চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

General Knowledge In Bengali PDF |চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান

 সাধারণ জ্ঞান

GENERAL KNOWLEDGE IN BENGALI


নিয়মিত বিভাগ 'Daily ডোজ' । এই বিভাগে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর 100 টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। আশা করি সকলের উপকারে আসবে ।

সাধারণ জ্ঞান


নীচের ছবিতে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হন -







1.  টেলিভিশন কে আবিষ্কারকরেন?

- জন লজিক বেয়ার্ড।


2. চিংড়ির রেচনঅঙ্গের নাম কী ?

- সবুজগ্রন্থি।


3. তড়িৎচুম্বক তৈরীর জন্য ব্যবহৃত হয় কী ? 

 - কাঁচা লােহা।


4.  অ্যাকোয়া ফরটিস হিসাবে পরিচিত কোনটি ? 

- নাইট্রিক অ্যাসিড।


5.  কাকে বংশগতির জনক বলা হয়?

 - মেণ্ডেলকে।


6.  কোন্ গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলা হয়? 

-পিটুইটারি গ্রন্থি।


7. মার্শ গ্যাসের রাসায়নিক নাম কী ? 

মিথেন।


8.  মেরুদণ্ডী প্রাণীর সবচেয়ে বড় পোষ্টিক গ্রন্থি কোনটি ?

 - যকৃৎ |


9.  হিটারে কী তার ব্যবহার করা হয় ? 

-নাইক্রোম।


10.  কোন আলাের তরঙ্গে দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?

 - লাল।


11.  পচা ডিমের মধ্যে কোন্ গ্যাস থাকে?

 -হাইড্রোজেন সালফাইড।


12.  এস.আই. পদ্ধতিতে তাপমাত্রার একক কী ?

 - কেলভিন।


13.  মূল দিয়ে শ্বাসকার্য করে কোন উদ্ভিদ?

 – সুন্দরী।


14. বসন্ত রােগের টীকা কে আবিষ্কার করেন ?

 -এডওয়ার্ড জেনার।


15.  মানুষের কিডনির (বৃক্কের) গড় ওজন কত ?

- 150 গ্রাম।


16. কোন প্রাণীর শ্রবণ ইন্দ্রিয় নেই ?

 - সাপ।


17. মার্শ গ্যাসের রাসায়নিক নাম কী ? 

মিথেন


18. বীরবল কার ছদ্মনাম ?

উঃ প্রমথ চৌধুরী


19.  সূর্য শিশির উদ্ভিদ কী খেয়ে বেঁচে থাকে ?

 - জল।


20. ফসফেট সার তৈরিতে কোন্ অ্যাসিড লাগে ?

 -সালফিউরিক অ্যাসিড।


21. দুধের বিশুদ্ধতা পরীক্ষার যন্ত্রের নাম কী?

 - ল্যাকটোমিটার।


22. সমুদ্রের আগাছায় কোন উপাদান পাওয়া যায় ?  -আয়ােডিন।


23.  কাচের ওপর কোন অ্যাসিড দিয়ে লেখা যায় ?

 -হাইড্রোক্লোরিক অ্যাসিড।


24. ওপেন হার্ট সার্জারির সময় কোন যন্ত্রটি অপরিহার্য? 

- হার্ট লাং মেশিন।


25.  অলিভ তেল কোন তরলে ডুবে যায় ?

-অ্যালকোহল।


26. অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় ?

 -বিদ্যুৎপ্রবাহ।9


27.  কুকুর, বিড়াল অন্ধকারে ভালােভাবে দেখতে পায় কেন ? 

- চোখে বড় কোশের সংখ্যা বেশি থাকায় ।


28.  মানুষের দেহের রক্ত সংবহন প্রক্রিয়া প্রথম কে আবিষ্কার করেন ? 

-উইলিয়াম হার্ভে।


29.  উদ্ভিদের বৃদ্ধির হার কোন্ যন্ত্রের সাহায্যে মাপা হয়? 

- আর্ক ইন্ডিকেটর।


30. পজিট্রন কে আবিষ্কার করেন ?

-অ্যান্ডারসন।


31. হাপানির শাসকষ্ট দুর করার জন্য কোন হরমােন প্রয়োগ করা হয় ?

-অ্যাড্রিনালিন।


32.  মাছের শাসঅঙ্গের নাম কী? 

-ফুলকা।


33. প্যাডেল কোন্ প্রাণীর গমনাঙ্গ 

- তিমি।


34.  ব্ল্যাকম্যান দশার অপর নাম কী ?

 - অন্ধকার দশা।


35. যৌনতন্ত্রের একককে কী বলে?

- গ্যামেট।


36.  চিমটা কোন শ্রেণির লিভার ?

- তৃতীয় শ্রেণীর।


37.মানুষের দেহের রক্ত সংবহন প্রক্রিয়া প্রথম কে আবিষ্কার করেন ? 

-উইলিয়াম হার্ভে।


38. উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্রটির নাম কী ?

 - পাইরােমিটার।


39. উদ্ভিদের দেহ থেকে বাষ্পকারে জলত্যাগকে কী বলে ?

 -বাপমােচন।


40.  ডাইনােসর কোন শ্রেণিভুক্ত প্রাণী ? 

- সরীসৃপ।


41.  জেট প্লেন নিউটনের কোন্ গতি সূত্রানুযায়ী ক্রিয়া করে?

 - তৃতীয় সূত্র।


42. লৌহের অভাবে উদ্ভিদের কী লক্ষ্মণ প্রকাশ পায় ? 

- ক্লোরােসিস।


43. ফন (Phon) কীসের একক ?

- শব্দের প্রাবল্যের একক।


44.  হাইড্রার গমনঅঙ্গের নাম কী ?

 - কর্ষিকা।


45.  হীরাকে বায়ুতে পােড়ালে কী উৎপন্ন হবে ?

 -কার্বন-ডাই-অক্সাইড।


46. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলে ?

 -নাইট্রাস অক্সাইড।


47.  আরশােলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে ?

 - 13 টি।


48. পারমানবিক চুল্লিতে কোন জল ব্যবহৃত হয় ?

 - ভারী জল ।


49. ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় ?

-ক্যারােলাস লিনিয়াসকে।


50.  দাড়ি কামানাের জন্য ব্যবহৃত হয় কোন ধরনের দর্পন ?  

- অবতল দর্পন।


51.  মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কী ?

 - স্টেপিস।


52.  ইলেকট্রন কে আবিষ্কার করেন?

-জে. জে. টমসন।


53. প্লবতা সূত্র’ কে আবিষ্কার করেন ?

-আর্কিমিডিস।


54. মানুষের মুখমণ্ডলে অস্থির সংখ্যা কটি ? 

- 14 টি।


55. হিমােগ্লোবিনে কোন্ ধাতু থাকে ?

- লােহা।


56.  কোন্ কলায় রক্তবাহ থাকে না 

- আবরণী কলায়।


57. পর্যায় সারণীর অবদান কার ?

- মেন্ডেলিফ।


58.  কোন প্রাণীর রক্ত নীলাভ ?

-চিংড়ি।


59. লােহিত রক্তকণিকা ফেটে যাওয়াকে কী বলে ?

 - হিমােলাইসিস।


60.  মানুষের দেহের রক্ত সংবহন প্রক্রিয়া প্রথম কে আবিষ্কার করেন?

 -উইলিয়াম হার্ভে।


61. ফসফেট সার তৈরিতে কোন্ অ্যাসিড লাগে ?

 -সালফিউরিক অ্যাসিড।


62.  কাচের ওপর কোন অ্যাসিড দিয়ে লেখা যায় ?

 -হাইড্রোক্লোরিক অ্যাসিড।


63. প্ৰবাহী বিদ্যুতের পরিমাণ কোন যন্ত্র দিয়ে মাপা যায় ? 

-গ্যালভানােমিটার।


64.  একজন পূর্ণবয়স্ক পুরুষের মােট রক্তের গড় পরিমাণ কত ?

 - 5  লিটার।


65. কোন ধাতুর ওপর আলােক পড়লে ওই ধাতুর রােধ কমে? -

-সেলেনিয়াম।


66.  কে প্রথম আলাের তরঙ্গ তত্ত্বের কথা বলেন ?

 - ক্রিস্টিয়ান হিউজেন্স।


67.  কোন্ প্রাণীর যৌন ও অযৌন উভয় জননই হয়? - হাইড্রা।


68. অ্যাসপিরিনের রাসায়নিক নাম কী ?

 -অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড।


69. একটি প্রােটিনের তর একটি ইলেকট্রিনের ভলের কত গুণ ? 

1840 গুন।


70.  মূল দিয়ে শ্বাসকার্য করে কোন উদ্ভিদ ?

 – সুন্দরী।


71.  মানুষের দেহের রক্ত সংবহন প্রক্রিয়া প্রথম কে আবিষ্কার করেন ?

 -উইলিয়াম হার্ভে।


72.  হাইড্রার গমনঅঙ্গের নাম কী ?

 - কর্ষিকা।



73.  মানুষের কিডনির (বৃক্কের) গড় ওজন কত ?

 -150 গ্রাম।


74.  অলিভ তেল কোন তরলে ডুবে যায় ?

-অ্যালকোহল।


75. ‘ধূসর পান্ডুলিপি' কাব্য গ্রন্থের রচয়িতা কে ?

- জীবনানন্দ দাশ ।


76. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?

- Sarojini Naidu


77. অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় ?

 -বিদ্যুৎপ্রবাহ


78. লােহিত রক্তকণিকা ফেটে যাওয়াকে কী বলে ?

 - হিমােলাইসিস।


79. ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরীয় ?

-তিন ।


80. National Youth Day কবে পালন করা হয় ?

-12 ই জনুয়ারি।



81.  ‘সমাচার দর্পণ’ কত সালে প্রকাশিত হয় ?

-1818 সালে।


82. ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে যুক্ত রয়েছে ? 

  - 5


83.  কুকুর, বিড়াল অন্ধকারে ভালােভাবে দেখতে পায় কেন ?

 - চোখে বড় কোশের সংখ্যা বেশি থাকায় ।


84. থার্মোস্ট্যাটের কাজ কী?

-তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।


85. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলে ? 

- নাইট্রাস অক্সাইড।


86. ‘ক্ষণ পদ’-কার গমন অঙ্গ ?

-অ্যামিবা।


87.  বর্ণান্ধতা’ সাধারণত কোন কোন রঙের ক্ষেত্রে ঘটে ?

- লাল ও সবুজ।


88.  ইউগ্লিনার গমন অঙ্গ কি ?

-ফ্লাজেলা।


89. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?

রেটিনাল।


90. National science Day কবে পালন করা হয় ? - 28 ফেব্রুয়ারি।


91. লাল অস্থি মজ্জায় কি উৎপন্ন হয় ?

- RBC


92.  ডেন্টাইন’ অংশটি কোথায় থাকে?

- দাঁতে।


93.  মােলার’ দাঁতে কয়টি ‘কাম্প থাকে?

- পাঁচটি ।


94. রাইবােজোমের কাজ কি ?

- প্রােটিন সংশ্লেষ।


95.  গলগি বডি কে আবিষ্কার করেন ?

ক্যামিলিও গলগি


96. সােডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় ? 

- কেরােসিন।


97. কৃত্রিম উপগ্রহের তড়িৎশক্তির উৎস কী ?

 - সৌরকোষ।

 

98. কঠিন কার্বন-ডাই-অ ক্সাইডকে বলে ? 

 - শুষ্ক বরফ।


99. কম্পাকের একক কী ? 

-র্হাৎজ।


100.  ফেনলের অন্য নাম কী ? 

 -কার্বলিক অ্যাসিড।



আরো পড়ুন:   ডি আর মনোযোগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন