চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

রবিবার, ২৬ জুলাই, ২০২০

Fundamental Rights in Bengali

ভারতের সংবিধান

মৌলিক অধিকার

মৌলিক অধিকার

1. ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত 'শোষণের বিরুদ্ধে অধিকার' রক্ষা করে কাদের ? -  শিশু ও মহিলাদের ।
2. কোন মৌলিক অধিকারটি কে বি .আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা রূপে বর্ণনা করেছেন ? - সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 
3. বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে ? - 7 টি ।
4. সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে- মৌলিক অধিকার খর্ব হলে, ভারতের যেকোনো নাগরিক, সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন?  - 32 নম্বর ।
5. কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে ? - হেবিয়াস করপাস।
6. কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাস করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধ আইন ?-সাম্যের অধিকার। 
7. ভারতের সংবিধানের কত ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে ?- 19 ধারাই ।
8. মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের ? - সুপ্রিম ও হাইকোর্টের। 
9. ভারতীয় সংবিধানের কোন পাটে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা আছে ? -    Part - 3
10. মৌলিক অধিকার গুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে?- মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। 
11. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছিল? - 44 তম।(1978 সালে )
12. ভারতীয় সংবিধানের কোন ধারায় যেকোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে ?-  17 নম্বর ধারা। 
13. মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত কী জারি করতে পারে  ? - লেখ ।
14. মৌলিক অধিকার সংশোধনের অধিকার আছে কার ? -  সংসদের । 
15. বর্তমানে সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার?- আইনগত অধিকার। 

Fundamental Rights in Bengali


16. কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা 'কৃপাণ' বহন  করতে পারে ?- ধর্মীয় স্বাধীনতার অধিকার ।
17. ভারত সরকার ভারতরত্ন  এবং পদ্মশ্রী খেতাব প্রদান করে কোন ধারার অধীনে? - 18 নম্বর অনুচ্ছেদের অধীনে। 
18. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় কোন সময় ?- জাতীয় জরুরি অবস্থা জারি হলে। 
19. মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য কী ? - সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 
20. সাম্যের অধিকার কত নম্বর ধারায় রয়েছে?- 14 থেকে 18 নম্বর ধারায়। 
21. স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় রয়েছে।?- 19 থেকে 22 নম্বর ধারায়। 
22. শোষণের বিরুদ্ধে অধিকার কত নম্বর ধারায় রয়েছে ? - 23 ও 24 নম্বর ধারায়। 
23. ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় রয়েছে?-  25 থেকে 28 নম্বর ধারায়। 
24. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার কত নম্বর ধারায় রয়েছে ? - 29 ও 30 নম্বর ধারায়। 
25. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নম্বর ধারায় রয়েছে? -  32 থেকে 35 নম্বর ধারায়।
26. কোন মৌলিক অধিকারটিকে নিয়ে সবচেয়ে বেশিবার আইনি জটিলতা সৃষ্টি হয়েছে ? - সম্পত্তির অধিকার ।
27. স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায় কখন? - রাষ্ট্রের নিরাপত্তার কারণে, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব মূলক সম্পর্ক রক্ষার্থে, জনশৃংখলার কারণে। 
28. শিক্ষার অধিকার আইন কার্যকর হয় কবে  থেকে ?- 1 April, 2010.
29. কত বছর বয়সী শিশুদের বিনা খরচে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে? - 6 থেকে 14 বছর। 
30. মৌলিক অধিকার তৈরীর কমিটিতে থকে নেতৃত্ব দেন ? - সদ্দার  বল্লভভাই প্যাটেল।

চাকরির দিশা


আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন করতে  নিচের লিংকে ক্লিক করুন... -

প্রশ্নোত্তর গুলির পিডিএফ পেতে নিচের লিংকে ক্লিক করুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন