চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

Indian History GK Question and Answer In Bengali PDF Free Download/ভারতের ইতিহাস প্রশ্নোত্তর PDF

Indian History GK Question and Answer In Bengali PDF/ভারতের ইতিহাস প্রশ্নোত্তর PDF

Indian History Questions Answers In Bengali PDF





 

ভারতের ইতিহাস - কোম্পানির   শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ


সিপাহী বিদ্রোহ



1. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে?

- মঙ্গল পাণ্ডে।


2.  সিপাহি বিদ্রোহ প্রথম কোথায় ঘটেছিল?

- ব্যারাকপুরে।


3. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

- 1763 খ্রিস্টাব্দে।


4. কোন্ গভর্নর জেনারেলের সময় ভারতে সিপাহি বিদ্রোহ হয়েছিল?

- লর্ড ক্যানিং 


5. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের দুজন নেতার নাম করো।

- ভবানী পাঠক ও মজনু শাহ।

6. ব্রিটিশ শাসনের প্রথম শতকের একটি কৃষক বিদ্রোহের নাম লেখো।

- ফরাজি বিদ্রোহ।


7. রংপুর বিদ্রোহের একজন নেতার নাম করো।

- নুরুলউদ্দিন।


8. চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?

- 1768 খ্রিস্টাব্দে।


9. রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

- 1783 খ্রিস্টাব্দে।


10. বাংলা দেশে কে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন?

- তিতুমির।

11. সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়?

- 1855 খ্রিস্টাব্দে।


12.  ‘ফরাজি’ আন্দোলনের প্রবর্তক কে?

-হাজি শরিয়ৎউল্লাহ।


13. কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

- বুদ্ধু ভগত। 


14.  সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। 

- সিধু।


15. ভারতে কে ফরাজি আন্দোলনের সূচনা করেন?

-হাজি শরিয়ৎউল্লাহ।


16. কত খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ/মহাবিদ্রোহ হয়েছিল?

- 1857 খ্রিস্টাব্দে।

17. কে 1857-র বিদ্রোহকে ‘প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলেছেন?

- বিনায়ক দামোদর সাভারকার।


18. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে?

- রায়বেরিলির সৈয়দ আহমদ।


19. সিপাহি বিদ্রোহ আরম্ভ হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

- লর্ড ক্যানিং ।


20.  1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রসিদ্ধ নেত্রীর নাম কী?

- লক্ষ্মীবাঈ ।


21. ভারতের শেষ মোগল সম্রাটের নাম কী?

- দ্বিতীয় বাহাদুর শাহ্।

22. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

- লর্ড ক্যানিং।


23.  ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

- লর্ড ক্যানিং।


24.  দামিন-ই-কোহ কথার অর্থ কী?

- পাহাড়ের প্রান্তদেশ।


25. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের প্রসঙ্গ কোন্ বাংলা উপন্যাসে লিখিত আছে?

- আনন্দমঠ উপন্যাসে।


26. ‘ফরাজ’ শব্দের অর্থ কী?

- ইসলাম-নির্দিষ্ট কর্তব্য বাধ্যতামূলক ভাবে পালন।

27. ‘ওয়াহাবি’ কথার অর্থ কী?

- নবজাগরণ।


28. তিতুমিরের আসল নাম কী?

- মির নিশার আলি।


29. ভাইসরয় কথাটির অর্থ কী?

-রাজপ্রতিনিধি।


30. কবে মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি প্রকাশ হয়?

- 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর।


31. কোন্ সালে সন্দীপের বিদ্রোহ হয়?

- 1769 খ্রিস্টাব্দে।

32. পাগলাপন্থীদের নেতা কে ছিলেন?

- ফকির করম শাহ্।


33.  ভবানী পাঠক কে ছিলেন?

- সন্ন্যাসী বিদ্রোহের নেতা


34. পলিগার  সালে সংঘটিত হয়?

- 1783 খ্রিস্টাব্দে।


35. পাইক বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়?

- 1817 খ্রিস্টাব্দে।


36.  চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

- জগন্নাথ সিংহ।

37. চুয়াড় বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল?

- ঘাটশিলা বা ধলভূমে।


38. বারাসত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

-তিতুমির।


39. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উপজাতি বিদ্রোহ কোন্‌টি?

- চুয়াড় বিদ্রোহ।


40. বাঁশের কেল্লা কে তৈরি করেন?

-তিতুমির।


41. মহাবিদ্রোহের সময় দিল্লির বাদশাহ কে ছিলেন?

- দ্বিতীয় বাহাদুর শাহ্।

42. বালাকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

- 1831 খ্রিস্টাব্দে।


43. কানপুরে বিদ্রোহী সিপাহিদের নেতৃত্ব কে দিয়েছিলেন?

- নানাসাহেব।


44. ইন্ডিয়া টু-ডে গ্রন্থটির লেখক কে?

- রজনী পামদত্ত।


45. 1857-র মহাবিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো।

- নানাসাহেব।



উপরের প্রশ্নোত্তর গুলির  PDF টি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন - 

CLICK HERE









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন