চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Indian History G.K. In Bengali/ভারতের ইতিহাস প্রশ্নোত্তর

Indian History In Bengali Language


100 History Questions and Answers 


প্রিয়  ভাই- বোনেরা , যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, RAIL, WBP, PSC, PSC MISC, KP, BANK ইত্যাদি যেকোনো  পরীক্ষায় ইতিহাস থেকে কয়েকটি প্রশ্ন আসে । সুতরাং ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইতিহাসের উপর একটি মক টেস্ট দেওয়া হল । 



Indian History in Bengali


1. কবে মহারাণী ভিক্টোরিয়া নিজহাতে ভারতের শাসন ভার গ্রহণ করেন ?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে আগষ্ট মাসে।


2.কত খ্রীষ্টাব্দে মহারাণী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি ধারণ করেন?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দের আইন দ্বারা ১৮৭৭ গ্রীষ্টাব্দের 1লা জানুয়ারী।


3.ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।


4. মহারাণীর ঘােষণাপত্র কবে প্রকাশ করা হয়?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দের ১লা নভেম্বর ।


5.   গণ্ডামাকের সন্ধি (১৮৭৯ খ্রীঃ) কাদের মধ্যে হয়েছিল?
উঃ ইংরাজ কোম্পানী ও আফগানিস্তানের মধ্যে।


6. কে তিব্বতে ইয়ংহাজব্যাণ্ড মিশন পাঠান?
উঃ বড়লাট লর্ড কার্জন।


7. কত খ্রীষ্টাব্দে কা্জন তিব্বতে ইয়ংহাজব্যাপ্ড মিশন পাঠান?
উঃ 1904 খ্রীষ্টাব্দে ।


8. কাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়।
উঃ লর্ড ডালইৌসীকে।


9.কত খ্রীষ্টাব্দে ভারতে প্রথম রেলপথ চালু হয়?
উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে।


10. ভারতের প্রথম রেলপথ কোন্ টি??
উঃ বােম্বাই থেকে থানে পর্যন্ত মােট ২১ মাইল পথ।


11.ভারতের প্রথম রেল কোম্পানীটির নাম কি?
উঃ গ্রেট ইণ্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে (G.I.P.R.)


12. ভারতবর্ষে কবে 'রেলওয়ে বাের্ড' গঠিত হয়?
উ: 1905 খ্রীষ্টাব্দে ।


13. ভারতবর্ষে প্রথম চটকলটি কত খ্তীষ্টাব্দে কোথায় স্থাপিত হয়?
উঃ রিষড়ায় ১৮৫৫ খ্রীষ্টাব্দে।


14.  ভারতে প্রথম কাপড়ের কল কে স্থাপন করেন?
উঃ কাউয়াসজী নানাভাই।


15. ভারতে প্রথম কাপড়ের কলটি কত খ্রষ্টাব্দে কোথায় স্থাপিত হয়?
উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে বন্বেতে।


16.  আজকের টাটানগরীতে বিখ্যাত লৌহ-ইস্পাত কারখানাটি কে কবে স্থাপিত হয় ?
উঃ জামশেদজী টাটা, ১৯০৭ খ্রীষ্টাব্দ।


17. কে কবে 'ইউনিভারসিটি অ্যাক্ট পাশ করেন?
উঃ লর্ড কার্জন, ১৯০৪ খ্রীষ্টাব্দে।


18. কে হান্টার কমিশন গঠন করেন?
উঃ গভর্নর জেনারেল লর্ড রিপন।


19. কাকে নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুরকে।


20.'সাধারণ ব্রাহ্মা সমাজ' কাদের উদ্যাগে গড়ে উঠেছিল?
উঃ শিবনাথ শাস্ত্রী ও আনন্দমােহন বসুর উদ্যোগে ১৮৭৮ খ্রীষ্টাব্দে।


21. 'নব বিধান কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশব চন্দ্র সেন।


22. 'ইণ্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কেশব চন্দ্র সেন।


23.প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ।


24. কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন?
উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।


25.সত্যার্থ প্রকাশ কে রচনা করেন?
উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।


26. প্রার্থনা সমাজের প্রাণপুরুষ কাকে বলে ?
উঃ মহাদেব গােবিন্দ রানাডেকে।


27.'কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ?
উঃ স্বামী বিবেকানন্দ।


28.শুদ্ধি আন্দোলন কোন সংস্থা চালু করেছিল?
উঃ আর্যসমাজ।


29. আদি ব্রাহ্মাসমাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর


30.কে আলিগড় আন্দোলনের নায়ক ছিলেন?
উঃ স্যার সৈয়দ আহম্মদ খান।


31.ভারতে থিওজফিক্যাল সােসাইটির প্রাণ-স্বরূপ্য কে ছিলেন?
উঃ এ্যানি বেসান্ত।


32.কে লােকহিদবাদী' নামে খ্যাত?
উঃ মহারাষ্ট্রের বিখ্যাত সমাজসংস্কারক গােপালহরি দেশমুখ।


33. থিওডাের বেক কে ছিলেন?
উঃ আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ।


34.আলিগড় অ্যাংলাে-মহামেডান ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে।


35.কে কবে অস্ত্র আইন প্রবর্তন করেন?
উঃ লর্ড লিটন,১৮৭৮ খ্রীষ্টাব্দে।


36.কে কবে দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তন করেন?
উঃ লর্ড লিটন, ১৮৭৮ খ্রীষ্টাব্দে।


37.কে কবে 'নাট্যাভিনয় সংক্রান্ত আইন' প্রনয়ন করেন?
উঃ লর্ড লিটন ১৮৭৬ খ্রীষ্টাব্দে।


38. বর্তমান ভারত কার রচনা?
উঃ স্বামী বিবেকানন্দের।


39.আনন্দমঠ' কে রচনা করেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


40.বন্দেমাতরম সঙ্গীত কে রচনা করেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


41. 'নীলদৰ্পণ' কার রচনা?
উঃ দীনবন্ধু মিত্রের।


42. 'পলাশীর যুদ্ধ' কাব্যটি কার লেখা?
উঃ কবি নবীনচন্দ্র সেনের।


43.বন্দেমাতরম সঙ্গীতটি কোন গ্রন্থে আছে?
উঃ আনন্দমঠ'-এ।


44.হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ হরিশচন্দ্র মুখােপাধ্যায়।


45.ভারতসভা কে স্থাপন করেন ?
উঃ সুরন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


46. ভারতের জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ খ্রীষ্টাব্দে।


47. কত খ্রীষ্টাব্দে বেঙ্গল-ব্রিটিশ-ইন্ডিয়া সােসাইটি' স্থাপিত হয়?
উঃ ১৮৪৩ খ্রীষ্টাব্দে।


48.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে?
উঃ বােম্বাইতে ।


49. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 

উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।


50. পথের দাবী কার লেখা?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।


51. কার শাসনকালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উঃ লর্ড ডাফরিনের শাসনকালে।


52.কোন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায়
উঃ অ্যালান অক্টোভিয়ান হিউম।


53.কবে দক্ষিণ ভারতে কৃষক বিদ্রাহের সূত্রপাত হয়?
১৮৭৫ খ্রীষ্টাব্দে।


54.নীল চাষীদের দুঃখ-দুর্দশার কথা কোন গ্রন্থে লেখা হয়েছে?
উ: দীনবন্ধু মিত্রের লেখা 'নীলদর্পণে।


Indian History In Bengali


55.দাদাভাই নৌরজীর বিখ্যাত গ্রন্থটির নাম কি?
G: Poverty and Un-British Rule in India.


56. হরিশচন্দ্র মুখােপাধ্যায় কে ছিলেন ?
উঃ হিন্দু প্রেট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক।


57.'বেঙ্গলী' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


58.কোন বড়লাট বঙ্গভঙ্গ করেছিলেন ?
উঃ লর্ড কার্জন।


59.কোন বছর বঙ্গভঙ্গ কার্যকরী হয়?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দে (১৬ই অক্টোবর)।


60.কাকে রাষ্ট্রগুরু বলা হয় ?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।


61. কে সর্বপ্রথম বয়কট-এর আহান জানান?
উঃ কৃষ্কুমার মিত্র।


62. 'সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কৃষ্যকুমার নিত্র।


63. 'সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ব্রগ্গবান্ধব উপাধ্যায়।


64.'বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ এী অরবিশ্দ ঘােষ।


65.স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ মহাবা অশিনী কুমার দত্ত ।


66. 'যুগ্যপ্তর পত্রিকা'র সম্পাদক কে ছিলেন।
উঃ ভুপেন্দ্রনাথ দত্ত।


67. কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
উ: 1906

 
68. 'ডন সােসাইটি' কে প্রতিষ্ঠা করেন१
উা সতীশচন্দ্র মুখ্যেপাধ্যায় ।


69.কোথায় কবে মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়?
উঃ ঢাকায় ১৯০৬ খ্রীষ্টাব্দে।


70.মর্লে-মিন্টো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়?
উ: 1909 খ্রীষ্টাব্দে ।


71. কত খ্রীষ্টাব্দে বঙ্গভঙ্গ রদ ঘাষিত হয়?
উঃ ১৯১১ খ্রীষ্টাব্দে।


72.ফেডারেশন হল (মিলন মন্দির) -এর ভিত্তি প্রস্তর স্থাপিত হয় কার সভাপতিতে
উঃ আনন্দমােহন বসুর সভাপতিত্বে।


73. ঢাকার যে নবাব বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন তাঁর নাম কি?
উঃ নবাব সলিমুল্লাহ।


74.কাকে ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক বলে অভিহিত করা হয়?
উঃ বাসুদেব বলবস্ত ফাড়কেকে।


75. কে কবে 'মিত্র মেলা' গঠন করেন?
উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে, বিনায়ক দামােদর সাভারকর।


76. 'প্রাচ্য ও পাশ্চাত্য কার রচনা?
উঃ স্বামী বিবেকানন্দের।


77. 'পরিব্রাজক কার রচনা?
উঃ স্বামী বিবেকানন্দের।


78. বাংলার বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম কর।
উঃ অনুশীলন সমিতি/'যুগান্তর দল'।


79.অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ সতীশচন্দ্র বসু / প্রমথনাথ মিত্র।


80. বিপ্লবী ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়?
উঃ ১৯০৮ খ্রীষ্টাব্দের ১১ই আগষ্ট।


81.আলিপুর বােমার মামলায় প্রধান আসামী কে ছিলেন?
উঃ শ্ৰী অরবিন্দ ঘােষ।


82. কে 'বাঘা যতীন নামে খ্যাত ?
উঃ যতীন্দ্রনাথ মুখােপাধ্যায়।


83.গদর পার্টির কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৩ খ্রীষ্টাব্দে লালা হরদয়াল, আমেরিকায়।


84. লন্ডনে ইণ্ডিয়া হাউস' কে প্রতিষ্ঠা করেন?
উঃ শ্যামজী কৃষ্ণবর্মা।


85. ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয়?
উঃ 'মাদাম ভিকাজী রুস্তমজী কামা' নামে এক পার্সী মহিলাকে।


86. বুড়িবালামের যুদ্ধ / 'বালেশ্বর সংগ্রাম' কবে সংঘটিত হয়?
উঃ ১৯১৫ খ্রীষ্টাব্দের ৯ই সেপ্টে ম্বর।


87. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল?
উঃ হিন্দুস্থান সােসালিস্ট রিপাবলিকান অ্যাসােসিয়েশন।


১১৯। গান্ধীজী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন?
উ: 1915

 
69.কোথায় কবে মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়?
উঃ ঢাকায় ১৯০৬ খ্রীষ্টাব্দে।


70.মর্লে-মিন্টো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়?
উ: 1909 খ্রীষ্টাব্দে।


71. কত খ্রীষ্টাব্দে বঙ্গভঙ্গ রদ ঘাষিত হয়?
উঃ ১৯১১ খ্রীষ্টাব্দে।


72.ফেডারেশন হল (মিলন মন্দির) -এর ভিত্তি প্রস্তর স্থাপিত হয় কার সভাপতিতে
উঃ আনন্দমােহন বসুর সভাপতিত্বে।


73. ঢাকার যে নবাব বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন তাঁর নাম কি?
উঃ নবাব সলিমুল্লাহ।


74.কাকে ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক বলে অভিহিত করা হয়?
উঃ বাসুদেব বলবস্ত ফাড়কেকে।


75. কে কবে 'মিত্র মেলা' গঠন করেন?
উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে, বিনায়ক দামােদর সাভারকর।


76. 'প্রাচ্য ও পাশ্চাত্য কার রচনা?
উঃ স্বামী বিবেকানন্দের।


77. 'পরিব্রাজক কার রচনা?
উঃ স্বামী বিবেকানন্দের।


78. বাংলার বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম কর।
উঃ অনুশীলন সমিতি/'যুগান্তর দল'।


79.অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ সতীশচন্দ্র বসু / প্রমথনাথ মিত্র।


80. বিপ্লবী ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়?
উঃ ১৯০৮ খ্রীষ্টাব্দের ১১ই আগষ্ট।


81.আলিপুর বােমার মামলায় প্রধান আসামী কে ছিলেন?
উঃ শ্ৰী অরবিন্দ ঘােষ।


82. কে 'বাঘা যতীন নামে খ্যাত ?
উঃ যতীন্দ্রনাথ মুখােপাধ্যায়।


83.গদর পার্টির কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৩ খ্রীষ্টাব্দে লালা হরদয়াল, আমেরিকায়।


84. লক্ষ্রৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে।


85. মন্টেগু-চেমস্ফোর্ড সংস্কার কবে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।


86. 'স্বরাজ আমার জন্মগত অধিকার'এটি কার উক্তি?
উঃ বালগঙ্গাধর তিলকের।


87. কুখ্যাত 'রাওলাট আইন' কবে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীঃ (২১শে ফেব্রুয়ারী)।


88.কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড' ঘটে?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।


89.জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট' উপাধি ত্যাগ করেন?
উঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।


90.ভারতে হােমরুল আন্দোলন কারা গড়ে তুলেছিলেন?
উঃ শ্ৰীমতী অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তিলক।


91. ভারতে কোথায় গান্ধীজী প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ বিহারের চম্পারণে।


92.ভারতে কবে অহিংস অসহযােগ আন্দোলনের সূত্রপাত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের (১লা আগষ্ট)।


93. গান্ধীজী কেন অসহযােগ আন্দোলন বন্ধ করে দেন?
উঃ উত্তর প্রদেশের চৌরিচৌরা গ্রামে ২২জন পুলিশকে পুড়িয়ে মারা হয় বলে।


94. জাতীয় কংগ্রেস কবে অসহযােগ আন্দোলন বন্ধ করে দেয়?
১৯২২ খ্রীরষ্টাব্দের ২৫শে ফেব্রুয়ারী।


95.স্বরাজ্য দল কে গঠন করেন?
উঃ চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু।


96.স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন?
উঃ চিত্তরঞ্জন দাস।


97.কবে সাইমন কমিশন ভারতে আসে?
উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।


98.কোন অধিবেশনে কংগ্রেস প্রথম 'পূর্ণ স্বাধীনতা'-র দাবী ঘােষণা করে?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে লাহাের কংগ্রেস অধিবেশনে।


99. ১৯২৯-এ লাহাের কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উঃ জওহরলাল নেহেরু।


100.ভারতের জাতীয় কংগ্রেস কবে সর্বপ্রথম 'স্বাধীনতা দিবস' উদ্যাপন করে?
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ২৬শে জানুয়ারী।


101.আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দে।


102. কে আইন অমান্য আন্দোলন শুরু করেন এবং কোথায় ?
উঃ গান্ধীজি, গুজরাটের সমুদ্রতীরে ডাণ্ডিতে।


103. কে কবে ডাণডি অভিযান শুরু করেন?
উঃ গান্ধীজী, ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ই মার্চ।


104.সীমান্ত গান্ধী' কাকে বলা হয়?
উঃ খান আব্দুল গফ্ফর খানকে।


105.ভারতের বিপ্লবীরা কাকে মাস্টারদা নামে অভিহিত করেন?
উঃ বিপ্লবী সূর্য সেনকে।


106.গান্ধী-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।


107.কবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দে।


108.কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উঃ গান্ধীজী ও অনুন্নত সম্প্রদায়ের পক্ষে ড. বি. আর, আম্বেদকরের মধ্যে।


109. খুদাই-খিদমৎগার কে গঠন করেন?
উঃ খান আব্দুল গফফর খান।


110.ব্রিটিশ সরকার ভারতের ভবিষ্যৎ সংবিধান আলােচনার জন্য কয়টি গােলটেবিল
বৈঠক ডাকেন?
উঃ তিনটি। প্রথম ১৯৩০ খ্রীঃ, দ্বিতীয় ১৯৩১ খ্রীঃ এবং তৃতীয় ১৯৩২ খ্রীষ্টাব্দে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন