চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

প্রাচীন যুগের ইতিহাসের 101 টি প্রশ্ন-উত্তর

প্রাচীন যুগের ইতিহাস - Part -1

চাকরির দিশা  সকলকে জানাই স্বাগতম। আজ ইতিহাসের গুরুত্বপূর্ণ 100 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই 100 টি প্রশ্ন- উত্তর মনোযোগ সহকারে পড়ুন। কারণ যেকোন পরীক্ষাতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। 


Ancient Indian History


1.কোন গ্রন্থটিকে ভারতবর্ষের প্রথম ইতিহাসের মর্যাদা দেওয়া হয়?
উঃ রাজতরঙ্গিনী।
2. রাজতরঙ্গিনীর লেখক কে?
উঃ কলহন।
3. রাজতরঙ্গিনীতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে?
উঃ প্রাচীন কাশ্মীর রাজ্যের ইতিহাস।
4. কে অশােকের লিপির পাঠোদ্ধার করেন?
উঃ জেম্স প্রিন্সেপ।
5. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উঃ সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ।
6. আইহােল প্রশস্তি কে রচনা করেন?
উঃ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি।
7. এলাহাবাদ প্রশস্তিতে কার কীর্তি-কাহিনী বর্ণিত হয়েছে?
উঃ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের।
8. আইহােল প্রশস্তিতে কার কীর্তি-কাহিনী বর্ণিত হয়েছে?
উঃ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর।
9. হাতিগুম্ফা লিপিতে কার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে?
উঃ কলিঙ্গরাজ খারবে লের।
10. জুনাগড় শিলালিপিতে কার কীর্তি-কাহিনী বর্ণিত হয়েছে?
উঃ শকরাজ রুদ্রদামনের।
11. অর্থশাস্ত্র কে রচনা করেন?
উঃ কৌটিল্য (চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী)
12. 'হর্ষচরিত কে রচনা করেন?
উঃ হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট।
13.  'রামচরিতে'র রচয়িতা কে?
উঃ সন্ধ্যাকর নন্দী।
14. বিক্রমান্কদেব চরিতের রচয়িতা কে?
উঃ কবি বিহুন।
15.  'তহকিক-ই-হিন্দ' কে রচনা করেন?
উঃ আরব লেখক আলবিরুনী।
16. ইণ্ডিকা গ্রন্থের রচয়িতা কে?
উঃ মেগাস্থিনিস (চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রীকদূত)।
17.  নাসিক শিলালিপিতে কার কীর্তি-কাহিনী বর্ণিত হয়েছে? 
উঃ গৌতমীপুত্র সাতক্ণীর (সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা)
18.কলহন রচিত গ্রন্থের নাম কি? এর থেকে কোন্ দেশের ইতিহাস জানা যায়?
উঃ রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস।
19. সন্ধ্যাকর নন্দী কে ছিলেন?
উঃ রামচরিত গ্রন্থের রচয়িতা।
20. কে মহেঞ্জোদারে য় ভারতের প্রাচীনতম সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন?
উঃ প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
21. কে হরপ্পায় ভারতের প্রাচীনতম সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন?
উঃ দয়ারাম সাহানী।
22. হরপ্পা সভ্যতা কি ধরনের সভ্যতা?
উঃ নগর-কেন্দ্রিক সভ্যতা।
23.  হরপ্পা সভ্যতায় কোন্ ধাতুটির প্রচলন ছিল না?
উঃ লােহা।
24.   কবে ইরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়?
উঃ ১৯২২
25.হরপ্পা কোথায় ?
উঃ পশ্চিম পাঞ্জাবের রাভি নদীর তীরে (বর্তমানে অঞ্চলটি পাকিস্তানে)।
26. মহেঞ্জোদারাে কোথায়?
উঃ সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।
27.  হরপ্পা সভ্যতার নগরগুলির প্রধান শিল্প কি ছিল?
উঃ বস্ত্রবয়ন।
28. বেদকে 'শ্রুতি বলা হয় কেন?
উঃ আক্ষরিক অর্থে বেদ লিখিত হওয়ার বহু আগে থেকেই বেদ মুখে মুখে উচ্চারিত হতে এইজন্য বেদের অপর নাম শ্রুতি।
29. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি?
উঃ ঋকবেদ।
30. আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
উঃ ঋকবেদ।
31. বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কিরূপ ছিল?
উঃ পিতৃতান্ত্রিক।
32. বৈদিকে যুগের গণপরিষদের নাম কি ছিল?
উঃ 'সভা ও সমিতি।
33.  প্রাচীন আর্যদের সমাজে গ্রাম প্রধানকে কি বলা হত?
উঃ 'গ্রামনী।
34. উপনিষদ কি?
উঃ বেদের শেষভাগ বা বেদান্তকে 'উপনিষদ বলে।
35.  আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম লেখ।
উঃ নিদ্ক' ও মনা'।
36.আর্যদের ধর্মাচরণের পথ কি ছিল?
উঃ যক্ত।
37.বেদ' শব্দের অর্থ কি?
উঃ জ্ঞান।
38. বেদ-এর অপর নাম কি?
উঃ শ্রুতি ।
39.  ঋক্বেদের যুগে জনের কর্তা কে ছিলেন?
উঃ গােপ।
40.পরবর্তী বৈদিক যুগে আর্য সভ্যতার প্রধান কেন্দ্র কোন অঞ্চলে ছিল?
উঃ গঙ্গা-যমুনা উপত্যকা।
41. 'তীর্থঙ্কর কাদের বলা হয়?
উঃ জৈন ধর্মের প্রচারকদের।
42 জৈনদের প্রথম তীর্থঙ্কর কে?
উঃ ঋষভনাথ।
43.জৈনদের শেষ তীর্থঙ্কর কে?
উঃ বর্ধমান মহাবীর (২৪তম তীর্থঙ্কর)।
44.জৈনদের তেইশতম তীর্থঙ্কর কে?
উঃ পার্শ্বনাথ।
45.কতজন তীর্থঙ্কর ছিলেন?
উঃ চক্বিশ জন।
46.জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
উঃ 'দ্বাদশ অঙ্গ।
47.মহাবীর কোথায় দেহত্যাগ করেন?
উঃ বিহারের পাবা নামক স্থানে।


48. গৌতমবুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে।
49.গৌতমবুদ্ধের দেহত্যাগকে কি বলা হয়?
উঃ 'মহাভিনিদ্রমণ।
50.গৌতমবুদ্ধের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয়?
উঃ 'ধর্মচক্রপ্রবর্তন।
51. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
উঃ ত্রিপিটক (বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক)।
52.'ত্রিপিটক কোন ভাষায় লেখা?
উঃ পালি ভাষায়।
53. কার তত্ত্বাবধানে 'ত্রিপিটক' রচিত হয়?
উঃ বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপের।
54.  বুদ্ধের পূর্ব-জন্মের কার্যাবলী যে গ্র্থে সঙ্কলিত হয়েছে তার নাম কি
উঃ জাতক।
55. বৌদ্ধগণ কোন দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত হয়ে যান?
উঃ মহাযান ও হীনযান।
56. জৈনগণ কোন দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত হয়ে যান?
উঃ শ্বেতাম্বর ও দিগম্বর।
57. গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেছিলেন?
উঃ বুদ্ধগয়ায়।
58. জৈনদের একজন প্রধান প্রচারকের নাম লেখ।
উঃ বর্ধমান মহাবীর।
59. পার্শ্বনাথ কে ছিলেন?
উঃ জৈনদের তেইশতম তীর্থঙ্কর।
60.  জৈনধর্মের প্রবর্তক কে ছিলেন?
উঃ বর্ধমান মহাবীর।
61.আজীবিক ধর্মের প্রবক্তা কে ছিলেন?
উঃ গােপাল মংখলিপুত্ত।
62. আজীবক ধর্মবিশ্বাস প্রধানত কিসের ওপর প্রতিষ্ঠিত ছিল?
উঃ নাস্তিকতাবাদের ওপর।
63. যে সকল বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধে র প্রচারিত আদি পথ অনুসরণ করেন তা হয়?
উঃ 'থেরবদ' বা থেরবাদী।
64. জৈনধর্মে ত্রিরত্ব' কি?
উঃ সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ।

65.মগধ' কোথায় অবস্থিত ছিল?
উঃ দক্ষিণ বিহারে।
66.বিম্বিসার কোন বংশীয় রাজা ছিলেন?
উঃ হর্যঙ্ক বংশীয় রাজা।
67. শ্রেনিক' উপাধি ছিল কার?
উঃ বিম্বিসারের।
68. অজাতশত্রুর কি উপাধি ছিল?
উঃ 'কুনিক'।
69.পাটলিপুত্র' নগরী কে স্থাপন করেন?
উঃ উদয়ী।
70. হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ বিম্বিসার।
71.নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মহাপদ্ম নন্দ।
72.শৈশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে१
উঃ শিশুনাগ।
73.ধননন্দ কে ছিলেন?
উঃ নন্দবংশের শেষ রাজা।
74. মৌর্যবংশ কে প্রতিষ্ঠা করেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
75. চন্দ্রগুপ্ত মৌর্য কখন সিংহাসনে বসেন?
উঃ ৩২৪ খ্রীষ্ট পূর্বাব্দে।
76. অশােক কত খ্রীষ্টাব্দে সিংহাসনে বসেন?
উঃ ২৭৩ খ্রীষ্ট পূর্বাব্দে।
77. কোন বছর অশােকের রাজ্যাভিষেক হয়?
উঃ খ্রীষ্টপূর্ব ২৬৯ অব্দে।
78.  চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কান গ্রীকদূত এদেশে আসেন?
উঃ মেগাস্থিনিস।
79.  মেগাস্থিনিস কার দূতরূপে ভারতে এসেছিলেন?
উঃ গ্রীকরাজ সেলুকাসের।
80.কোন্ মৌর্যরাজা অমিত্রঘাত' উপাধি নেন?
উঃ বিন্দুসার।
81. কে প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন?
উঃ মৌর্য সম্রাট অশােক।
82. মৌর্য বংশের শেষ সম্রাট কে?
উঃ বৃহদ্রথ।
83.অশােকের রাজধানী কোথায় ছিল?
উঃ পারটলিপুত্রে।
84. আলেকজাগুডার কবে ভারত আক্রমণ করেন?
উঃ ৩২৭ খ্রীষ্ট পূর্বাব্দে।
85.আলেকজাগুডার কোন দেশের রাজা ছিলেন?
উঃ গ্রীসের ম্যাসিডােনিয়ার রাজা।
87. আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সভ্রাট ছিলেন কে
উঃ ধননন্দ।
88. কোন ভারতীয় শাসক আলেকজাণ্ডারের কাছে প্রথম বশ্যতা স্বীকার করেছিলেন ?
উঃ তক্ষশিলার রাজা অম্ভি।
89. হিদাস্পিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ আলেকজাগুডার ও পুরুর মধ্য।
90.হিদাস্পিসের যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ৩২৬ খ্রীষ্ট পূর্বাব্দে।
91. চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করেন?
উঃ মহীশুরের শ্রাবণবেলগােলায়।
92. কোন মৌর্য সম্রাট দণ্ড-সমতা ও ব্যবহার-সমতা নীতি প্রবর্তন করেন?
উঃ মৌর্য সম্রাট অশােক।
93.  মেগাস্থিনিস কে ছিলেন?
উঃ মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রীক রাষ্ট্রদত, যিনি ইণ্ডিকা রচনা করেন ।
94. ভারতে কুষাণ শাসনের প্রতিষ্ঠাতা কে?
উঃ কুজলা কদফিসেস।
95.কোন গ্রীকরাজা বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন?
উঃ মিনান্দার।
96.  মিলিন্দ-পঞ্চহাে' কার রচনা?
উঃ বৌদ্ধভিক্ষু নাগসেনের।
97.  কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ কণিদ্ক।
98. কাকে "দ্বিতীয় অশােক বলা হয়?
উঃ কুষাণ সম্রাট কণিদ্ককে।
99.কুষাণরা কোন জাতির শাখা ?
উঃ ইউ-চি জাতির।
100.কণিষ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ পুরুষপুরে (বর্তমান পেশােয়ার)।
101. শকাব্দ কে প্রচলন করেন?
উঃ কণিঙ্ক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন