চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Indian History in Bengali

100 Indian History Questions and Answers In Bengali 


ভারতের ইতিহাস প্রশ্ন-উত্তর


প্রিয়  ভাই- বোনেরা , যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, RAIL, WBP, PSC, PSC MISC, KP, BANK ইত্যাদি যেকোনো  পরীক্ষায় ইতিহাস থেকে কয়েকটি প্রশ্ন আসে । সুতরাং ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইতিহাসের উপর একটি মক টেস্ট দেওয়া হল । 


Indian History in bengali


History GK In Bengali



1. গুপ্তবংশে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?--২৭৫ খ্রিস্টাব্দ।

2.গুপ্তাব্দ' কোন বছর থেকে প্রচলিত হয় ?
- ৩২০ খ্রিস্টাব্দ ।

3. কনিষ্কের রাজধানী কোথায় ছিল ?
- পুরুষপুর।

4. ভারতের 'রক্ষাকারী রাজা' কাকে বলা হয় ?
-স্কন্দগুপ্ত ।

5. 'নবরত্ন' কোন গুপ্ত রাজার রাজসভা অলংকৃত করেছিলেন?
-দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।

6. 'সর্বোরাজোচ্ছেত্তা' উপাধি কে গ্রহণ করেন?
-সমুদ্রগুপ্ত ।

7. 'শকারি উপাধি কে ধারণ করেন?
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।

8. কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন?
-প্রথম কুমারগুপ্ত ।

9. কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়?
- গুপ্ত ।

10. গুজরাটের সুদর্শন সরােবর বাঁধ' কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেন?
- স্কন্দগুপ্ত ।

12.ভারতে প্রবেশকারী হুনরা কী নামে পরিচিত?- শ্বেতহুন ।

13. বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?
-শশাঙ্ক ।

14.শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
- কর্ণসুবর্ণ ।

15. কে 'শিলাদিত্য উপাধি গ্রহণ করেন ?
- হর্যবর্ধন ।

16. হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?
- ৬০৬ খ্রিস্টাব্দে ।

17. হর্যবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেন?
- কনৌজ ।

18. 'সকলােক্তরপথনাথ' কাকে বলা হয় ?
- হর্যবর্ধনকে ।

19. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন বৈদেশিক পরিব্রাজক ভারতে আসেন ?
- হিউয়েন ।

20. পাল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন ?
 -গােপাল।

21. কে 'বিক্রিমশীল' উপাধি ধারণ করেন ?
- ধর্মপাল ।

22. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
- সামন্ত সেন ।

23. কৌলিণ্য প্রথার প্রবর্তক কে ছিলেন?
- বল্লাল সেন ।

24. 'দানসাগর ও অদ্ভুদসাগর-এর রচয়িতা কে ছিলেন?-বল্লাল সেন ।

25. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?
-দিব্যক ।

26. চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
-দ্বিতীয় পুলকেশী ।

27. পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?
-শিবস্কন্দ বর্মন ।

28. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
- নরসিংহ বর্মন ।

29. চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
-রাজেন্দ্র চোল ।

30. দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কী ?
 -রবিকীর্তি ।

31. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
- দন্তিদূর্গ ।

32. সুদর্শন হ্রদ কোন রাজার আমলে খনন করা হয়?
-চন্দ্রগুপ্ত মৌর্য ।

33.প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর কোনটি ?
-তাম্রলিপ্ত ।

34. মৌর্য যুগে অর্থনীতির ভিত্তি কী ছিল?
- কৃষিকাজ ।

35. তৃতীয় বৌদ্ধসংগীতি কে আহ্বান করেন?
- অশােক ।

36.মহাবলীপুরমের রথমন্দির কে নির্মাণ করেন ?
- নরসিংহ বর্মন ।

37. অজন্তার গুহা মন্দির কোন রাজাদের আমলে নির্মিত হয় ?
- চোল রাজাদের ।

38.'রঘুবংশম' কে রচনা করেন?
- কালিদাস ।

39. 'মুদ্রারাক্ষস কে রচনা করেন ?
- বিশাখদত্ত ।

40. 'সূর্যসিদ্ধান্ত কে রচনা করেন?
- আর্যভট্ট ।

41. 'শব্দকোষ কে রচনা করেন?
-অমরসিংহ ।

42. 'দশকুমার চরিত কে রচনা করেন?
- দন্ডিন ।

43. মিতাক্ষরা কে রচনা করেন?
- বিজ্ঞানেশ্বর ।

44. খণ্ডখাদ্য' গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
- ব্রহ্মগুপ্ত ।

45. পঞ্চতন্ত্রের' রচয়িতা কে ছিলেন?
-বিষ্ু শর্মা ।

46. আরবরা কত খ্রিস্টাব্দে সিম্ধু দেশ জয় করে?
--৭১২

47. ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ?
-পাঞ্জাব ।

48. ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন?
-গজনির সুলতান মামুদ ।

49. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
- ১৭ বার ।

50. দিল্লির সুলতানি শাসন কে প্রতিষ্ঠিত করেন?
-কুতুবউদ্দিন আইবক ।

ANCIENT INDIAN HISTORY QUESTIONS ANSWERS IN BENGALI



51.দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- কুতুবউদ্দিন আইবক ।


52. 'আইবক' শব্দটির অর্থ কী?

 -দাস ।


53.কৃতুবমিনারের কাজ কে শুরু করেছিলেন?

- কুতুবউদ্দিন আইবক ।


54. দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

-ইলতুৎমিস ।


55.দিল্লির প্রথম মহিলা শাসকের নাম কী ?

- সুলতানা রাজিয়া ।


56. খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

-জালালউদ্দিন গলজি ।


57.খলজি বংশের প্রকৃত/শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?

- আলাউদ্দিন খলজি ।


58. আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন?

--১২৯৬ খ্রিস্টাব্দ ।


59.হিন্দুস্থানের তােতাপাখি' কাকে বলে?

-আমীর খসরু ।


60. তুঘলক বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?

-গিয়াসউদ্দিন তুঘলক ।


61. ভারতের ইতিহাসে কাকে পাগলা রাজা' বলা হয় ?

- মহম্মদ বিন-তুঘলক ।


62. দিল্লির কোন সুলতান তাম্র মুদ্রা প্রচলন করেন ?

- মহম্মদ বিন-তুঘলক ।


63. মহম্মদ বিন-তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন ?

- দেবগিরিতে ।


64. মহম্মদ বিন-তুঘলক প্রবর্তিত তাত্র মিশ্রিত ধাতব মুদ্রার নাম কী ?

- দোকানী ।


65. মহম্মদ বিন-তুঘলকের রাজত্বকালে আগত বৈদেশিক পরিব্রাজক কে ছিলেন ?

- ইবন বতুতা ।


66. কোন সুলতানের সময় তৈমুর লঙ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?

- নাসিবুদ্দিন মামুদশাহ্ ।


67. তৈমুর লঙ কবে ভারত আক্রমণ করেন ?

-১৩৯৮ খ্রিস্টাব্দ ।


68. কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে ?

- ১৫২৬ খ্রিঃ ।


Indian History GK in Bengali 


69. আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কী ছিল? 
-মালিক কাফুর ।

70.পানিপথের প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল?
-১৫২৬ খ্রিস্টাব্দ ।

71. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? 
-বাবর ও ইব্রাহিম লােদী ।

72.পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
 -ইব্রাহিম লােদী ।

73. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন ?
- ইব্রাহিম লােদী ।

74. খানুয়ার যুদ্ধ কবে শুরু হয়েছিল ?
-১৫২৭ খ্রীঃ।

75. সুলতানি সাম্রাজ্যের শেষ স্মৃতিটুকু কে মুছে দিয়েছিল ?
- বাবর ।

76. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে শুরু হয়েছিল ?
- বাবর ও সংগ্রাম সিংহ ।

77. তুজুক ই-বাবরি বা বাবরনামা' গ্রন্থের লেখক কে ?
- বাবর ।

78. কোন বছর ঘর্ঘরার যুদ্ধ সংগঠিত হয়েছিল ?
-১৫২৯ খ্রীঃ ।

79. বাবর কী উপাধি গ্রহণ করেছিলেন ?
- বাদশাহ ।

80. চৌসারের যুদ্ধ কবে শুরু হয়েছিল ?
-১৫৩৯ খ্রীঃ ।

81. চৌসারের যুদ্ধে কে জয়লাভ করেছিলেন ? 
-শেরশাহ্ ।

82. শেরশাহের সেনাপতির নাম কী ছিল?
- ব্রহ্নজিৎ গৌড় ।

83. জমি জরিপ প্রথা কে চালু করেন?
-শেরশাহ ।

84. হুমায়ুন কথার অর্থ কী?
- ভাগ্যবান ।

85 'গ্রান্ড ট্রাঙ্ক রােড কে নির্মাণ করেন?
-শেরশাহ্ ।

86. শেরশাহের পূর্ব নাম কী ছিল?
- ফরিদ খাঁ ।

87. শাসনকার্যের সুবিধার জন্য সমগ্র রাজ্যকে শেরশাহ কটি ভাগে ভাগ করেছিলে ?
 -47 টি ।

88. সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন  ?
-শেরশাহ ।

89. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে শুরু হয়েছিল ? 
১৫৫৬ খ্রীঃ ।

90. হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয়েছিল ?
- ১৫৭৬ খ্রীঃ ।

91. রানাপ্রতাপ কোন যুদ্ধে মােঘলদের কাছে পরাজিত হয় ?
-হলদিঘাটের যুদ্ধে ।

92. 'দীন-ই-ইলাহী' কে প্রবর্তন করেন ? 
 - আকবর ।

93. আইন-ই-আকবরী কে রচনা করেন ?
- আবুল ফজল ।

94. আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্ীতজ্ঞ কে ছিলেন?- তানসেন ।

95. বীরবল কে ছিলেন?
-আকবরের প্রধান মন্ত্রী ।

96. মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন ?
- সংগীতজ্ঞ হিসাবে ।

97. মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন ? 
-আকবর ।

98.  আকবর কত খ্রিস্টাব্দে দীন-ই-ইলাহী' ধর্মমত চালু করেন?- ১৫৮২

99. 'জাবতি প্রথা কে প্রবর্তন করেন?
- আকবর ।

100. 'তুজুক ই জাহাজ্গিরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
- জাহাঙ্গীর ।

101.শাহজাহান কবে মােঘল সিংহাসনে বসেন?
-১৬২৮ খ্রীঃ ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন