চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

General Knowledge Question Answer In Bengali language| সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর

সাধারণ জ্ঞান

GENERAL KNOWLEDGE IN BENGALI


নিয়মিত বিভাগ 'Daily ডোজ' । এই বিভাগে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর 100 টি সাধারণ জ্ঞানের( General Knowledge In Bengali) প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। আশা করি সকলের উপকারে আসবে । সকলকে অনুরোধ করছি অন্তত একবার হলেও পুরো 100 টি  GK প্রশ্নোত্তরগুলি পড়তে। পরে Screenshot বা  PDF নেবেন ।

General Knowledge Question Answer In Bengali




নীচের ছবিতে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হন -








 1.  ফেনলের অন্য নাম কী ? 

 -কার্বলিক অ্যাসিড।


2.  পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ভার হয় কত ? 

 - শূন্য। 


3.  বরফ গলনের লীনতাপ কত ? 

-80 ক্যালােরি প্রতি গ্রাম।


4. কোন বস্তুর তাপমাত্রা প্রতি ডিগ্রি বাড়াতে প্রয়ােজনীয় তাপের পরিমানকে কী বলে? 

 - ঐ বস্তুর তাপগ্রাহিতা।


5. প্রথম নির্জীব কোষ আবিষ্কার করেন কে ?

 - রবার্ট হক।


6. মানবদেহে পাচকরস রূপে কোন অ্যাসিড নিঃসৃত হয় ? 

- হাইড্রোক্লোরিক অ্যাসিড।


7. ওপেন হার্ট সার্জারির সময় কোন যন্ত্রটি অপরিহার্য?

 - হার্ট লাং মেশিন।


8. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ?

- ব্যাঙ্গালুরু।


8.  পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসের আবিষ্কারক  কে ? - রাদারফোর্ড।


9. আলােকের প্রতিসরন সংক্রান্ত সূত্র কে ? 

 - স্নেলের সূত্র। 


10.  পিভট জয়েন্ট কোথায় দেখা যায় ?

- মানুষের মাথার খুলি ও মেরুদন্ডের সংযােগস্থলে।


 11. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

- প্রমথ চৌধুরী।


12.  কোন তড়িৎ বর্তনীতে তড়িৎপ্রবাহের মাত্রা মাপতে ব্যবহৃত হয় ?

- গ্যালভানােমিটার।


13.  ফিউজ তার তৈরী হয় কী কী দিয়ে ? 

 - টিন ও সীসা ।


14.  দুই বা ততােধিক ধাতুর বিভিন্ন অনুপাতের মিশ্রনে উৎপন্ন কঠিন পদার্থকে  কী বলে ?

  - ধাতুসংকর।


15.  কোন ধাতুসংকরের একটি  উপাদান পারদ থাকলে তাকে  কী  বলে ? 

 -অ্যামালাম।


16. তড়িৎ পরিমাপের একক  কী ? 

- কুলম্ব।


17.  ভারতের উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর ?

- 5 বছর।


18. ICJ কোথায় অবস্থিত ?

- নেদারল্যান্ড   ।


19. ডান্ডি পদযাত্রা কোন সালে হয়েছিল ?

-1930   


20. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?

-1855 সালে।


21. কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম  পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?

- শিলিগুড়ি।


22. রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

-ক্রিকেট। 


23. RBI এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?

- মুম্বাই ।


24. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

- হরিষেন ।


25. নিচের মধ্যে কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ?

- ভুটান ।


26. I-Leagve কোন খেলার সঙ্গে যুক্ত ? 

- ফুটবল।


27. ভারতের গ্লাসগো বলা হয় ?

- হাওড়া।


28. সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

- ক্রিকেট।


29. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?

- 1556 


30. ‘মা’ প্রকল্প আরম্ভ করেছে কোন রাজ্য সরকার ?

-পশ্চিমবঙ্গ ।


31. অনিলা দেবী কার ছদ্মনাম ?

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


32. সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?

-তাপ্তি।


33. ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেনের নাম কি ?

- নীলগিরি প্যাসেঞ্জার    ।


34. NSG কত সালে প্রতিষ্ঠিত হয় ?  

-1986  


35. P. V. Sindhu কোন খেলার সঙ্গে যুক্ত ?

-ব্যাডমিন্টন।


36. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘দেশবন্ধু’ নামে পরিচিত ?

-চিত্তরঞ্জন দাস।


37. Anupama Gokhale কোন খেলার সাথে যুক্ত ?

-  দাবা।


38. ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি ?

- রাজস্থান।


39. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

- হকি।


40.  নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

-সেতার ।


41. 'বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?

-শঙ্খ ঘোষ ।


42. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল ?

- 1919 সালে ।


43. বসন্ত রােগের টীকা কে আবিষ্কার করেন ?

 -এডওয়ার্ড জেনার।


44. DNA— এর ফুল ফর্ম কি ?

- ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড ।


45. নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?

- মৎস চাষ


46. অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ?

- শুটিং।


47. মনিপুরের রাজধানীর নাম কি ?

- ইম্ফল।


48. হুতুম পেঁচা কার ছদ্মনাম ?

-কালীপ্রসন্ন সিংহ।


49. উড়ন্ত মাছের দেশ বলা হয় ?

- বার্বাডোস।


50. কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?

- কর্ণাটক।


51. National Panchayati Raj Day কবে পালন করা হয় ?

-24শে এপ্রিল।


52. প্রথম বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন ?

- আশাপূর্ণা দেবী।



53. Wankhede Stadium কোথায় অবস্থিত ?

-মুম্বাই।


54. ‘বুদ্ধচরিত’ কে রচনা করেন ?

- অশ্বঘোষ।


55. নন্দকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

-ওড়িশা।


56. প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা কে ?

-সত্যজিৎ রায়।


57. State Bank of India এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

- মুম্বাই ।



58. Rajasthan এর রাজধানীর নাম কি ?

- জয়পুর  ।


59. পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল ?

- 1817 সালে ।


60. কোন ক্রিকেটার সর্ব প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?

-শচীন তেন্ডুলকার ।

  

61. রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

-স্ফিগমোম্যানোমিটার  ।


62. NATO-র হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?

- ব্রাসেলস ।

 

63. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

-  Atmaram Pandurang


64. ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী নাম ?

- ব্রাজিল।


65. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?

-5ই জুন।


 66.  Yellow Card শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

- ফুটবল  ।  


67. Canada Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?

- গলফ ।


68. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

- প্রফুল্লচন্দ্র ঘোষ  ।


69. কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?

- 23শে সেপ্টেম্বর  ।



70. ভাকরা নাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশের কোন নদীর উপর  নির্মিত হয়েছে ?

-শতদ্রু নদী  ।


71. "পঞ্চতন্ত্র "কে রচনা করেছেন ?

- বিষ্ণু শর্মা   ।


72. বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা মোট কতগুলি ?

- 25 টি ।


72. যাযাবর কার ছদ্মনাম ?

-বিনয় মুখোপাধ্যায়  ।


73. World NGO Day কবে পালন করা হয় ?

- 27 শে ফেব্রুয়ারি  ।


74. Bandipur National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

- কর্ণাটক  ।


75. বিহারের রাজধানীর নাম কি ?

- পাটনা   ।


76. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন ?

- লর্ড ডালহৌসি  ।


77. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?

-মাদাম কামা ।

 

78. CNG এর ফুল ফর্ম কি ?

-কম্প্রেসড ন্যাচারাল গ্যাস  ।


80. অর্থনীতির জনক কাকে বলা হয় ?

-অ্যাডাম স্মিথ   ।


81. সম্প্রতি কোন শহর 'কার্বন ওয়াচ' লাঞ্চ করেছেন ?

-চন্ডিগড়   ।


82. বিশ্ব জল দিবস কবে পালন করা হয় ?

- 22 শে মার্চ   ।


83. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?

- শ্রীগুপ্ত    ।


84. 'দ্য স্পিরিট অফ ইসলাম' এর রচয়িতা কে ?

- সৈয়দ আমীর আলী  ।

 

85. বিশ্বের মধ্যে কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা ?

- অ্যানথ্রাসাইট  ।


86. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর -জেনারেল কে ছিলেন ?

- চার্লস জন ক্যানিং  ।


87.  রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে ?

- কলহন ।


88. মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে ?

- 4  


89. Hardik Pandya কোন খেলার সাথে যুক্ত ?

- ক্রিকেট  ।


90. পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে ?

- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  ।


91. আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

- 1875


92. ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হল ?  

-Major Dhyan Chand Khel Ratna Award


93. বাংলার প্রথম সংবাদ পত্রের নাম কি ?

- সমাচার দর্পণ   ।

 

94. কোন ধরনের নৃত্যের সঙ্গে যামিনী কৃষ্ণমূর্তি যুক্ত ?

- ভরতনাট্যম নৃত্য   ।

 

95.  ডেনমার্কের রাজধানীর নাম কি ?

- কোপেনহেগেন    ।


96. কোন দেশের সরকারি নথি বা ঘোষণাপত্রের নাম অরেঞ্জ বুক ?

-Netherlands  


97. লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?

- কাভারাত্তি   ।


98. 'ভারতের মেকিয়াভেলি' কাকে বলা হয় ?

- চাণক্য।


99. জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ রয়েছে ?

- 24 জন ।   


100. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে ?

-দক্ষিণ 24 পরগনা  ।


প্রথমে প্রশ্ন-উত্তরগুলো পড়ো।

PDF পরে দেওয়া হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন