WEST BENGAL PRIMARY TET /CHILD PSYCHOLOGY FREE PDF
1. সমাজনীতি কৈশলের উদ্ভাবক হলেন- ডক্টর জে.এল. মোরেনা।
2. Appreciation Lesson বলতে আমরা বুঝি - মিউজিক ও কবিতা।
3. ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন-এনিসা ।
4. সংগতি বিধান কথাটির অর্থ কী ? - অভিযোজন ।
5. ব্যবহারতাত্ত্বিক মনস্তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? -ওয়াটসন ।
6. কত সালে প্রথম জাতীয় শিক্ষা কমিশন তৈরি হয়? 1968 সালে।
7. কে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন?- সত্যেন বসু।
8. কর্মের দ্বারা শিখন নীতি কিসের থেকে আসে? - দক্ষতা ,গণিত ,ব্যাকরণ থেকে ।
9. শিশু নিকেতন কে স্থাপন করেছিলেন?- মন্তেশ্বরী ।
10. সর্বশিক্ষা অভিযান কি ধরনের কর্মসূচি ? - সমাজভিত্তিক ।
11. শিশুর চাহিদাগুলি কে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? - তিনটি শ্রেণীতে।
12. যথাযথ শ্রেণীকক্ষের আয়তন কে নির্ধারণ করে থাকে ?- বিদ্যালয় কর্তৃপক্ষ।
13. প্রতিটি ছাত্রের চিন্তা ও মেধার পার্থক্যের মূল কারণ কী ?- পরিবেশগত প্রভাব।
14. বিষয় মুখী প্রশ্নের পরীক্ষায় প্রধান সমস্যা কী ? - পরীক্ষার্থীদের দ্বারা অনুমান করা।
15. গিলফোর্ড এর মতে বুদ্ধি কয়টি উপাদান দ্বারা তৈরি ?- 150 টি ।
চাকরির দিশা
16. কার্যের সাথে শিক্ষা বিষয়টি কার সাথে যুক্ত?- বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত।
17. যে প্রক্রিয়ার সাহায্যে শিশু নানা সামাজিক মূল্যবোধের সাথে পরিচিত হয় তাকে কী বলে? -সামাজিকীকরন ।
18. শিখনের মূল একক কী? - ধারণা গঠন।
19. একজন শিক্ষকের প্রথম কর্তব্য কার প্রতি? - ছত্রের প্রতি ।
20. মানসিক বয়স এই ধারণাটি প্রথম কোন মনোবিজ্ঞানী উদ্ভাবন করেছেন ? - বিঁনে সাইমন।
21. বিদ্যালয়ে উৎকৃষ্ট অনুপ্রেরক কি? -বিষয় শিক্ষক।
22. ডালটন প্লেনের প্রবর্তক কে? - হেলেন পার্কহাস্ট ।
23. ম্যাচিং টেস্ট কোন স্তরে শিশুদের উপযোগী পরীক্ষা ? প্রাক মাধ্যমিক।
24. কার্যকরী শিখন নির্ভর করে।?-শিক্ষকের বিষয়বস্তুর বোঝার উপর।
25. অনুবর্তন শব্দের অর্থ কী ?- সংযোজন তৈরি।
26. প্রয়োজনীয়তা হ্রাস মতবাদের প্রবক্তা হলেন - Hull
27. ব্রতচারী নৃত্যের প্রতিষ্ঠাতা কে? গুরুসদয় দত্ত।
28. ব্যবহার মূলক অভিজ্ঞতার অপর নাম কী ? -
যান্ত্রিক অভিজ্ঞতা।
29. অপারেশন ব্ল্যাকবোর্ড কয়টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে ?- 3 টি ।
30. বুদ্ধাঙ্ক সংক্রান্ত গবেষণা কি করেছেন? -স্পিয়ারম্যান ।
ফ্রী পিডিএফ পেতে নিচের লিংকে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন