চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

Most Important MCQs on President of India In Bengali For WBCS, PSC,WBP,SI,

 GK Quiz -31


GK Quiz  on President of India In Bengali


ভারতের রাষ্ট্রপতি জিকে কুইজ

পার্ট-4


প্রিয়  ভাই- বোনেরা , যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতের সংবিধান (President Of India/ভারতের রাষ্ট্রপতি ) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, RAIL, WBP, PSC, PSC MISC, KP, BANK ইত্যাদি যেকোনো  পরীক্ষায় ভারতের সংবিধান থেকে কয়েকটি প্রশ্ন আসে । সুতরাং ভারতের সংবিধান ( Indian Constitution ) একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভারতের সংবিধান  উপর একটি মক টেস্ট দেওয়া হল 



বিভিন্ন চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়ালস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন-


আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ-এর লিংকটি হল

CLICK HERE


Indian Constitution/President of India In Bengali



GK Quiz -30



GK Quiz -29



GK Quiz -28















 

1. কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন





ANSWER= ( C) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি

 

2. রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট’ প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে-কোনও কক্ষের কমপক্ষে





ANSWER= ( D) 25 শতাংশের সমর্থন প্রয়ােজন

 

3. কোন্ বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন?





ANSWER= ( C) অর্থ বিলে

 

4. ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভােগ করেন





ANSWER= ( B) আলঙ্কারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা

 

5. কোন্ সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করতে পারেন?





ANSWER= ( B) রাষ্ট্রপতি

 

6. কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার কোনও সদস্য রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু তাকে





ANSWER= ( C) নির্বাচিত হওয়ার ছ'মাসের মধ্যে পদত্যাগ করতে হয়

 

7. কোন্ রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন?





ANSWER= ( D) নিলম সঞ্জীব রেড্ডি

 

8. লােকসভার কার্যকালের শেষ হওয়ার আগে লােকসভা ভেঙে দিতে পারেন





ANSWER= ( C) প্রধানমন্ত্রী সুপারিশে রাষ্ট্রপতি

 

9. কে রাজ্যসভা ও লােকসভার যৌথ অধিবেশন আহ্বান করেন?





ANSWER= ( D) রাষ্ট্রপতি

 

10. রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থার ঘােষণাকে কত দিনের মধ্যে সংসদের উভয়কক্ষের প্রতিটিতে অনুমােদনের জন্য। উত্থাপন করতে হয়?





ANSWER= ( C) জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একমাস এবং বাকি দু'টি জরুরি অবস্থার ক্ষেত্রে দু'মাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন