অনাল উভয় রকম গ্রন্থির সমন্বয়ে গঠিত বলে


50.   MSH-এর পুরো কথা কী?

Ans. মেলানোসাইট স্টিম্যুলেটিং হরমোন।


52.   কোন হরমোন গ্লাইকোজেনেসিসে সহায়তা করে?

Ans : ইনসুলিন।


53 .কোন হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সহায়তা করে?

Ans.  গ্লুকাগন।


54. পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত?

Ans. মানুষের মস্তিস্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্টে।


55  ‘স্ট্রেস ‘ হরমোন কাকে বলা হয় ?

Ans.    ইথিলিনকে।


56.  হাঁপানির শ্বাসকষ্ট কমাবার জন্য কোন হরমোন ইনজেকশন দিতে হয়?

Ans.    অ্যাড্রিনাল।


57.  ইনসুলিনের অভাবে কোন্ রোগ হয়?

Ans.    ডায়াবেটিস মেলিটাস ।


58. . প্রসবক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হল- 

Ans.  অক্সিটোসিন।


60.   কোন্ গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে?

Ans. পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে।


61. একটি লোকাল হরমোন - এর নাম কী ?

Ans.  টেস্টোস্টেরন।


62. নেফ্রনের বৃদ্ধ নালিকার উপর প্রভাব বিস্তারকারী হরমোনটি হল—

Ans.  ADH


63.  একটি নিউরো-হরমোন হল

Ans -  অ্যাড্রিনালিন।


64. কোন্ হরমোনটি রক্ত শর্করা কমায় ? 

Ans. ইনসুলিন ।


65. . ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর ঘটাতে সাহায্য করে

Ans.- থাইরক্সিন।


66.. জরুরিকালীন হরমোন বলা হয় 

Ans.-  অ্যাড্রিনালিনকে।


67. নীচের কোন্ গ্রন্থি থেকে ACTH ক্ষরিত হয়?

Ans.  অগ্ন্যাশয়ের আইলেটস অফ্ ল্যাংগারহ্যানসের  বিটা কোশ থেকে।


68.. অ্যান্ড্রোজেন কী ? 

Ans. টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোস্টেরন।


69.  মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে  কী বলে?

Ans.- গ্লুকোসুরিয়া।

 

70,  কুসিং সিনড্রোম রোগ হয়—

Ans.- ACTH-এর অধিঃক্ষরণে।


71. . BMR বৃদ্ধিকারী হরমোনটি হল—

Ans. থাইরক্সিন।








উদ্ভিদ হরমোন  




72. উদ্ভিদদেহে প্রথম হরমোনের অস্তিত্ব প্রমান করেন কে?

Ans.  চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন (১৮৮০)।


73. পত্র ও ফলমোচন রোধ করে কোন হরমোন ?

Ans.- অক্সিন।


74. প্রাকৃতিক হরমোনের উদাহরণ কী?

Ans. অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন।


75.  গ্যাসীয় হরমোনের উদাহরণ কী?

Ans :  ইথিলিন।


76 কৃত্রিম হরমোনের উদাহরণ কী?

Ans : IBA, NAA, IPA, 2,4-DI











77. প্রকল্পিত হরমোনের উদাহরণ কী?

Ans.: ফ্লোরিজেন ও ভার্নালিন, ডরমিন।


78. আগাছা নাশ করা হয় কোন হরমোনের সাহায্যে?

Ans.: 2.4-D।


79. . বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন ?

Ans.: জিব্বেলিন।


80. ডাবের জলে কোন হরমোন থাকে?

Ans.: কাইনিন বা সাইটোকাইনিন।



81.  অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী?

Ans.: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (IAA ) ।


82. . জিব্বেলিন হরমোনের রাসায়নিক নাম কী?

Ans.: জিব্বারেলিক অ্যাসিডন।


83. গাছের ফুল ফোঁটাতে সাহায্য করে কোন হরমোন?

Ans : জিব্বেলিন।


84.  সাইটোকাইনিনের রাসায়নিক সংকেতের নাম কী?

Ans.: C10H9N50


85. হেটেরোঅক্সিন কী?

Ans: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে হেটেরোঅক্সিন বলে।


86. কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দীর্ঘিকরণ ঘটায়?

Ans.: জিব্বারেলিন।


87. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন?

Ans.অক্সিন।


88. .কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে কোন কৃত্রিম হরমোন?

Ans : ডাই ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।


89.  বীজপত্র ও পরিপক্ক বীজে পাওয়া যায় কোন হরমোন?

Ans.-  জিব্বারেলিন।


90.  উদ্ভিদের জরা রোধে সাহায্য করে কোন হরমোন?

Ans. কাইনিন।


91. কোন হরমোন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছর ফুল ফোটানো হয়?

Ans.   জিব্বারেলিন।


92. নারকেলের শস্যে কোন হরমোন পাওয়া যায়?

Ans : কাইনিন।


93. উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন?

Ans : কাইনিন।


94.উদ্ভিদের অপরিনত অঙ্গের মোচন রোধে কোন হরমোন স্প্রে করা হয়?

Ans. কৃত্রিম অক্সিন।


95. .অক্সিনের একটি কাজ কি ?

Ans.  উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে।


96. কৃত্রিম অক্সিন হরমোনের নাম কী?

Ans : 2,4-D।


97. পার্থেনোকাপি কী?

Ans : অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে পার্থেনোকার্পি বলা হয়।


98. কোন উদ্ভিদ হরমোন বাষ্পমোচন কমায়?

Ans : অ্যাবসিসিক অ্যাসিড।


99. .একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম কী?

Ans : ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।


100. .উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোনের নাম কী?

Ans. ফ্লোরিজেন-এটি ফুল ফোটাতে সাহায্য করে।


101. .একটি গ্যাসীয় হরমোনের নাম ?

Ans.  ইথিলিন-এটি ফল পাকাতে সাহায্য করে।


102 .অক্সিনের আলোক অবলুপ্তি বলতে কী বোঝো?

Ans.  আলোর প্রভাবে অক্সিনের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়,একে অক্সিনের আলোক অবলুপ্তি বলে |


103. .একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কী?

Ans : অ্যাবসিসিক অ্যাসিড।


104. .উদ্ভিদের কোলিওপটাইলে পাওয়া যায় কোন হরমোন?

Ans.  অক্সিন।


105.  একটি ঘটিত N2 ক্ষারীয় হরমোনের নাম কী?

Ans.  সাইটোকাইনিন।


106.    GA3-এর সম্পূর্ণ নাম কী?

Ans. জিব্বারেলিক অ্যাসিড।


107. লেটুস শাকের বীজের দ্রুত অঙ্কুরোদগমের জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়?

Ans.  জিব্বারেলিন।


108. ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম কী?

Ans . জিয়াটিন।


109.  “ রিকমণ্ড ও ল্যাঙ এফেক্ট “ কোন হরমোনে লক্ষ্য করা যায় ?

Ans.  কাইনিন বা সাইটোকাইনিন।


110. MCPA-এর পুরো নাম কী?

Ans. মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।


111.  2, 4-D-এর পুরো নাম কী?

Ans. ডাই ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।


112. একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম করো।

Ans. জিব্বারেলিন।


113. একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো।

Ans. জিব্বারেলিন।


114.  একটি ঘটিত N2 ক্ষারীয় হরমোনের নাম করো।

Ans. সাইটোকাইনিন।


115.  GA3-এর সম্পূর্ণ নাম কী?

Ans. জিব্বারেলিক অ্যাসিড।

116. কোন্ ছত্রাক থেকে প্রথম জিব্বারেলিন আবিষ্কৃত হয়?

Ans. জিব্বারেল্লা ফুজিকোরই নামক ছত্রাক থেকে।


117. একটি অ্যান্টি-অক্সিনের নাম লেখো।

Ans. ট্রাইআয়োডো বেনজোয়িক অ্যাসিড (TIBA) ।


118. অ্যান্টিজিব্বারেলিনের নাম করো।

Ans. ক্লোরোকোলাইন ক্লোরাইড (CCC)।


119.উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করার জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়?

Ans. 2, 4 – D ও NAA (ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড) নামক কৃত্রিম অক্সিন।


120.  কোন্ হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করে?

Ans. জিব্বারেলিন।


121. উদ্ভিদের বংশগত খর্বতা রোধে কোন্ হরমোন সাহায্য করে?

Ans. জিব্বারেলিন।


122.  উদ্ভিদের কোশ বিভাজনকালে ক্যারিওকাইনেসিসে সাহায্য করে কোন্ হরমোন?

Ans. অক্সিন।


123. উদ্ভিদের কোশ বিভাজনকালে সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন্ হরমোন?

Ans. সাইটোকাইনিন।


124.  অক্সিনের রাসায়নিক সংকেত কী?

Ans. C10H9O2N.


125.  জিব্বারেলিনের রাসায়নিক সংকেত কী?

Ans. C19H22O6.


__126. সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত কী?

Ans. C10H9N5O.


127. সাইটোকাইনিনের রাসায়নিক নাম কী?

Ans. 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন (FAP)।


128.  হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি  কিসের সঙ্গে যুক্ত ?

Ans.  ইনফাণ্ডিবুলাম দ্বারা।


129.  মিলাররা (Miller et al) প্রথম কোথা থেকে কাইনেটিন পান? 

Ans. ঈস্টের DNA-থেকে।


130. 2, 4-D হল একটি—

Ans. কৃত্রিম হরমোন ।


131. নিষেকের পূর্বে ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে কি হয় ?

Ans. ডিম্বাশয়টি ফলে পরিণত হয় ।


132.  ফাইটোহরমোন কাকে বলে?

Ans. উদ্ভিদ হরমোনগুলিকে ফাইটোহরমোন বলে।


133. জিব্বারেলিনের রাসায়নিক নাম কী?

Ans. জিব্বারেলিক অ্যাসিড বা GAT


134. একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো।

Ans. অক্সিন।


135.  একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম করো।

Ans. কাইনিন।


136. ফ্লোরিজেন হল  কী ধরনের হরমোন ? 

Ans. প্রকল্পিত  হরমোন।


137.  একটি গ্যাসীয় হরমোন কী ?

 Ans. ইথিলিন। 


138  প্যারাথরমোনের অভাব কী হয় ?

Ans. রক্তে ক্যালশিয়ামের পরিমাণ হ্রাস।


139. কোন্ হরমোনের অভাবে রক্তমোক্ষণকাল অধিক হয় এবং রক্ততঞ্চনকাল বিলম্বিত হয় ? 

Ans. প্যারাথরমোন ।


140. গ্রেডের পীড়া হওয়ার কারণ কী ?

Ans.  অতিসক্রিয়তা।


141. অ্যাডিসনের রোগ কোন্ হরমোনের কম ক্ষরণের ফলে হয় ?

Ans. কটিকয়েড।


142.গ্যাসট্রিন হরমোন ক্ষরিত হয় কোথা থেকে ?

Ans. পাকস্থলী থেকে। 













  হরমোন সংক্রান্ত প্রশ্নোত্তর - এর ফ্রি PDF 

Click Here 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন