চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

WB Primary Tet 2020 Suggestion

WB Primary Tet 2020 Suggestion 

Child Psychology (শিশু মনস্তত্ত্ব ও  শিশু বিকাশ)

চাকরির দিশা থেকে সকলকে জানাই স্বাগত। এই সকল শিশু মনস্তত্ত্বের প্রশ্নোত্তরগুলি পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তাই মনোযোগ সহকারে এই প্রশ্ন- উত্তরগুলো পড়ে মুখস্থ করে নাও। 

1. শিক্ষণ মডেলের ভিত্তি  তৈরি করেন -
a. Jean Piaget
b. Robert Glaeer
c. Gorden
d. B.F.Skinner

2. শিখনের প্রথম ধাপ হল-
a. প্রেষণা
b. পঠন 
c. লিখন 
d. পাঠ্যসূচি শিখন। 

3. স্মৃতির স্তরে পরীক্ষার ব্যবহারকে বলে-
a. Essay Type Test
b. Objective Test
c. Oral Test
d. All the above

4. Maxims of Teaching - এর প্রাথমিক ধারনা দেন -
a. ডিউ
b. প্লেটো 
c. ফ্রয়েবল 
d.  স্পেনসর। 

5. Laboratory School প্রতিষ্ঠা করেন- 
a. কিলপ্যাট্রিক
b. গান্ধীজী
c. ডিউই
d.  রুশো ।

6. পরিবার হলো শিক্ষা অর্জনের-
a. প্রথাগত সংস্থা 
b. প্রথাবহির্ভূত সংস্থা 
c. কোন সংস্থা নয় 
d. ওপরের কোনোটিই নয় ।

7. শিশু অনিয়ন্ত্রিত শিক্ষার সর্বপ্রথম গ্রহণ করে- a. পরিবারের
b.  বিদ্যালয়ে
c.  প্রাকৃতিক পরিবেশে
d.  ক্লাবে। 

8. ঘুমের চাহিদা একটি -
a. দৈহিক চাহিদা 
b. মানসিক চাহিদা
c.  সামাজিক চাহিদা 
d. প্রাক্ষোভিক চাহিদা। 

9. আধুনিক শিক্ষা ব্যবস্থা হল-
a. চাকুরী কেন্দ্রিক 
b. শিক্ষক -শিক্ষিকা কেন্দ্রিক
c.  শিশু কেন্দ্রিক
d.  পাঠক্রম কেন্দ্রিক। 

10. মন্তেশ্বরী স্কুলে কোন ধরনের পাঠ্যপুস্তক ব্যবহার করা হয় না -
a. গতানুগতিক 
b. ধারাবাহিক 
c. পঠন কেন্দ্রিক
d.  কোনোটিই নয়। 

11. মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন -
a. রবীন্দ্রনাথ
b.  স্পেন্সার 
c. জওয়ান হার্বাট
d. রুশো ।

12. শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে-
a.  শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা 
b. শিক্ষা মনোবিদ্যা 
c. শিল্পাশ্রয়ী মনোবিদ্যা
d. শিশু মনোবিদ্যা। 

13. বাল শিক্ষালয় কোন শিক্ষার অঙ্গ-
a.  প্রাথমিক 
b. প্রাক -প্রাথমিক
c.  উচ্চ মাধ্যমিক 
d. মাধ্যমিক। 

14. সাধারণ উপাদান একটি-
a. একক ক্ষমতা 
b. সার্বজনীন ক্ষমতা
c.  দলগত ক্ষমতা
d. দৈহিক  ক্ষমতা। 

15. অন্তর্নিহিত শিখন এর অর্থ হল-
a.  স্পষ্ট শিখন 
b. লুকায়িত শিখন 
c. প্রতীয়মান শিখন 
d. পর্যবেক্ষণীয় শিখন ।

16. একাধিক কোন সামর্থের দ্বারা বুদ্ধি গঠিত- 
a. মৌলিক 
b. যৌগিক
c. অযৌগিক
d.  কোনোটিই নয়। 

17. থাস্টোনের প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্বের স্মৃতি সম্বন্ধীয় উপাদানকে সূচিত করা হয় -
a. M দ্বারা
b. N দ্বারা
c. S দ্বারা
d. V দ্বারা।

 18. থর্নডাইক যে প্রাণীর উপর তার পরীক্ষা পরিচালনা করেছিলেন সেটি হল-
a.  কুকুর
b.  বিড়াল 
c. ইঁদুর
d.  ভেড়া ।

19. থর্নডাইক পর্যবেক্ষণ করেছেন -
a. উচ্চাবস্থা
b.   মৌখিক শিখন 
c. অনুভূতিমূলক প্রক্রিয়া 
d. যান্ত্রিক শিখন। 

20. স্কিনারের পরীক্ষার জন্য যেটি বিশেষ প্রয়োজন সেটি হল-
a. কুকুর 
b. পায়রা
c. রড 
d. বাক্স। 

21. শিখনের শেষ উৎপাদন কী ?
 a. ব্যক্তিত্ব 
b. অনুভূতি 
c. চিন্তাভাবনা 
d. স্মৃতি। 

22. পুরষ্কার ও তিরস্কার এর উৎস হল-
a.  অন্তর্নিহিত অভিপ্রায়
b.  ভিন্নজাতীয়  অভিপ্রায়
c.  উপরের দুটি 
d. ভাষাগত অভিপ্রায়। 

23. স্কিনারের বাক্স ব্যবহারের কারণ-
a.  গতিশীল শিখন
b.  মৌখিক শিখন
c.  সমস্যা সমাধান শিখন 
d. আকস্মিক শিখন। 

24. ধারণা বিকাশ প্রধানত হল-
a.  বৈদিক বিকাশ 
b. শারীরিক বিকাশ
c.  সামাজিক বিকাশ 
d. প্রাক্ষোভিক বিকাশ। 

25. শিখনের শারীরবৃত্তীয় উপাদান গুলি হল 
a. স্বাস্থ্য 
b. বয়স শারীরিক
c.  অসুস্থতা বা প্রতিবন্ধকতা
d.  সবকটি। 

26. ডাইলেক্সিয়া প্রধানত নিম্নোক্ত ত্রুটির সঙ্গে যুক্ত -
a. কথা বলা 
b. কথা বলাও শ্রবণ করা
c.  শ্রাবণ করা
d. পঠন। 

27. চিন্তন হল প্রধানত 
a. একটি মানসিক ঘটনা 
b. একটি অনুভূতি মূলক আচরণ 
c. একটি জ্ঞানমূলক প্রক্রিয়া
d.  একটা সঞ্চালনমূলক প্রক্রিয়া। 

28. কোহেলবার্গ এর মতে, ন্যায়- অন্যায় বিচার সম্পর্কে চিন্তন প্রক্রিয়াকে বলা হয়- 
a.  নৈতিক বাস্তবতা
b. নৈতিক দ্বন্দ্ব 
c.  নৈতিক সহযোগিতা
d.  নৈতিক যুক্তি। 

29. ভাষার উপাদান এর সংখ্যা-
a.  চারটি 
b.ছয়টি 
 c. আটটি
d.  দশটি। 

30. অভিযোজন যে প্রক্রিয়া সমন্বয়-
a.  আত্তীকরণ ও সহযোজন 
b. সহযোজন ও শিখন
c. সাংগঠনিককরণ ও শিখন
 d.  কোনোটিই নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন