চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শনিবার, ১৮ জুলাই, ২০২০

চল তড়িৎ PDF/ General Science In Bengali Free PDF

চল তড়িৎ প্রশ্ন উত্তর

Current Electricity in Bengali

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান/চল তড়িৎ

1. তড়িৎ আধানের ব্যবহারিক একক হল- কুলম্ব ।
2. তড়িৎ বিভবের একক হল- ভোল্ট 
3. দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বিকর্ষণ বল হবে- এক-চতুর্থাংশ। 
4. পরিবাহীতে আধান বাহক হিসাবে কাজ করে- মুক্ত ইলেকট্রন । 
5. নির্জল কোষ একপ্রকার- প্রাথমিক কোষ ।
6. কোষের EMF এর একক হল- ভোল্ট ।
7. তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক হল-  অ্যাম্পিয়ার ।
8. প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কে বলে- তড়িৎ প্রবাহ মাত্রা। 
9. বিভব পার্থক্য পরিমাপ করা হয়- ভোল্টা মিটার যন্ত্রের সাহায্যে। 
10. তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হল- অ্যামিটার ।
11. দৈর্ঘ্য স্থির  রেখে পরিবাহীর প্রস্থচ্ছেদ বাড়লে পরিবাহীর রোধ - কমে ।
12. তড়িৎ আধানের মাত্রীয় সংকেত হল- AT
13. দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বল মাধ্যমের-  তড়িৎ ভেদ্যতা। 
14. কোষের EMF পরিমাপের জন্য সর্বোৎকৃষ্ট যন্ত্র হল- পোটেনশিওমিটার ।
15. পৃথিবীর মোট বিভব  হল- 0।
16. একটানা তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য ব্যবহার করতে হয় - সঞ্চয়ক কোষ। 
17. সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। 
18. সরল ভোল্টিয় কোষের তড়িচ্চালক বলের মান - 1.08V
19. SI পদ্ধতিতে রোধের একক হল- ওহম।
20. সংকট তাপমাত্রা অতি পরিবাহীর রোধ হয়- শূন্য ।
21. ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায় -  0 K উষ্ণতায় ।
22. শর্ট সার্কিট হলে R = 0 হয় ।
23. মুক্ত বর্তনীতে R= অসীম হয়। 
24. রোধের  অনোন্যক হল- পরিবাহিতা । 
25. কোন পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধ -অর্ধেক হবে ।
26. কোন পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধাঙ্ক -একই থাকবে। 
27. উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ- বৃদ্ধি পায়। 
28. রোদ কুণ্ডলী তৈরি করতে ম্যাঙ্গানিন ব্যবহৃত হয় কারণ -রোধের উষ্ণতা গুণাঙ্ক এর মান বেশি।
29. রোধাঙ্ক এর মান সবচেয়ে বেশি- অন্তরকের  ক্ষেত্রে ।
30. উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধাঙ্ক - হ্রাস পায় ।
31. ফিউজ তারের -রোধ বেশি গলনাঙ্ক কম। 
32. বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহৃত হয় কারণ- নাইক্রোমের রোধাঙ্ক  বেশি  এবং উচ্চ গলনাংক বিশিষ্ট। 
33. ইলেকট্রিক  ইস্ত্রীর কুণ্ডলী কিসের চাদর দিয়ে আবৃত থাকে - অভ্রের ।
34. ইলেকট্রিক বাল্বের কুণ্ডলী তৈরি হয়- টাংস্টেন ধাতু দিয়ে। 
35. ফিউজ তার তৈরি হয়- টিন ও সীসার সংকর ধাতু দিয়ে। 

চাকরির দিশা 


দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ 



36. 1 B.O.T একক = 3.6×106 জুল ।
37. সব থেকে বেশি বিদ্যুৎ বাঁচায়- LED
38. তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হল- ওয়াট।
39.  একটি নিদিষ্ট রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য অর্ধেক করা হলে রোধের তড়িৎ ক্ষমতা- এক-চতুর্থাংশ হবে ।
40. বৈদ্যুতিক  যন্ত্রের গায়ে তারা চিহ্ন নির্দেশ করে-এনার্জি রেটিং। 
41. কিলোওয়াট -ঘন্টা দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হল- তড়িৎ শক্তি। 
42. LED বাতির উপকরণটি তে - আর্গন ও অসামান্য পারদ বাষ্প। 
43. CFL হল - Compact Fluorescant Lamp
44. ল্যাম্প  থেকে নির্গত আলোর পরিমাণ নির্ণয়ের একক হ ল- লুমেন ।
45. LED ল্যাম্প -এর ডায়োড এর উপাদান হল- GaAs ও GaRjP
46. নির্দেশক বাতিতে ব্যবহার করা হয় - LED
47. 
48. বৈদ্যুতিক  বাতির মিটারে ইউনিট বলতে বোঝায় -BOT একক। 
49. একটি কাঁচা লোহার দণ্ড একটি সলিনয়েড এর অভ্যন্তরে প্রবেশ করালে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ- বাড়বে। 
50. কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব  জানার জন্য ব্যবহৃত হয়- সূচিচুম্বক। 
51. তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আবিষ্কার করেন- ওরস্টেড ।
52. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম এর তর্জনী নির্দেশ করে- চৌম্বক ক্ষেত্রের অভিমুখ।
53. স্থায়ী  চুম্বক নির্মাণে উপযোগী পদার্থটি হল- ইস্পাত ।
54. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম এ তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে- মধ্যমা ।
55. কোন চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তড়িৎ পরিবাহি তার সবচেয়ে বেশি বল অনুভব করবে যখন পরিবাহী ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোণ হবে- 90 ডিগ্রী ।
56. সলিনয়েড এর অভ্যন্তরে চৌম্বকক্ষেত্র বলরেখা গুলি- সমান্তরাল সরলরেখা। 
57. তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পর কত ডিগ্রি কোণ করে থাকলে পরিবাহী শূন্য বলে অনুভব করবে- 180 ডিগ্রী ।
58. তড়িৎবাহী সলিনয়েড এ যে প্রান্তে প্রবাহ দক্ষিণাবর্তী সেই প্রান্তে চুম্বকের  যে মেরু উৎপন্ন হয় সেটি হল - দক্ষিণ মেরু। 
59. ওরস্টেডের  নীতি কে কাজে লাগিয়ে তৈরি হয়েছে বিদ্যুতিক মটর। 
60. তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে বার্লোচক্রের ঘূর্ণন  - স্থির বিপরীতমুখী হবে। 

চাকরির দিশা 


পদার্থ বিজ্ঞান চল তড়িৎ


61. বার্লোচক্র কোন তরল ব্যবহৃত হয়- পারদ ।
62. ডায়নামোতে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। 
63. বৈদ্যুতিক মোটরের ব্রাশগ্রাফাইট দ্বারা নির্মিত। 
64. S.I. তে চৌম্বক প্রবাহের একক ওয়েবার। 
65. সম প্রবাহের কম্পাঙ্ক এর মান - 0 Hz
66. শক্তির নিত্যতা সূত্র টি হল লেঞ্জের সূত্র। 
67. একমুখী প্রবাহের কম্পাঙ্ক হল  0 Hz ।
68. বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্র যে সমবায়ে যুক্ত থাকে সেটি হল সমান্তরাল সমবায়।
69. লাইভ তারের রং হল -লাল ।
70. কোন তার শূন্য বিভবে থাকে নিউট্রাল ও আর্থিং তার। 
71. নিউট্রাল তারের রং হল- কালো ।
72. বাড়ির মেইন সুইচ যুক্ত থাকে কোন তারের সঙ্গে- লাইভ তারের সঙ্গে ।
73. গৃহস্থালির তড়িৎ বর্তনীতে লাগানো মিটারে পরিমাপ করা হয় -শক্তি। 





চাকরির দিশা 

For Free PDF


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন