চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শনিবার, ২৬ জুন, ২০২১

শব্দ বিজ্ঞান প্রশ্নোত্তর /Sound/General Science In Bengali

শব্দ বিজ্ঞান প্রশ্নোত্তর /General Science In Bengali


শব্দ বিজ্ঞান mcq


সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর PDF 

Sound(শব্দ)

1. শ্রুতিগােচর শব্দের কম্পাঙ্ক কত? 

-সেকেন্ডে  ২০ থেকে ২০,০০০-এর মধ্যে।


2. শব্দোত্তর শব্দের ন্যূনতম কম্পাঙ্ক কত?

 -সেকেন্ডে  কম্পন ২০,০০০ বার।


3. শব্দেতর শব্দের সর্বোচ্চ কম্পাঙ্ক কত?

 – বস্তুর কম্পন সেকেন্ডে ২০ বারের কম।


4. সূর্য, চাদ বা অন্যান্য গ্রহ এবং উপগ্রহের প্রচণ্ড

বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কেন?  

-কোনও মাধ্যম না থাকার জন্য।


5. জলের মধ্যে শব্দের বিস্তার হয়, কে সর্বপ্রথম প্রমাণ করেন ? 

– বিজ্ঞানী ভন গেরিক।


6. জলের মধ্যে শব্দ হলে ওই শব্দ বায়ুমাধ্যমে থেকে শােনা যায় না কেন?

- বাতাসের চেয়ে জলের ঘনত্ব বেশি বলে।


7. এক সেকেন্ডে মাধ্যমের ভেতর যতগুলি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয় সেই সংখ্যাকে কী বলে? 

– কম্পাঙ্ক।


8. কম্পাঙ্কের একক কী? — 

-সাইকেলস প্রতি সেকেন্ড বা হার্জ।


9. 0°Cউষ্ণতায় বায়ুমাধ্যমে শব্দের বেগ প্রতি সেকেন্ডে কত মিটার?

-৩৩২ মিটার।


10. কোন গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ওই গ্যাসের ঘনত্বের কী প্রভাব? 

– ঘনত্বের বর্গমূলের ব্যাস্তানুপাতিক।


11. উষ্ণতা বাড়লে শব্দের বেগ বাড়ে না কমে?

- শব্দের বেগ বাড়ে।


12. প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য শব্দের বেগ সেকেন্ডে কত মিটার বাড়ে? 

-০.৬১ মিটার/সেকেন্ড।


13. বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে না কমে? 

-বাড়ে।


14. কোনও বস্তুর বেগ, শব্দের বেগের বেশি হলে ওই বেগকে বলে 

-সুপারসনিক বেগ।


15. কোনও বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে ওই বস্তুর

-ম্যাকসংখ্যা বলে ।


16. তরলের মধ্যে শব্দের বেগ গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের চেয়ে বেশি না কম?

- বেশি।


17. 4C উষ্ণতায় জলের মধ্যে শব্দের বেগ প্রতি সেকেন্ডে

-১,৪৩৬ মিটার/সেকেন্ড (প্রায়)।


18. শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বায়ুর মধ্যে শব্দের বেগ বেশি না কম?

 -বেশি।


19. রাতের চেয়ে দিনেরবেলায় শব্দের বেগ বাড়ে কেন?

-রাতের চেয়ে দিনের উষ্ণতা বৃদ্ধির জন্য।


20. বর্ষাকালে সাধারণত জোরে শব্দ শােনা যায় কেন?

-বায়ুর আর্দ্রতা বৃদ্ধির জন্য।


21. প্রতিধ্বনি শুনতে প্রতিফলন এবং উৎসের দূরত্ব কমপক্ষে কত হওয়া দরকার?

-১৬.৬ মিটার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন