চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

সোমবার, ২৯ জুন, ২০২০

Environment Science in Bengali /পরিবেশবিদ্যা

Environment Science/পরিবেশবিদ্যা

চাকরির দিশা থেকে জানাই সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট এর একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ বিদ্যার  30 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রশ্নের উত্তর গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। 

পরিবেশবিদ্যা

পরিবেশ দূষণ

1. মিনামাটা রোগের কারণ কোন দূষণ?- পারদ ।
2. SPM কী? - বাতাসে ভাসমান সুক্ষ কণিকা ।
3. ভূগর্ভস্থ জল দূষণের জন্য দায়ী ধাতুটি  হল- আর্সেনিক ।
4. বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা কী  পরীক্ষা করা হয় ? -জল ।
5. পাথরের ক্যান্সারের কারণ- অ্যাসিড বৃষ্টি। 
6. শব্দের নিরাপদ মাত্রা হল- 65 dB ।
7. আগ্নেয়গিরি থেকে যে বায়ুদূষক নির্গত হয় তা হল- সালফার ডাই অক্সাইড। 
8. যানবাহনের ধোঁয়ায় প্রাপ্ত ক্ষতিকারক ধাতু জাতীয় পদার্থ  হল ? - সিসা ।
9. যে গ্যাসের প্রভাবে মানুষের গান ক্ষমতা নষ্ট হয় তা হল - সালফার ডাই অক্সাইড ( SO2 ) ।
10. উদ্ভিদের যে অংশ বায়ু দূষণ ঘটায় তা হল-   পরাগরেণু ।
11. সালফার ডাই অক্সাইড এর প্রভাব উদ্ভিদের যে রোগ হয় - ক্লোরোসিস ।
12. অম্ল বৃষ্টির জলে কোন এসিড লক্ষ্য করা যায়? - নাইট্রিক অক্সাইড (HNO3) ।
13. হাইড্রোকার্বন এর মধ্যে  সরলতম রাসায়নিক টি হল- মিথেন ।
14. আলোক- রাসায়নিক ধোঁয়াশার মূলে রয়েছে যে রাসায়নিক টি - PCB
15. জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস সৃষ্টি হয়? - কার্বন মনোক্সাইড(CO) ।
16. ফুসফুসের সিলিকা প্রবেশ করলে কোন রোগের সৃষ্টি হয়? - আর্সেনিকোসিস ।
17. ফ্লাই অ্যাশ। ( Fly Ash) এর প্রধান উৎস কী? - তাপবিদ্যুৎ কেন্দ্র। 
18. বায়ু দূষণ গ্রুপে হাইড্রোকার্বনের উৎস কী ? - কল কারখানা। 
19. কোন ঋতুতে ধোঁয়াশা সবচেয়ে বেশি সৃষ্টি হয়? -  শীতকালে ।
20. কৃষিজমি থেকে উৎপন্ন একটি বায়ু দূষক এর নাম হল- মিথেন ।
21. মার্স গ্যাসের মুখ্য উপাদান কী ? -মিথেন ।
22. PAN -এর পুরো কথাটি হল- পারক্সি অ্যসিটাইল নাইট্রেট। 
23. CFC -এর পুরো কথাটি কী ? - ক্লোরোফ্লুরো কার্বন। 
24. জলাভূমির গ্যাসের মুখ্য উপাদান টি হল- মিথেন ।
25. সর্বাধিক পরিমাণে জলদূষণ কোন শিল্প থেকে ঘটে। ?- চর্ম শিল্প। 
26. জল দূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতা রোগ কী বলে? - ফ্লুওরোসিস ।
27. ভূগর্ভে কত ফুটের বেশি গভীরতা আর্সেনিক থাকার সম্ভাবনা প্রায় নেই? - 500 ফুট ।
28. জলে পুষ্টি পদার্থ বেশি থাকার ফলে যে দূষণ সৃষ্টি হয় তা হল- ইউট্রোফিকেশন ।
29. ডিটারজেন্টের যে রাসায়নিক দ্রব্যটি জল দূষিত করে তা হল- ABS ।
30. পানীয় জলের pH কত?  7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন