চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

রেচন সম্পর্কিত 100 টি প্রশ্ন উত্তর / Excretion Question Answer in Bengali

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর| রেচনতন্ত্র অধ্যায় থেকে 100-টি প্রশ্নোত্তর

100 Questions and Answers from Excretion In Bengali



Part - 2



         প্রিয়  ভাই- বোনেরা , যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Life Science/ জীবন বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, RAIL, WBP, PSC, PSC MISC, KP, BANK, WBJEEB ইত্যাদি যেকোনো পরীক্ষায় জীবন  বিজ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন আসে । তাই জীবন বিজ্ঞানের রেচন অধ্যায় থেকে 100 টির বেশি প্রশ্ন-উত্তর   দেওয়া হল 

রেচন প্রশ্ন উত্তর




রেচন থেকে প্রশ্ন ও উত্তর | Questions and answers from Excretion | 


 

 উদ্ভিদের রেচন

Q.  কী জাতীয় ক্ষতিকারক অপ্রয়োজনীয় পদার্থকে রেচন পদার্থ বলে?

Ans : বিপাকজাত ।

Q.  কোন গাছ পত্রমোচন করে রেচন পদার্থ ত্যাগ করে?

Ans: শিরীষ, শিমুল ইত্যাদি গাছ।

Q. কুইনাইন কোথায় পাওয়া যায়?

Ans. সিনকোনা গাছের বাকলে।

Q.  মরফিন কোথায় পাওয়া যায়?

Ans: আফিম গাছের কাঁচা ফলের খোসায়।

Q. ক্যাফিন কোথায় পাওয়া যায়?

Ans: কফির বীজে।

Q.  রেসারপিন কোথায় পাওয়া যায়?

Ans : সর্পগন্ধা গাছের মূলে।

Q. . রাফাইড পাওয়া যায় কোন গাছে?

Ans. কচুতে ৷

Q.  নাক্সভোমিকা গাছের বীজে কি নামক উপক্ষার

থাকে?

Ans : স্ট্রিকনিন।

Q.  অর্জুন, পেয়ারা ইত্যাদি উদ্ভিদ কিছু কিছু রেচন

পদার্থকে কোন অংশে সাময়িকভাবে জমা রাখে?

Ans : ছালে।

Q. লিথোসিস্ট কি?

Ans: সিস্টোলিথযুক্ত কোষ।

Q. পেঁপেগাছের তরুক্ষীরে কি আছে?

Ans: প্যাপাইন, যা প্রোটিন পরিপাকে সাহায্য করে।

Q. কোন গাছের তরুক্ষীর বাণিজ্যিক রবার প্রস্তুতিতে

ব্যবহৃত

Ans: প্যারা রাবার।

Q.  কঠিন ও ভঙ্গুর প্রকৃতির কঠিন রজন কিসে

দ্রবীভূত হয়?

Ans : অ্যালকোহলে ।

Q.  সিস্টোলিথ কোথায় পাওয়া যায়?

Ans: বট, রবার প্রভৃতি গাছের পাতায়।

Q. র‍্যাফাইড কি?

Ans: ক্যালসিয়াম অক্সালেটের কেলাস।

Q. ব্র্যাফাইড কোথায় পাওয়া যায়?

Ans.: ওল, কচু ইত্যাদি গাছের কাণ্ডে।

Q. সিস্টোলিথ কি?

Ans: ক্যালসিয়াম কার্বনেট  কেলাস ৷

ExcretionQuestionAnswer in Bengali 

Q.  বেলেডোনা গাছের মূলে ও পাতায় কি নামক

উপক্ষার থাকে?

Ans : অ্যাট্রোপিন ।

Q. নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি ?

Ans:  তরুক্ষীর,রাজন(উদ্ভিদ) , কিটোন বডি ( প্রাণী )।

Q.  বাবলা, আমড়া, শিরিষ ইত্যাদি উদ্ভিদের

বাকলের ফাটল বা ক্ষত দিয়ে কি নিঃসৃত হয়?

Ans: গঁদ।

Q.  ট্যানিন কোন গাছে দেখা যায় ?

Ans: চা,হরিতকি ইত্যাদি গাছে।

Q.  রাফাইডস কোন গাছে পাওয়া যায় ?

Ans: ওল , কচু, কচুরিপানা ইত্যাদিতে।

Q.  বানতেল কোন গাছ থেকে পাওয়া যায় ?

Ans: লেবুগাছের পাতা ও ফলে, ইউক্যালিপটাসের পাতায়, লবঙ্গের ফুল ইত্যাদিতে।

Q.  রেসারপিন এর কাজ কি ?

Ans: উচ্চ রক্তচাপ কমতে সাহায্য করে।আমি

Q. . কোন উপক্ষারটি সর্পগন্ধা গাছের মূলে থাকে?

Ans: রেসারপিন।

Q. ট্যানিন কি কাজ করতে ব্যবহার করা হয় ?

Ans: অবসাদ দূর করতে।

Q.  এফিড্রিন নামক উপক্ষার থাকে কোন গাছের

কান্ড ও মূলের ছালে?

Ans: এফিড্রা ৷

Q.  কোন গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার

প্রস্তুত হয়?

Ans: প্যারা রবার৷

Q.  নিকোটিন এর কাজ কি ?

Ans:  এটি মাদক দ্রব্য তৈরী করতে ব্যবহৃত হয়।

Q. থেইন বা ক্যাফেইন কোন গাছ থেকে পাওয়া যায় ?

Ans:  চা, কফি ইত্যাদি।

Q.  তামাক গাছের পাতায় কি পাওয়া যায় ?

Ans:  নিকোটিন।

Q. উপক্ষার উদ্ভিদের এক প্রকার কি ঘটিত রেচন

পদার্থ?

Ans:  নাইট্রোজেনঘটিত।

Q.  আফিম গাছের ফলে কি পাওয়া যায়?

Ans:  মরফিন |

Q. রেসারপিন সর্পগন্ধা গাছের কোন অংশে দেখতে পাওয়া যায় ?

Ans:  মুলে।

Q.  সিনকোনা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া

যায়?

Ans: কুইনাইন।

Q.  সর্পগন্ধা গাছ থেকে কি পাওয়া যায়?

Ans:  রেসারপিন।

Q.  ট্যানিন উদ্ভিদের কি স্বাদযুক্ত কার্বন সমন্বিত

রেচন পদার্থ?

Ans:  তেতো।

Q.  পেঁপে গাছের কি প্রোটিন পরিপাকে সাহায্য

করে?

Ans:  প্যাপাইন।

Q. ধুতরা গাছের পাতা ও ফলে কি থাকে?

Ans:  ডাটুরিন।

Q.  রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটির নাম কি?

Ans:   রজন ।

Q.  রাফাইড কোথায় পাওয়া যায়?

Ans:   কচুতে ।

Q.  গদ কি?

Ans:   একপ্রকার পলিস্যাকারাইড ।

Q. কানাডা বালসাম কি?

Ans:    রজন ।

Q. ধুনা, হিং প্রভৃতি কি?

Ans:   একপ্রকার রজন ।

Q. নিকোটিন কোথায় পাওয়া যায়?

Ans:  তামাক গাছের পাতায়।

Q. কোন গাছে তরুক্ষীর পাওয়া যায়?

Ans:  বট, আকন্দ ইত্যাদি গাছে।

Q. বানতেল কিসে ব্যবহৃত হয়

Ans:  প্রসাধন শিল্পে।

Q.  একটি পদ্ধতির নাম কর যার সাহায্যে উদ্ভিদের

রেচন পদার্থ অপসারিত হয়?

Ans: বাকলমোচন।

Q. কোন্ জৈবিক প্রক্রিয়ার ফলে প্রয়োজনের অতিরিক্ত জল উদ্ভিদদেহ হইতে বাহির হইয়া যায়?

Ans: বাষ্প।

Q.  কোন গাছের রজন নালিতে রজন থাকে?

Ans:   পাইন।

Q.  চা পাতায় যে উপক্ষারটি পাওয়া যায় তার নাম

কি?

Ans:   থিইন।

Q.  হাঁপানি প্রশমনের ওষুধ হিসেবে ব্যবহৃত

উপক্ষারের নাম কি?

Ans:    ডাটুরিন।

Q. চায়ের পাতায় কোন রেচন পদার্থ পাওয়া যায়?

Ans: ট্যানিন।

Q. বানতে কোথায় পাওয়া যায়।

Ans: লেবু গাছের পাতা ও ফুলে।

Q.  সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়?

Ans. লেবুতে।

Q.  টারটারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়?

Ans. তেঁতুলে।

Q.  ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়?

Ans.: আপেলে।

Q. কোন গাছ ফলমোচন করে রেচন পদার্থ ত্যাগ করে?

Ans: লেবু, আপেল।

Q. বাকলমোচনের দ্বারা কোন গাছ রেচন পদার্থ ত্যাগ

করে?

Ans: অর্জুন, পেয়ারা।

Q. সর্পগন্ধা গাছের মূলে কি পাওয়া যায়?

Ans.: রেসারপিন।

Q. র‍্যাফাইডযুক্ত কোষকে কি বলে?

Ans.: ইডিওব্লাস্ট।

Q. স্ফিাফাইড কোথায় পাওয়া যায়?

Ans: কচুরিপানার বৃত্তে।

Q. উপকার কি পদার্থ?

Ans: উদ্ভিদের নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ।


জীবন বিজ্ঞানের রেচন অধ্যায় থেকে 100-টি প্রশ্ন-উত্তর


প্রাণীর রেচন 


Q. মানুষের দৈনিক মূত্রের পরিমান কি ?

Ans:  ১.৫ – ২ লিটার ৷

Q. প্রাণীদেহে কি বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন

হয়?

Ans:  প্রোটিন ৷

Q. নেফ্রন কি ?

Ans:  নেফ্রন হলো বৃক্কের কার্যগত ও গঠনগত একক।

Q. মূত্রের অস্বাভাবিক উপাদান কি কি ?

Ans:  গ্লুকোজ,অ্যালবুমিন, বিলিরুবিন, কিটোন বডি।

Q.নেফ্রনের কি যান্ত্রিক ছাঁকনির ন্যায় কাজ করে?

Ans:  গ্লোমেরুলাস ৷

Q.গ্লোমেরুলাসের সন্নিকটে অবস্থিত বৃক্কীয়

নালিকার প্রথম অংশকে কি বলা হয়?

Ans:  পরাসংবর্ত নালিকা ৷

Q. হেনলির লুপের অধোগামী বাহুতে কি শোষণ

হয়?

Ans: জল ৷

Q.হেনলির লুপের ঊর্ধ্বগামী বাহুতে কোন

আয়নের শোষণ হয়?

Ans:  সোডিয়াম


Q.ত্বকস্থিত কোন গ্রন্থির মাধ্যমে সিরাম ক্ষরিত হয়?

 Ans: সিবেসিয়াস৷

Q. প্রোটিনিউরিয়া কাকে বলে ?

Ans: মূত্রে প্রোটিনের অস্বাবাভিক উপস্থিতিকে প্রোটিনিউরিয়া বলে।

Q.মানবদেহের যকৃতে কি চক্র সাধিত হয়?

Ans: অরনিথিন ৷

Q. ম্যাকুলা ডেনসা কোথায় থাকে?

Ans: দূরবর্তী সংবর্ত নালিকাতে ৷

Q. মধুমেহ বা ডায়বেটিস মেলিটাস রোগে রক্তে গ্লুকোজের মাত্রা প্রতি ডেসিলিটারে 180 mg এর বেশি হলে মূত্রে গ্লুকোজের অস্বাভাবিক উপস্থিতিকে কি বলে ?

Ans: গ্লুকোসুরিয়া ৷

Q.মানুষের দুটি বৃক্কের সব নেফ্রন পরপর যোগ

করলে তার দৈর্ঘ্য কত হবে?

Ans:  প্রায় 40 মাইল ৷

Q. মূত্রের একটি অস্বাভাবিক উপাদানের নাম লেখ?

Ans: গ্লুকোজ ৷

Q. বৃক্কীয় নালিকার ‘U’ আকৃতির অংশকে কি বলা

হয়?

Ans: হেনলির লুপ ৷

Q. মূত্রে হিমোগ্লোবিনের উপস্থিতিকে কি বলে ?

Ans: হিমোগ্লোবিনুরিয়া ৷

Q. পতঙ্গ শ্রেণির প্রাণীদের রেচন অঙ্গের নাম কি?

Ans: ম্যালপিজিয়ান নালিকা ৷

Q. নেফ্রিডিয়াম কার রেচন অঙ্গ?

Ans: কেঁচো ।

Q. বৃক্কের অবতল মধ্য কিনারায় যে অংশে গবিনী

বৃক্কিয় শিরা এবং বৃক্কিয় ধমনি যুক্ত থাকে তাকে কি

বলে?

Ans: হাইলাস ৷

Q. মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচন অঙ্গের নাম কি?

Ans: বৃক্ক ৷

Q.  মূত্রের রক্তের উপস্থিতিকে কি বলে ?

Ans: হিমাচুরিয়া ৷

Q. সংগ্রাহক নালিকাগুলি যেসব নালিতে গিয়ে

মেশে তাদের কি বলে?

Ans: ডাক্ট অব্ বেলিনি ৷

Q.  চ্যাপটা কৃমির রেচন-অঙ্গের নাম কি?

Ans: ফ্লেমকোশ ৷

Q. মানব-নেফ্রনের গড় দৈর্ঘ্য কত?


Ans: 5 সেন্টিমিটার ৷

Q.  মানুষের দেহের কোন অঙ্গে অ্যানিলিন চক্র
সম্পন্ন হয়?

Ans: যকৃতে ৷

Q.পুরুষের দেহে বৃক্কের গড় ওজন কত?


Ans: 125-170 গ্রাম ৷


Q.  বৃক্কের একককে কি বলা হয়?


Ans: নেফ্রন ৷


Q. মানুষের বৃক্ক কোন ধরনের?


Ans: মেটানেফ্রস ৷


Q. মানবদেহের বৃক্কের মাধ্যমে যে পরিমাণ
রেচনবস্তু দেহ থেকে নির্গত হয়, তা হল মোট
রেচনবস্তুর কত শতাংশ?


Ans: 75% 


Q. মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত?


Ans: 10 লক্ষ ৷


Q. গ্লোমেরুলাস কোন কনিকার অংশ?

Ans: ম্যালপিজিয়ান৷

Q. বৃক্কীয় নালিকার শেষ অংশ কি?

Ans: সংগ্রাহী নালিকা ৷

Q. বোজানাসের অঙ্গ কার রেচন অঙ্গ?

Ans: ইউনিও (ঝিনুক) |

Q. বিপাকজাত প্রয়োজনীয় বস্তুর গ্রন্থি থেকে

নিঃসৃত হওয়ার পদ্ধতিকে কি বলে?

Ans: ক্ষরণ ৷

Q. বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী

হরমোনের নাম কি?

Ans: অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। (ADH)

Q. চ্যাপ্টা কৃমির রেচন-অঙ্গের নাম কি?.

Ans:  ফ্লেম কোষ ৷

Q. মানবদেহের প্রধান রেচন অঙ্গ কি?

Ans: বৃক্ক।

Q.বৃক্কের আবরণীর নাম কি?

Ans: ক্যাপসুল।

Q.প্রতি মিনিটে গ্লোমেরুলাস দ্বারা পরিস্ফুত
তরলের গড় পরিমাণ কত?

উত্তর : 120 মিলিলিটার ৷


Q. মানুষের স্ত্রীদেহে বৃক্ষের গড় ওজন কত?

উত্তর :115-155 গ্রাম৷


Q. মানব-বৃক্ষের গড় দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হল
যথাক্রমে কত?
Ans: :11cm, 5cm, 3cm


Q. রং হলুদ হওয়ার কারণ মূত্রে কি থাকে
বলে?

উত্তর : ইউরোক্রোম ৷


Q. রেনিন এবং এরিথ্রোপোয়েটিন ক্ষরণ করে কে?

Ans: : বৃক্ক ৷

Q. একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুত্রাশয়ে কতটা মূত্র

সঞ্চিত থাকতে পারে।

Ans:.: 500-800 মিলিলিটার।

Q .প্রাণীর একটি রেচন পদার্থের নাম কি?

Ans: ইউরিয়া।

Q.ম্যালপিজিয়ান কর্পাসল কি নিয়ে গঠিত?

Ans: বাওম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস।

Q. ‘U’ আকৃতিবিশিষ্ট সরু নালিকাকে কি বলে?

Ans.: হেনলীর লুপ।

Q. বৃক্কে উৎপন্ন মূত্র মাধ্যমে কিসের মূত্রাশয়ে এসে

জমা হয়?

Ans: গবিনীর ৷

Q. বৃক্ষের কোথায় পরিশ্রুত তরল সংগৃহীত হয় ?

Ans: বাওম্যানস ক্যাপসুলে।

Q.বৃক্কে নেফ্রনের সংখ্যা কত?

Ans: প্রতিটি বৃক্কে প্রায় দশ লক্ষ।

Q.বৃক্কের কোথায় দূষিত রেচন পদার্থযুক্ত রক্তের

পরিশ্রুতকরণ ঘটে?

Ans: গ্লোমেরুলির ক্ষুদ্র রক্তনালী ৷

Q. মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ কি?

Ans: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ৷

Q.  মুত্র কোথায় সাময়িকভাবে সঞ্চিত থাকে?

Ans: মুত্রাশয়ে।

Q. মূত্রাশয়ে সঞ্চিত মূত্রের পরিমাণ কত মিলিলিটার

হলেই মূত্রত্যাগের ইচ্ছা অনুভূত হয়?

Ans: 400 মিলিলিটার ৷

Q.  একজন সুস্থ প্রাপ্তবয়স্ক লোক দিনে কি পরিমাণ মূত্র ত্যাগ করে?

Ans: প্রায় দু লিটার।

Q. গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়।

Ans: ম্যালপিজিয়ান কর্পাসল-এ।

Q.  গ্লোমেরুলাসে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক লোকের

কি পরিমাণ তরল পরিত হয়?

Ans: প্রায় 170 লিটার।

Q. কোন অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ বৃক্ক ?

Ans. শামুক, সিনুক।

Q. ব্যাপন প্রক্রিয়ায় কোন প্রাণী রেচন ত্যাগ করে।

Ans: অ্যামিবা, হাইড্রা ইত্যাদি প্রাণী।

Q.  কেঁচোর প্রধান রেচন-অঙ্গের নাম কি?

Ans: নেফ্রিডিয়া।

Q.  চিংড়ির রেচন-অঙ্গের নাম কি?

Ans. সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি।

Q. পতঙ্গের রেচন-অঙ্গের নাম কি?

Ans.: ম্যালপিজিয়ান নালিকা।

Q. মানুষের মূত্রে যে নাইট্রোজেনযুক্ত পদার্থ দেখা যায়

তার নাম কি?

Ans: ইউরিয়া।

Q. বৃদ্ধের হাইলাম অংশ বলতে কি বোঝ?

Ans: বৃক্কের যে অংশে গবিনী যুক্ত থাকে তাকে হাইলাম বলে।

Q.  বৃদ্ধ থেকে মুত্র কিসের মাধ্যমে মূত্রাশয়ে আসে?

Ans. গবিনীর মাধ্যমে।

Q. প্রাণীদের কয়েকটি নাইট্রোজেনঘটিত রেচন

পদার্থের নাম লেখ।

Ans.: ইউরিয়া, ইউরিক অ্যামোনিয়া ইত্যাদি।

Q.  লম্বচ্ছেদে বৃক্কের কটি স্তর?

Ans: লম্বচ্ছেদে বৃক্কের দুটি স্তর কর্টেক্স ও মেডালা।

Q. বৃক্ক থেকে রেচন বস্তু সাময়িকভাবে কোথায় জমা

হয়?

Ans.: বৃক্ক থেকে রেচন বস্তু সাময়িকভাবে মূত্রাশয়ে জমা হয়।

Q.  নেফ্রনের প্রধান অংশগুলি কি কি?

Ans.: নেফ্রনের প্রধান অংশগুলি হল—ম্যালপিজিয়ান

কর্পাসল, বৃক্কীয় নালিকা এবং সংগ্রাহী নালিকা।




রেচন থেকে প্রশ্ন ও উত্তর | Questions and answers from Excretion | 



আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন -

CLICK HERE


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন