ভারতের সংবিধান
গণপরিষদ (Constituent Assembly)
1. গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
Ans. রাজেন্দ্র প্রসাদ।
2. কার অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ?
Ans কেবিনেট মিশন প্লান।
3. ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা হয়?
Ans 26 জানুয়ারি 1950 ।
4. ভারতীয় শাসনতন্ত্র কোন দিন কার্যকরী হয়?
Ans 26 জনুয়ারি ,1950।
5. কত সালে ভারত বর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে?
Ans 1950
6. কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা?
Ans 9 ডিসেম্বর, 1946
7. ভারতের সংবিধান রচনা করেছে কোন সংস্থা?
Ans ভারতের গণপরিষদ।
8. ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?
Ans ডঃ বি আর আম্বেদকর।
9. গণপরিষদের সদস্যরা ছিলেন কাদের দ্বারা নির্বাচিত?
Ans প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত।
10. কাকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয় ?
Ans জহরলাল নেহেরু।
11. ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে ?
Ans 1949 সালের 26 শে নভেম্বর।
12. ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল?
Ans 308 জন ।
13. 1946 সালের গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে ?
Ans ডঃ সচিদানন্দ সিনহা।
14. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কোনটির মাধ্যমে ?
Ans গণপরিষদ।
15. কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল?
Ans 1935।
16. গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন?
Ans ডক্টর সচিদানন্দ সিনহা।
17. 1946 সালে 11 ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রুপে নির্বাচিত হন ?
Ans ডঃ রাজেন্দ্র প্রসাদ।
18. গণপরিষদ যখন গঠিত হয়েছিল তখন তার সদস্য সংখ্যা কত ছিল?
Ans 389. .
19. ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট কতগুলি কমিটি গঠন করেছিল?
Ans 13 কি কমেটি ।
20.মুসলিম লীগের সদস্যগণ নাম প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল?
Ans 299 জন ।
21. ড্রাফটিং কমিটি তে মোট কতজন সদস্য ছিল?
Ans চেয়ারম্যানসহ সাতজন।
22. কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়?
Ans স্বরাজ পার্টি।
23. গণপরিষদের প্রথম সভা আয়োজিত হয়েছিল কত সালে?
Ans 1946 সালের 9 ডিসেম্বর।
24. কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন ?
Ans বি.এন.রাও
25. কোন দলটি গণপরিষদ গঠনের অংশগ্রহণ করেনি ?
Ans কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া।
26. কে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ?
Ans বি আর আম্বেদকর।
27.কত সালে ভারতের সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল?
Ans 1948 সালে ।
28. কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন?
Ans ডঃ সচিদানন্দ সিনহা।
29. কোনটির ফলশ্রুতি হিসাবে গঠিত হয়েছিল গণপরিষদ?
Ans ক্যাবিনেট মিশন পরিকল্পনা ,1946।
30. গণপরিষদের প্রথম সভায় ডঃ সচিদানন্দ সিনহার নাম কার্যনির্বাহী সভাপতির পদের জন্য প্রস্তাব করেন কে?
Ans জে.বি. কৃপালিনী।
31. ডক্টর সচিদানন্দ সিনহা কে গণপরিষদের কার্যনির্বাহী সভাপতির উপর ঘোষণার কারণ কী?
Ans গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ।
32. জহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কত সালে?
Ans 1947 সালের 22 শে জানুয়ারি।
33. সংবিধানের খসড়া তৈরি হওয়ার পর মতামত জানানোর জন্য জনগণকে কত মাস সময় দেয়া হয়েছিল ?
Ans. 8 মাস
34. 26 শে জানুয়ারি দিনটিতে সংবিধান কার্যকরী হওয়ার কারণ কী ?
Ans. ওই দিনটিতে কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করে।
35. গণপরিষদের দেশীয় রাজ্য সমূহের সদস্য সংখ্যা কত ছিল?
Ans. 93 জন ।
36. প্রাদেশিক আইনসভা দ্বারা গণপরিষদে কতজন সদস্য নির্বাচিত হন?
Ans. 296 জন ।
37. গণপরিষদের দ্বিতীয় সভা কত খ্রিস্টাব্দে বসে?
Ans. 11 ডিসেম্বর, 1946।
38. গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল ?
Ans. 73 জন।
39. পরিষদের প্রথম নির্বাচনে কংগ্রেসের সদস্য সংখ্যা কত ছিল?
Ans. 208 জন।
40. গণপরিষদের কোন অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন জহরলাল নেহরু?
Ans. পঞ্চম অধিবেশনে (1947 সালে 14 আগস্ট)
41. ভারতের সংবিধানের জনক কে ?
বি. আর .আম্বেদকর ।
42. কবে গণপরিষদ ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ করে ?
Ans. 1947 সালের 15 ই আগস্ট।
43. গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে কত সালে?
Ans. 1947 সালের 15 ই আগস্ট।
44. গণপরিষদের শেষ অধিবেশন বসে কবে?
Ans. 24 শে জানুয়ারি , 1950।
45. গণপরিষদের কয়টি অধিবেশন হয়েছিল?
Ans. 11 টি ।
46. ভারতের গণপরিষদ কত সালে জাতীয় পতাকা গ্রহণ করেছিল?
Ans. 22 জুলাই, 1947।
47. গণপরিষদের খসড়া কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
Ans. 7 জন ।
48. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয় ?
Ans. দিল্লিতে ।
49. ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল কতজন সদস্যকে নিয়ে ?
Ans. 3 জনকে নিয়ে।
50. ভারতের গণপরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
Ans. 1946 খ্রিস্টাব্দে ।
চাকরির দিশা
www.chakrirdisha.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন