চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

100 General Science Questions Answer in Bengali/সাধারণ বিজ্ঞানের 10000 প্রশ্নোত্তর

10000 Questions & Answers of General Science in Bengali

Part-4

সাধারণ বিজ্ঞানের 10000 প্রশ্নোত্তর 


চাকরির দিশা  সকলকে জানাই স্বাগতম।  জেনারেল সাইন্সের গুরুত্বপূর্ণ 100 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই 100 টি প্রশ্ন- উত্তর মনোযোগ সহকারে পড়ুন। কারণ যেকোন পরীক্ষাতে  জেনারেল সাইন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়

General Science In Bengali

General Science In Bengali


1. বস্তুর বর্ণ পদার্থের কোন ধর্ম নয়, এটি আলোকের একটি ধর্ম ।


2. নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল – কালো দেখায় ।


3. লাল আলোতে গাছের পাতা – কালো দেখায় ।


4. নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল – নীল দেখায় ।


5. লাল ফুলকে সবুজ আলোয় – কালো দেখায় ।


6. সূর্য রশ্মি শরীরে পড়লে – ভিটামিন ডি তৈরী হয় ।


7. সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ – গামা রশ্মি ।


8. সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ – বেগুণী রশ্মি ।


9. শরীরের ত্বকে ভিটামিন তৈরীতে সাহায্য করে –পরিমিত অতিবেগুণী রশ্মি ।

11. আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল – 0.1 সেকেন্ড ।


12.  যে সকল বস্তুর আকর্ষণ ও দিকনির্দশক ধর্ম আছে – চম্বুক পদার্থ ।


13. চৌম্বকের চুম্বকত্ব একটি – ভৌত ধর্ম ।


14. চৌম্বকের প্রকারভেদ – 1. প্রাকৃতিক চৌম্বক, 2. কৃত্রিম চৌম্বক ও 3. তড়িৎ চৌম্বক ।


15. চৌম্বক পদার্থ – টিন, আয়রণ, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি ।


16. চৌম্বক পদার্থের প্রকারভেদ – 1. ডায়া চৌম্বক, 2. প্যারা চৌম্বক ও 3. ফেরো চৌম্বক ।


17. মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ – সবচেয়ে বেশী ।


18. পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে – পৃথিবীর ভৌগলিক দক্ষিণ ।


19. তড়িৎ দুই প্রকার – 1. স্থির তড়িৎ ও 2.  চল তড়িৎ ।


20. চল তড়িৎ দুই প্রকার – 1.  এ. সি. তড়িৎ  2.  ডি. সি. তড়িৎ ।


21. রোধ পরিবাহীর চারটি বিষয়ের উপর নির্ভর করে – 1.  উপাদান, 2. দৈর্ঘ্য, 3.  প্রস্থচ্ছেদ ও 4. তাপমাত্রা ।


23. মাধ্যম তিন প্রকার – 1.  পরিবাহী, 2. অর্ধপরিবাহী, 3.  অন্তরক বা অপরিবাহী।


24. শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন – জড় মাধ্যমের ।


25. বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।


26.  বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন।


27.   বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংষ্টেন।


28.   ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।



সাধারণ বিজ্ঞানের 10000 প্রশ্নোত্তর



29.    মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান ভাইকিং।


30. মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।


31.   মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন।


32. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি (প্রায়)।


33.    যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ।


34. যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন ‘K’।


35. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ।


36. যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন।


37. রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় গামা রশ্মি।


38.  রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।


39.  শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিও মিটার।


40. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন।


41.  সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা ফ্যাদোমিটার।


42.   সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবুজ আলোতে।


44.  সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল।


45.যৌগের মূল উপাদান কী?  কার্বন(C)


​46. কাঁচা ফল পাকাতে কোন্ জৈবযৌগটি ব্যবহার করা হয়?   ইথিলিন(C2H4)


46.  মিথেনে H---C---H কোণের মান কত?   109°28'


47. কোন্ মৌলের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়?  কার্বন


48. LPG ও CNG এর প্রধান উপাদানগুলি কী কী? -   LPG এর প্রধান উপাদান হল বিউটেন এবং CNG এর প্রধান উপাদান হল মিথেন(CH4)৷


49.  PVC ও টেফলন-এর মনোমারের নাম লেখ?  - পিভিসি এর মনোমার ভিনাইল ক্লোরাইড এবং টেফলনের মনোমার টেট্রাফ্লুরোইথিলিন৷


50.   একটি জৈব ভঙ্গুর বা জৈব বিশ্লেষ্য বা বায়োডিগ্রেবল পলিমারের নাম লেখ?- প্রোটিন, সেলুলোজ, রবার, স্টার্চ ইত্যাদি৷




সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর 


51. একটি অজৈব ভঙ্গুর বা অজৈব বিশ্লেষ্য বা নন-বায়োডিগ্রেবল পলিমারের নাম লেখ? - পিভিসি, পলিথিন, টেফলন ইত্যাদি৷


52.  রং ও বার্নিশের কাজে কোন্ পলিমারটি ব্যবহৃত হয়?- ডিনেচার্ড স্পিরিট৷


53.  অ্যালকোহল ও কিটোনের কার্যকারী মূলকের নাম লেখ? ---OH ও >CO


54.  অ্যাসিটিক অ্যাসিড এর কার্যকারী মূলকটি কী?

--COOH


55. একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও?

​মিথেন(CH4), ইথেন(C2H6)৷


56. একটি দ্বি-বন্ধন ও ত্রি-বন্ধন যুক্ত অসম্পৃক্ত জৈব যৌগের নাম লেখ?

দ্বি-বন্ধন যুক্ত যৌগ হল ইথিলিন(C2H4) এবং ত্রি-বন্ধন যুক্ত যৌগ ইথাইন বা অ্যাসিটিলিন(C2H2)৷


57. অ্যালকেনের এর সাধারণ সংকেত কী?

CnH2n+2


58. অ্যালকিন এর সাধারণ সংকেত কী?

​CnH2n

59. অ্যালকাইন এর সাধারণ সংকেত  কী? CnH2n-2


60. কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলিকে কী বলে?   হাইড্রোকার্আবন

61. আলেয়া সৃষ্টির জন্য দায়ী গ্যাস কোন্‌টি বা কোন্ গ্যাস মার্শ গ্যাস নামে পরিচিত?   মিথেন৷


62.আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ।


63.উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।


64. এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।


65. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ।


66. কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে।


67. গ্লিসারিন দ্রবীভূত হয় না জলে।


68. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই।


69.জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী ।


70.  টুথপেষ্টের প্রধান উপাদান সাবান ও পাউডার।


71. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ।


72. তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় দস্তা (জিঙ্ক)।


73. দিনরাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায়।


74. জলে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ।


75. কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি? ইন্টারফেরণ প্রয়োগ।


76.  কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ? সিনকোনা।


77.   কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ? ত্বকের।


78.   কোন অধাতু বিত্দুত অপরিবাহী ? গ্রাফাইট।


79.  কোন উদ্ভিদ আমিষ ডাল।


80. কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?   লাইগেজ।



সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর 



81. কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ? এবি গ্রুপ কে।


82.  কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ? ও গ্রুপ।


83. কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ? গরুর।


84. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ? শুশুক।


85. কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ? তামা।


86. কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ? পুরুষ।


87. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ? কঠিন মাধ্যমে।


88. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? ব্রোমিন।


89. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? পারদ।


90.  কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ? কালো।


91. কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ? প্লাটিপাস।


92.  কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ? পরমানুর প্রোটন সংখ্যা।


93. উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ? গ্রাফাইট।


94. ‘উড স্পিরিট ‘ কী ? মিথাইল এলকোহল


95. উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ? ফুল।


96. অ্যাকোয়া    রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ? 3:1 অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড।


97. এটম বোমা কে আবিস্কার করেন ? অটোহ্যান।


98.  এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ? আমাশয়।


99. এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া > ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি।


100.  কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ? ক্যালসিয়াম অক্্রলিক।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন