চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

General Science One Liner Questions Answers In Bengali Free PDF|সাধারণ বিজ্ঞানের 600 -টি প্রশ্ন-উত্তরের FREE PDF

General Science One Liner Questions Answers In Bengali|সাধারণ বিজ্ঞানের
1000 -টি প্রশ্ন-উত্তরের  FREE PDF

পর্ব -2

General Science in Bengali for All Competitive Exam 

প্রিয়  ভাই- বোনেরা , যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Science/সাধারণ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, RAIL, WBP, PSC, PSC MISC, KP, BANK ইত্যাদি যেকোনো  পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন আসে । সুতরাং সাধারণ বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সাধারণ বিজ্ঞান উপর Free PDF দেওয়া হল 




General Science In Bengali Free PDF








1000 সাধারণ বিজ্ঞান   প্রশ্ন-উত্তর (পর্ব - 2)


1. ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে? — অ্যালবুমিন

2. চা পাতায় কি থাকে — ভিটামিন বি কমপ্লেক্স।

3. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো বাদামি বা নীল হয় - আইরিশ 

 4. জৈব যৌগের মূল উপাদান কী ?  - কার্বন(C)

5.  কাঁচা ফল পাকাতে কোন্ জৈবযৌগটি ব্যবহার করা হয়? - ইথিলিন(C2H4)

6. মিথেনে H---C---H কোণের মান কতউঃ 109°28'

7.  কোন্ মৌলের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়? - কার্বন

8. LPG এর প্রধান উপাদান হল বিউটেন এবং CNG এর প্রধান উপাদান হল মিথেন(CH4)৷

9.  পিভিসি এর মনোমার ভিনাইল ক্লোরাইড এবং টেফলনের মনোমার টেট্রাফ্লুরোইথিলিন৷

10. একটি জৈব ভঙ্গুর বা জৈব বিশ্লেষ্য বা বায়োডিগ্রেবল পলিমারের নাম লেখ?- প্রোটিন, সেলুলোজ, রবার, স্টার্চ ইত্যাদি৷

11. একটি অজৈব ভঙ্গুর বা অজৈব বিশ্লেষ্য বা নন-বায়োডিগ্রেবল পলিমারের নাম লেখ?- পিভিসি, পলিথিন, টেফলন ইত্যাদি৷

12. রং ও বার্নিশের কাজে কোন্ পলিমারটি ব্যবহৃত হয়? - ডিনেচার্ড স্পিরিট৷

13. অ্যালকোহল ও কিটোনের কার্যকারী মূলকের নাম লেখ ? ---OH ও >CO

14. অ্যাসিটিক অ্যাসিড এর কার্যকারী মূলকটি কী ? --COOH

15. একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও? - মিথেন(CH4), ইথেন(C2H6)৷

16. একটি দ্বি-বন্ধন ও ত্রি-বন্ধন যুক্ত অসম্পৃক্ত জৈব যৌগের নাম লেখ?

17. দ্বি-বন্ধন যুক্ত যৌগ হল ইথিলিন(C2H4) এবং ত্রি-বন্ধন যুক্ত যৌগ ইথাইন বা অ্যাসিটিলিন(C2H2)৷

 18. অ্যালকেনের এর সাধারণ সংকেত কী? CnH2n+2

19. অ্যালকিন এর সাধারণ সংকেত কী?- CnH2n

20. অ্যালকাইন এর সাধারণ সংকেত CnH2n-2

21. কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলিকে কী বলে?- হাইড্রোকার্বন

22. আলেয়া সৃষ্টির জন্য দায়ী গ্যাস কোন্‌টি বা কোন্ গ্যাস মার্শ গ্যাস নামে পরিচিত?- মিথেন৷

23.  কার্বনের যোজ্যতাকে কোন্ ধরনের যোজ্যতা বলে?- চতুস্তলকীয় যোজ্যতা

24. পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ? - বিজ্ঞানী মোসলে

25. ভর সংখ্যার অপর নাম কি ? - নিউক্লিয়াস সংখ্যা

26. MKS পদ্ধতিতে ভরের একক –  কিলোগ্রাম 

27.    অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ? - আকর্ষন শক্তি বৃদ্ধি পায় 

28. প্রশ্ন: পদার্থের তিন অবস্থার কারন - আন্তঃআনবিক শক্তির পার্থক্য 

29. সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ? - ঊর্ধ্বপাতন 

30.  কোনটি উদ্বায়ী পদার্থ নয় ? - লবন 

31.  আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের? - নাইট্রোজেন 

32. তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে? 

33. সবচেয়ে হালকা মৌল কোনটি?- হাইড্রোজেন 

34. সবচেয়ে ভারী মৌল? -ইউরেনিয়াম 

35. ইউরেনিয়ামের আনবিক ভর কত? -238

36. বায়ু একটি—  মিশ্র পদার্থ 

37.বায়ুমন্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ হত - কাল

38.একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ - বিভব-প্রভেদ এর সঙ্গে সমানুপাতিক

39. দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয় - উত্তল লেন্স

40.আলোকবর্ষ হল - আলো এক বছর অতিক্রান্ত দূরত্ব

41.যে সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে - নিউটনের দ্বিতীয় গতিসূত্র

42. ঘাত হলো একটি - ভেক্টর রাশি

43.বার যে রাশির একক তা হলো - বায়ুমন্ডলীয় চাপ

44. কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় -0° উষ্ণতায়

45.ক্ষমতার একক - ওয়াট

46. ক্যামেরায় ব্যবহৃত হয় - উত্তল লেন্স

47.কার্বনের যে বহুরূপী তাপ ও তড়িৎ এর সুপরিবাহী সেটি হল - গ্রাফাইট

48. মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয় - রুপা

49.ভিনিগারের উপস্থিত এসিড হল - অ্যাসিটিক অ্যাসিড

50.কয়লায় থাকে প্রধানত - কার্বন

 51. কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় - ইথিলিন

52.কেটে যাওয়া দুধে কোন ধরনের এসিড থাকে - ল্যাকটিক অ্যাসিড

 53. কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে - অক্সিজেন

54.বিভিন্ন স্থির চাপে কোন গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখ কে বলে - আইসোবার

55.সিলিন্ডারে এলপিজি এর লিকেজ শনাক্তকরণের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা হলো ইথাইল মার ক্যাপটা ন

56. লোহার বিশুদ্ধ রূপটি হলো - পেটা লোহা

57. চা-য় যে এসিড পাওয়া যায় তা হল টনিক এসিড

58. অ্যাসিড সবসময় যে ধরনের পাত্রে রাখা হয় তাহলো - কাচের

59. .  লেবুতে বেশি থেকে কোন্ ভিটামিন? — ভিটামিন সি

60. একটি লোহার মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং - সঙ্গে ওজন বৃদ্ধি পায়

61. ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত হয় তা হল - ম্যাগনেসিয়াম

62. কচুশাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য? — লৌহ উপাদানের জন্য।

63. কঠিন কার্বন-ডাই-অক্সাইডকে বলা হয় - শুষ্ক বরফ

64. গলগল্ড রোগ হয় কিসের অভাবে? – আয়োডিনের অভাবে।

65. ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় - অ্যাসিটিলিন

66.   মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি— আমিষের।

67.  আয়োডিন বেশি থাকে কিসে? — সমুদ্রের মাছে

68.   কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে –ক্যালসিয়াম অক্সালেট।

69.   রাতকানা রোগ হয় কিসের ফলে? — ভিটামিন- এ এর অভাবে।

70. হাড় ও দাতকে মজবুত করে কোন্ খনিজ– ক্যালসিয়াম ও ফসফরাস।

71.কোন্ ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? — ভিটামিন K।

72. ভিটামিন সি হলো — অ্যাসকরবিক এসিড

73.  তাপে নষ্ট হয় কোন্ ভিটামিন? — ভিটামিন সি।

74.  কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় - সোডিয়াম

75.মাড়ি দিয়ে রক্ত পড়ে কেন?– ভিটামিন সি এর অভাবে।

76.  সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন্ ভিটামিন? — ভিটামিন ডি।

77.  মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় — দুধকে।

78.  বিষাক্ত নিকোটিন থাকা কিসে?– তামাকে

79.  সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায় কিসে? — ডাবে।

80..  মানুষের প্রোটিনের অভাবে হয় – কোয়াশিয়কর রোগ।

81. মুখে ও জিহবায় ঘা হয় কিসের ফলে? — ভিটামিন B₂ এর অভাবে।

82.  জলে দ্রবণীয় ভিটামিন হল? — ভিটামিন B ও C

83.  শিশুদের রিকেটাস রোগ হয় কোন্ ভিটামিনের ফলে? — ভিটামিন ডি এর অভাবে।

84.  আয়োডিনের অভাবে কি রোগ হয়? — গলগন্ড রোগ হয়।

85. হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন হয়? — ডি ভিটামিন

86.  ভিটামিন ডি এর অভাবে হয়?– রিকেটস রোগ।

87.  প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় কোন্ অ্যাসিড? – অ্যামাইনো এসিড।

88.  কচুশাকে বেশি থাকে কোন খনিজ? — লৌহ।

89. স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? – নিউরন

90. রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাব? – আয়রনের অভাবে।

91.  দুধের রং সাদা হয় কেন? — প্রোটিনের জন্য।

92.. ফুসফুসের পর্দার নাম কি ? – প্লুরা

93. যকৃতের গাঠনিক একক কি ? – হেপাটোসাইট

94. যকৃতের পর্দার নাম কি ? — গ্লিসনস ক্যাপসুল

95. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি হল?—S.T.H.

96. মানবদেহে সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি হল? – থাইরয়েড গ্রন্থি।

97. ইনসুলিন ক্ষরিত হয়? – অগ্ন্যাশয় থেকে।

98. শৈশবে থাইরক্সিন কম ক্ষরণে কোন্‌ রোগ হয়? – ক্রেটিনিজম।

99.সরীসৃপ পক্ষী মানুষ সহ সব স্তন্যপায়ী প্রাণীর শ্বাস অঙ্গের নাম কি ?- ফুসফুস

100.জাপানে মিনামাটা রোগের জন্য দায়ী রাসায়নিক মৌলটির নাম কি ?-মার্কারি বা পারদ

101. একটি তাম্র গঠিত রঞ্জক পদার্থের নাম কি?  উত্তর:- হিমোসায়ানিন

102.ভেনাস হৃদপিন্ড আমরা কোন প্রাণীর দেহে দেখতে পায়? - মাছের দেহে

103.রক্ত কণিকার উৎস স্থল কোথায় থেকে ?- লাল অস্থিমজ্জা থেকে

104.  কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ?- গ্লোকাগন

 105. কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী  ? - বিলিরুবিন

106. তিমির শ্বাস অঙ্গের নাম হলো ফুসফুস।

107. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?- গ্লাইকোজেন রূপে

108. কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?- প্যারা হরমোন

109.  ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের  জন্য ?- অ্যাড্রনালিন

110. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?-টেস্টোস্টেরন

111. খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?- ক্ষুদ্রান্তে

112. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?-24 টি

113. প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ? 72

114 মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে?- মেলানিন

115.  পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ?- পাকস্থলী

116. কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ?-সাইনভিয়াল সন্ধি

117.: মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?-স্টেপিস

118. রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস ?- পিত্তরস

119.মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ?- উইলিয়াম হার্ভে

120. কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ?- HCL

121. প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ?14 - 18 বার

122.  মানুষের শ্বাস অঙ্গের নাম হলো ফুসফুস।

123.মাছের শ্বাস অঙ্গ হল ফুলকা।

124.ব্যাঙাচির শ্বাস অঙ্গ হল বহিঃ ফুলকা।

125. ব্যাঙের শ্বাস অঙ্গ হল ফুসফুস।

126.  চিংড়ির শ্বাস অঙ্গের নাম হলো ফুলকা।

127. কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়।

128. আরশোলার শ্বাস অঙ্গ হল ট্রাকিয়া।

129.কই ও মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে।

130. কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় ?- সুন্দরী ও গরান গাছের 

131. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?- বিশেষ ধরনের অনৈচ্ছিক

132. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা

133. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –শ্বসন

134. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?-নাইট্রোজেন

135. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?- অগ্ন্যাশয় হতে

136. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –জেনেটিক্স

137.মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?- প্লিহাতে

138. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?- খেসারী

139. কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?- ট্রিপসিন

140.জন্ডিসে আক্রান্ত হয় –যকৃত

141. সবচেয়ে বড় ভাইরাস হল- গো-বসন্তের ভাইরাস

142.  গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?- আর্থ্রোপোডা

143. প্রশ্ন: চিংড়ির চাষকে কি বলে?- Prawn culture

144. ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-জুয়োপ্ল্যাংকটন

145. সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?-রবার্ট হুক

146. Fauna বলতে কি বুঝায়?-প্রানিকূল

147. দেহের সবচেয়ে বড় পেশি কোনটি?-সারটোরিয়াম (উরুতে থাকে)।

148. মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?-শর্করা

149. কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি 

150.কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম ? লাল

151. SI পদ্ধতিতে তাপের একক কি?- কেলভিন

152. স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি?- গ্যালিয়াম

153. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?- হাইড্রোজেন

154.উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?- আর্ক ইন্ডিকেটর

155. রক্তে বিলিরুবিন পরিমান বেশি হলে কোন রোগ হয়?- জন্ডিস।

156. উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কি সঞ্চিত হওয়ার ফলে?- সেলুলোজ, পেকটিন, লিগনিন

157.কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?- বৃদ্ধিবলয়/ বর্ষবলয়

158. পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?- নিষেক।

159.নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে?- জাইগেট

160. সমআয়তন ও সমপ্রকৃতির জননকোশের মিলনকে কী বলে?-আইসোগ্যামি।

161.শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?- স্পার্মাটোজেনেসিস।

162. ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?- উজেনেসিস।

163.ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?- ইথিলিন।

164. অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?- বিটা।

165. প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত? 80-120 mg

166.রক্তে শর্করার পরিমান বৃদ্ধির হারকে কি বলে?- হাইপারগ্লাইসিমিয়া।

167. রক্তে শর্করার পরিমান বৃদ্ধিজনিত রোগকে কি বলে?- ডায়াবেটিস মেলিটাস।

168.কোন রোগের ওপর নাম Big C ?- ক্যানসার।

169. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?- ADH

170. PV = RT সমীকরণ মেনে চলে যে গ্যাসগুলি তাদের কি বলে?- আদর্শ গ্যাস

171.  সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে?- বিউটেন।

172. LPG কিসের মিশ্রণ?- বিউটেন ও প্রোপেন

173. কোন বর্ণের আলোকে সালোকসংশ্লেষ বন্ধ হয়?- সবুজ বর্ণের আলোয়

173.অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?- সুপ্রারেনাল গ্রন্থি

174.মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?- 8/10 মিঃ

175.জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়?-যকৃতে

176. রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?- জীবাশ্মের বয়স নির্ণয়ে

177. যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44 টি ক্রোমোজোমকে কি বলে?- অটোজোম

178. কাকে রাসায়নিক দূত বলা হয়?- হরমোনকে

179. মিউটেশম তত্বের প্রবক্তা কে?- দ্য ভ্রিস

180. রক্ত তঞ্চনের সময়সীমা কত? 3 থেকে 7 মিনিট

181. ছত্রাকে কোন জাতীয় পুষ্টি দেখা যায়?- মৃতজীবী

182. মানবদেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি?- লিভার

183. চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন?-প্রাকৃতিক নির্বাচনবাদ

184. গরুর দুধে হালকা হলুদ বর্ণের হয় এর কারণ কী?- রাইবোফ্লোবিন থাকে

185. কোন বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে?- O

186.কোন মশা Yellow Fever এর বাহক?- এডিস মশা

187. কোনও শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব সর্বাধিক দেখা যায়?- প্রোটিন

188. কোনও শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা?- পিতার ক্রোমোজোম দ্বারা

189.মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?- ভিটামিন D

190. রক্তে জলের পরিমান কত ?- 91.92%।

191.100 CC রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমান কত?- 14. 5 gm.

192. পতঙ্গদের কত জোড়া পা আছে?- 3 জোড়া

193. মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে?- বিলিরুবিন

194. মানুষের লোহিত কণিকার আয়ু কত?- 120 দিন

195. কোন রোগের অপর নাম Slim Disease?- AIDS

196. মানবদেহের কোন অঙ্গকে Mirror of Disease বলা হয়?- জিহবা

197. বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ? মিষ্টি

198. কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে?- ভিটামিন B

199.কোন রোগের জন্য BCG টিকা দেওয়া হয়? -যক্ষারোগ

200. ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?- বিজ্ঞানী ফ্রাঙ্ক

201. সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি?-রেমি উদ্ভিদের তন্তু কোষ

202. কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?- ককলিয়া

203.ব্রঙ্কাইটিস মানদেহের কোন অংশকে আক্রান্ত করে?-শ্বাসনালি

204.আরশোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 13 টি

205.কোন প্রাণীর স্নায়ুতন্ত্র ফাঁপা থাকে?মাছ

206. রক্তে কোন ধাতব পদার্থ থাকার কারণে অক্সিজেন পরিবাহিত হয়?- লোহা

207. চোখের জলে কোন উৎসেচক থাকে ?- লাইসোজাইম

208.পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ? 9 টি

209. জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?- সোডা ওয়াটার

210. সবচেয়ে ভারী মৌলের নাম কী ?-ইউরেনিয়াম

211.জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?- অ্যারিস্টটলকে জীব বিজ্ঞানের জনক বলা হয়

212. পিতল কিসের মিশ্রণ ?- তামা ও দস্তা

213. প্রথম পারমাণবিক ভর এর ধারনা কে প্রদান করেন ?-জন ডাল্টন

214.পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় ?- ক্লোরোসিস

215. মানুষের মুখগহবরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত ? 3 জোড়া

216 ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে ?- ইনসুলিন

217. পিত্তরস কোথায় উৎপন্ন হয় ?-যকৃত

 218. নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয় ?-ফুসফুসে

219. নেফ্রন কিসের একক ?- বৃক্কের

220.তড়িৎ বিভাজন তত্ত্বের  প্রবক্তা কাকে বলা হয় ?-আরহেনিয়াস

221. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?-ক্ষণপদ

222.. জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী ?- সোডিয়াম

223.. অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ?- হিলিয়াম

224. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ?-অপ্সরা

225.. মানুষের করোটির অস্থি সংখ্যা মোট কতগুলি ?-22 টি

226. এস এল পদ্ধতিতে বলের পরম একক কী ?- নিউটন

227. লাইসোজোমকে কী বলা হয় ?- আত্মঘাতীস্থলী

228. মাছ কোথা কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে ?- ফুলকা দ্বারা

229.. দেহ প্রহরী কোষ কাকে বলা হয় ?-শ্বেত রক্তকণিকাকে

230. পৃথিবীর কঠিনতম ধাতুর নাম কী ?- হীরক

231. মায়োটোম পেশি কোন প্রাণীর শরীরে দেখা যায় ?- মাছ

232. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কতগুলি ?- 33 টি

233. পেশীর আবরণীকে কী বলা হয় ?-সারকোলেমা

234.মুত্র হলুদ দেখায় কেন ?-বিলিরুবিনের জন্য

235. সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?-0.4 সেকেন্ড 

236.নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?-125 মিটার 

237.চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?-লেকরিমাল গ্রন্থি থেকে 

238. শৈশবকালে হাঁপানির একটি বহুপ্রচলিত স্টেরয়েড ওষুধ কী?- বুডিকোর্ট

239.. লােহিত কণিকার অতিবৃদ্ধিকে কী বলা হয়?-পলিসাইথেমিয়া

240. বট পাতার সিস্টোলিথযুক্ত কোশকে কী বলে?- লিথােসিস্ট



প্রশ্নোত্তরগুলির ফ্রী পিডিএফ পেতে নিচের লিংকে ক্লিক করুন। 


সাধারণ বিজ্ঞান পর্ব-1

CLICK HERE


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন