চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শুক্রবার, ১৮ জুন, ২০২১

Life Science MCQ In Bengali

 

WBJEEB/ANM(R) &  GNM  Entrance/ Life Science-1

ANM(R) &  GNM এনট্রান্স 


Life Science in Bengali 


জীবন বিজ্ঞান 

WBJEEB/ GNM & ANM



• WBJEEB-এর উদ্যোগে এ বছর প্রথম ANM (R) ও GNM এনট্রান্স পরীক্ষা শুরু হতে চলেছে।

• এই পরীক্ষায় প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে মূলত মাধ্যমিক (IX-X) স্তরের পাঠ্যক্রম অনুসরণ করতে বলা হয়েছে।

পরীক্ষার পাঠ্যক্রম অনুসারে 65 নম্বরের প্রশ্নপত্রে থাকবে 65টি MCQ। প্রতিটি MCQ হবে। mark-এর। পরীক্ষার্থী প্রতিটি উত্তর ঠিক লিখলে যেমন নম্বর করে পাবেন, তেমনি একটি করে উত্তর ভুলের জন্য 0.25 নম্বর করে কাটা যাবে।

এই পরীক্ষায় জীবন বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় । নীচে জীবন বিজ্ঞানের 50 টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 


1. বৃক্কের অবতল খাজকে কী বলে ?
-হাইলাম।

2. বৃক্ক থেকে কোন্ কোন্ হরমােন নিঃসৃত হয়।
- এরিথ্রোপয়ােটিন ও প্রােস্টাগ্লান্ডিন।

3. বৃক্কের স্তর দুটি কী কী ?
-বৃক্কের স্তর দুটি হল—কর্টেক্স ও মেলা

4. মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?
Ans, প্রায় 10 লক্ষ।

5. মূত্রাশয় ও মূত্রনালির সংযােগস্থলে কী থাকে?
- বহিঃস্ফিংটার থাকে।

6. EFP-র পুরাে নাম কী ?
- ইফেকটিভ ফিলট্রেশন প্রেসার।

7. ADH-এর পুরাে নাম কী ?
- অ্যান্টি ডাই ইউরেটিক হরমােন।

8.  কোন হরমােনের অভাবে বা কমক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয় ?
-  ADH হরমােনের অভাবে বা কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়।

9.  কোন হরমােনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রােগ হয় ?
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রােগ হয়।

10. মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলে ?
- হিমাচুরিয়া।

11.  কোন রােগে মৃত্রে বিলিরুবিন নির্গত হয় ?
-জন্ডিস ব্লোগে ।

12. প্রােটিনিউরিয়া কী ?
-  মূত্রে প্রােটিন নির্গত হওয়াকে প্রােটিনিউরিয়া বলে।

13. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী হরমােনের নাম লেখাে।
-  ইনসুলিন।

14.  কীসের প্রভাবে অ্যাক্রোমেগালি হয় ?
-অগ্র পিটুইটারির অধিক সক্রিয়তা।

15. একটি মিশ্র গ্রন্থির নাম লেখাে।
- অগ্ন্যাশয়।

16. কোনটি আপদকালীন হরমােন?
-অ্যাড্রিনালিন।

17.  বাচ্চা প্রসবে কোন্ হরমােন সাহায্য করে?
- অক্সিটোসিন।


18.  শিশুদেহে থাইরয়েড হরমােনের অভাবে কী হয়?
- ক্রেটিনিজম।

19. কোন্ হরমােন রক্ত থেকে অতিরিক্ত ক্যালশিয়াম দূর করে 
-  ক্যালশিটোনিন ।

20. থাইরক্সিন হরমােনের অভাবে পূর্ণবয়স্কদের কোন রোগ হয় ? 
 - মিক্সিডিমা ।

21.  মস্তিষ্কের কোন অংশটি অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে?
- হাইপােথ্যালামাস।
22. কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে গ্রুকাগন ক্ষরিত হয়?
- আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস (অগ্ন্যাশয়)।

23. যখন কোনাে ব্যক্তিকে লড়াই করতে হয়, তখন কোন হরমােন ক্ষরিত হয়
-অ্যাড্রিনালিন।

24.  অগ্র পিটুইটারি থেকে কী কী হরমােন ক্ষরিত হয় ?
- GH, LTH, ACTH, TSH, FSH, LHI

25. রক্ত চাপ পরিমাপক যন্ত্রটির নাম - 
স্ফিগমোম্যানোমিটার। 

26. পেপসিনােজেনের অ্যাকটিভেটর কী?
-Hcl

27. সরল প্রােটিন এনজাইমের উদাহরণ দাও।
-পেপসিন।

28. হৃদপিন্ডের আবরণ হল -পেরিকার্ডিয়াম। 

29. সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবহন করে যে রক্তবাহ - ফুসফুসীয় শিরা। 

29. হৃদপিন্ডের যে প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে মোটা আছে সেটি হল - বাম নিলয়। 

30. প্রাণী দেহের রক্ত সংবহন আবিষ্কার করেন - হার্ভে ।

31. কোশের নানান উপাদান সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহণে সাহায্য করে - 
 গলগি বস্তু

32. সেন্ট্রিওলবিহীন একটি প্রাণীকোশ হল
- অ্যামিবা

33. উদ্ভিদকোশ বিভাজনের সময় বেম গঠন করে
-মাইক্রোটিউবিউল

34. উদ্ভিদ কোশপ্রাচীরের মুখ্য উপাদান
-সেলুলোজ ।

35. কোন্ মৌলটি কোশপ্রাচীরের মধ্যচ্ছদায় পাওয়া যায় ?
-ক্যালশিয়াম।

36. কোশপর্দা গঠনের প্রধান উপাদানগুলি হল
-. প্রােটিন ও লিপিড ।


37.অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা হল
- 3

38. কোলেস্টেরল একপ্রকার।
-স্টেরল

39. কোন ভিটামিন সূর্যালােকের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে সংশ্লেষিত হয় ?
-ভিটামিন-D

40. ভিটামিন-A-র অভাবে কোন্ রােগের লক্ষণ প্রকাশ পায় ?
- রাতকানা।

41. ভিটামিন-B কমপ্লেক্সের অভাবে কোন্ রােগটি দেখা যায় ?
-পেলাগ্রা

42. কোন্ ভিটামিন লােহিত রক্তকণিকা ও অণুচক্রিকা গঠন করে?
-ভিটামিন-C

43. কোন খনিজ মৌলের অভাবে শিশুদের রিকেট রােগ দেখা যায় ?
-ক্যালশিয়াম।

44. ফ্লোটাম থলির মধ্যে অবস্থিত।
- শুক্রাশয়।

45. বৃক্ক কোন্ পর্দা দ্বারা আবৃত?
- পেরিটোনিয়াম

46. মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি
- প্লিহা


47. প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিটি বৃক্কের ওজন
-150 গ্রাম

48. সালােকসংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন
-বার্নেস।
49. সালােকসংশ্লেবীয় কার্যাবলির কোন্ রং দুটি ক্লোরােফিল দ্বারা অধিক শােষিত হয় ?
-লাল ও নীল।

50. সালােকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরােপ্লাস্টে
-স্ট্রোমায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন