Ancient History GK One Liner In Bengali
প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্নোত্তর
100 Questions and Answers of Indian Hisory In Bengali
511. সন্ন্যাসী বিদ্রোহ কবে হয়?
উঃ ১৭৬৩ খ্রীষ্টাব্দে।
512. হরিশচন্দ্র মুখােপাধ্যায়ের সম্পাদিত পত্রিকাটির নাম কি?
উঃ হিন্দু পেট্রিয়ট।
513. চুয়াড় বিদ্রোহ কবে হয়?
উঃ ১৭৯৯ খ্রীষ্টাব্দে।
514.ফরাজী আন্দোলনের সূত্রপাত কে করেন?
উঃ হাজী শরিয়াতুল্লা।
515.ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয়?
উ: সৈয়দ আহম্মদকে।
516. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়?
উ: 1855
517. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কর।
উঃ সিধু, কানহু।
518. কোল বিদ্রোহের একজন নেতার নাম কর।
উঃ বুদ্ধ ভকত/ সুই মুণ্ডা সিংরাই মাংকি/ বিন্দ্রাই মাংকি।
519. কত খ্রীষ্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হয়?
উঃ ১৮৫৭ খ্রীষ্টাব্দে (২৯ শে মার্চ)।
520. সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় আত্মপ্রকাশ করে?
উঃ কলকাতার কাছে ব্যারাকপুরে।
521. কোন গভর্ণর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ হয়?
উঃ লর্ড ক্যানিং-এর সময়ে।
522. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উঃ মঙ্গল পাণ্ডে।
523.নানাসাহেব কে ছিলেন?
পেশােয়া দ্বিতীয় বাজীরাও-এর দত্তকপুত্র ও সিপাহী বিদ্রোহের ভারতীয় নেতা।
524. ঝাঁসির রানী বিখ্যাত কেন?
উঃ ১৮৫৭-র মহাবিদ্রোহের নেত্রী বলে।
525. তাঁতিয়া তােপী কে ছিলেন?
উঃ ১৮৫৭-র মহাবিদ্রোহে ভারতীয় নেতা, নানাসাহেবের বিশ্বস্ত সেনাপতি।
526.ভারতের শেষ মুঘল সম্রাট কে?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
527.১৮৫৭ খ্রীষ্টাব্দের বিদ্রোহে বিহারে বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
উঃ বিহারের আরা জেলার জমিদার কুনওয়ার সিংহ।
528.১৮৫৭ খ্রীষ্টাব্দের বিদ্রোহ সম্পর্কে বীর সাভারকর কি মন্তব্য করেছেন?
উঃ ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ।
529. সাঁওতালরা রাজমহল, মুর্শিদাবাদ অঞ্চলের জঙ্গল কেটে যে নতুন কৃষিক্ষেত্র গড়েন
তার নাম কি?
উঃ দামান-ই-কোহ বা মুক্ত অঞ্চল।
530. হাম্টার কোন বিদ্রোহকে কৃষকদের স্বপক্ষে 'লাল প্রজাতন্ত্রী আন্দোলন বলেছেন?
উঃ তিতুমীরের আন্দোলনকে।
531. বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থে সন্ন্যাসী বিদ্রোহের কথা আছে?
উঃ 'দেবী চৌধুরানী' উপন্যাসে।
532.নানাসাহেব কখন কোথায় নিজেকে পেশবা হিসেবে ঘােষণা করেন?
উঃ কানপুরে ১৮৫৭ খ্রীষ্টাব্দের বিদ্রোহের নেতৃত্বদান কালে।
533.১৮৫৭ খ্রীষ্টাব্দের বিদ্রোহের ঝটিকা-কেন্দ্র ছিল কোন কোন অঞ্চল?
উঃ অযােধ্যা, দিল্লী, কানপুর, লক্ষ্রী, রায়বেরিলী, ঝাঁসি, আরা প্রভৃতি।
534.ফরাজি কথাটির অর্থ কি?
উঃ ইসলামের পবিত্র আদর্শ বশ্যতামূলকভাবে পালন'।
535.কে ভারতে প্রথম ওয়াহাবি মত প্রচার করেন?
উঃ দিল্লীর মুসলিম সন্ত শাহ ওয়ালি-উল্লাহ ও তাঁর পুত্র আবদুল আজিজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন