চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

রবিবার, ২৮ জুন, ২০২০

Ancient Indian History/প্রাচীন ভারতের ইতিহাস

Ancient Indian History GK In Bengali


প্রাচীন  ভারতের ইতিহাস-1



Indian History Questions Answers in Bengali 


চাকরির দিশা  সকলকে জানাই স্বাগতম। আজ ইতিহাসের গুরুত্বপূর্ণ 100 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই 100 টি প্রশ্ন- উত্তর মনোযোগ সহকারে পড়ুন। কারণ যেকোন পরীক্ষাতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়।


Indian History In Bengali


399. কে ফাসী ভাষায় রামায়ণ অনুবাদ করেন?
উঃ বাদায়ুনী।


400. জাহাঙ্গীরের দরবারে কে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন?
উঃ উইলিয়াম হকিন্স।


400. লন্ডনের ইস্ট ইণ্ডিয়া কোম্পানী' কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৬০০ খ্রীষ্টাব্দে।


401. কলিকাতা মহানগরীর প্রতিষ্ঠাকালে ভারতের সম্রাট ছিলেন কে?
উঃ ঔরঙ্গজেব।


402.শাইজাহানের শাসনকালে এদেশে এসেছেন এখন একজন বিদেশার নাম কর।
উঃ ফরাসী বনিক তাভার্নিয়ে।


403. মুঘল যুগে ভারতের সরকারী ভাষা ছিল কোনটি?
উঃ ফা্সীভাষা।


404. 'রামচরিত মানস কে রচনা করেন?
উঃ কবি তুলসীদাস।


405.চৈতন্য চরিতামৃত' কে রচনা করেন?
উঃ কৃষ্ণদাস কবিরাজ।


406.মুঘল যুগে হুগলী কি জন্য বিখ্যাত ছিল?
উঃ বিখ্যাত বন্দর হিসেবে।


407. কবিকঙ্কন চণ্ডী কার রচনা?
উঃ মুকুন্দরাম চক্রবর্তীর।


408. মঘল যুগে মারাঠা ভাষার উন্নাতিতে সাহায্য করেছেন এমন একজনের নাম কর।
উঃ একনাথ/তুকারাম।


409.আদিগ্রস্থ/গুরুগ্রন্থগ্রন্থসাহেব' কাদের ধর্মগ্রন্থ ?
উঃ শিখদের।


410.  ফতেপুর সিক্রীর সৌধগুলির নির্মাণ কে কবে আরম্ভ করেন?
উঃ মুঘল সম্রাট আকবর ১৫৭২ খ্রীষ্টাব্দে।


411.বুলান্দ দরওয়াজা কোথায় নির্মিত হয়, কি উদ্দেশ্যে ?
উঃ আকবর ফতেপুর সিক্রীতে গুজরাট জয়ের স্মরণে বুলান্দ দরওয়াজা নির্মাণ করেন।


412. ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেন?
উঃ বাহাদুর শাহ (শাহ আলম)।


413.নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?
উঃ ১৭৩৯ খ্রীষ্টাব্দে।


414.১৭৩৯ খ্রীষ্টাব্দে দিল্লীর সম্রাট কে ছিলেন?
উঃ মুহম্মদ শাহ।


415. বাহাদুর শাহ কবে সিংহাসনে বসেন?
উঃ ১৭০৭ খ্রীষ্টাব্দে।


416.মুঘল যুগে কারা সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিলেন?
উঃ সৈয়দ ছসেন আলি ও সৈয়দ হাসান আলি (পরে আবদুল্লা খান নামে পরিচিত।


417. সৈয়দ ভ্রাতৃদ্বয় কোন মুঘল সত্রাটকে হত্যা করেন?
উঃ সম্রাট ফাররুখশিয়ারকে।


418.বাংলার প্রথম নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে?
উঃ মুর্শিদকুলি খাঁ।


419. গােবিন্দ সিংহ কে ছিলেন?
উঃ শিখদের দশম গুরু বা শেষ গুরু।


420. শিখ ধর্মের দশম তথা শেষ গুরু কে?
উঃ গুরু গােবিন্দ সিংহ।


421.বান্দা বাহাদুর কে ছিলেন?
উঃ শুরু গােবিন্দ সিংহের প্রধান অনুচর ।


422. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৭৬১ খ্রীষ্টাব্দে।


423. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে।


424. পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মারাঠা পেশােয়া ছিলেন কে?
উঃ বালাজী বাজীরাও।


425.পানিপথের তৃতীয় যুদ্ধে কে জয়লাভ করেন?
উঃ আহম্মদ শাহ আবদালী।


426. ১৭৩৯ খ্রীষ্টাব্দে কে ভারত আক্রমণ করেন?
উঃ নাদির শাহ।


427.আলবুকার্ক কে ছিলেন?
উঃ ভারতে পর্তুগীজ ঘাঁটির গভর্নর।


428.প্রথম পেশােয়ার নাম কি?
উঃ বালাজী বিশ্বনাথ।


429. দ্বিতীয় পেশােয়ার নাম কি?
উঃ প্রথম বাজীরাও।


430.তৃতীয় পেশােয়ার নাম কি?
উঃ বালাজী বাজীরাও।


431.হায়দ্রাবাদে স্বাধীন রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উঃ নিজাম-উল-মূলক।


433. কাকে 'মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়?

উঃ পেশােয়া প্রথম বাজীরাওকে।


434.দক্ষিণ ভারতে ইঙ্গ-ফরাসী যুদ্ধ কি যুদ্ধ নামে খ্যাত?
উঃ কর্ণাটকের যুদ্ধ।


435.বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়?
উঃ ইংরেজ সেনাপতি স্যার আয়ার কুট ও ফরাসী সেনাপতি লালীর মধ্যে।


436. বন্দিবাসের যুদ্ধ কবে হয়?
উঃ ১৭৬০ খ্রীষ্টাব্দে।


437.সদাশিব রাও কে ছিলেন?
উঃ পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা সেনাপতি।


438. ভাস্কো-ডা-গামা কোন বছর ভারতে এসেছিলেন?
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দে কালিকট বন্দরে এসেছিলেন।


439.প্রথম কর্ণাটকের যুদ্ধ কত খ্রীষ্টাব্দে শুরু হয়?
উঃ ১৭৪৬ খ্রীষ্টাব্দে।


440.কোন মুঘল সম্রাট ব্রিটিশ কোম্পানীকে দস্তক' দেন?
উঃ সম্রাট ফাররুখশিয়ার (১৭১৭ খ্রীষ্টাব্দে)।


441.আলিনগরের সন্ধি কত খ্রীষ্টাব্দ এবং কাদের মধ্যে হয়েছিল?
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে।


442.কবে পলাশীর যুদ্ধ হয়েছিল?
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে।


443. বিদরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে ১৭৫৯ খ্রীষ্টাব্দে।


444.বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়?
উঃ ১৭৬৪ খ্রীষ্টাব্দে।


445.বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ মীরকাশিম, অযােধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট শাহ আলমের সম্মিলিত  বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর।


446.ইস্ট ইণ্ডিয়া কোম্পানী কত খ্রীষ্টাব্দে দেওয়ানি লাভ করে?
উঃ ১৭৬৫ খ্রীষ্টাব্দে।


447.কোন মুঘল সম্রাট ইস্ট ইণ্ডয়া কোম্পানীকে দেওয়ানি দান করেন?
উঃ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ্ আলম।


448. কোন চুক্তি দ্বারা কোম্পানী দেওয়ানি লাভ করে?
উঃ এলাহাবাদের চুক্তি।


449.কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে বাংলার রাজধানী স্থানান্তরিত করেন?
উঃ বাংলার নবাব মীরকাশিম।


450. পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
উঃ রবার্ট ক্লাইভ।


One liner Indian History GK In Bengali



451.পলাশীর যুদ্ধে সিরাজউদদৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?
উঃ মীরজাফর।


452.দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ক্লাইভ।


453. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল?
উঃ বাংলা ১১৭৬ সনে (১৭৭০ খ্রীষ্টাব্দে)।


454. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে?
উঃ ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-৮৫)।


455.ছিয়াক্তরের মন্বন্তরের সময় বাংলার নবাব ছিলেন কে?
উঃ নজবউদদৌলা।


456.কাকে ভারতের মেকিয়াভেলি' বলা হয়?
উঃ নানা ফড়নবিশকে।


457.কাদের মধ্যে সলবাই-এর সন্ধি হয়েছিল?
উঃ মারাঠা ও ইংরেজদের মধ্যে।


458. কবে সলবাই-এর সন্ধি হয়েছিল ?
উঃ ১৭৮২ খ্রীষ্টাব্দে।


459.কাদের মধ্যে পুরন্দরের চুক্তি (১৭৭৬ খ্রীঃ) স্বাক্ষরিত হয়?
উঃ মারাঠা ও ইংরেজ কোম্পানীর মধ্যে।


460.কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
উঃ লর্ড ওয়েলেসলি।


461. কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?
উঃ হায়দ্রাবাদের নিজাম।


462.পেশােয়া কোন চুক্তির দ্বারা 'অধীনতামূলক মিত্রতা' স্বীকার করেন?
উঃ ১৮০২ খ্রীষ্টাব্দের বেসিনের সন্ধির দ্বারা।


463. বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ ১৮০২ খ্রীষ্টাব্দে পেশােয়া দ্বিতীয় বাজীরাও ও ইংরেজ কোম্পানীর মধ্যে।


464. মারাঠাদের শেষ পেশােয়া কে?
উঃ দ্বিতীয় বাজীরাও।


465. চিলিয়ানওয়ালায় (১৮৪৯ খ্রীঃ) ডালহৌসীর শত্রুপক্ষ কে ছিল?
উঃ শিখ শক্তি।


466.ম্যাঙ্গালােরের সন্ধি কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উঃ ১৭৮৪ খ্রীষ্টাব্দে।


467.ম্যাঙ্গালােরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ মহীশূরের টিপু সুলতান ও ইংরেজ কোম্পানীর মধ্যে।


468.কর্ণওয়ালিস কোড বলতে কি বােঝায়?
উঃ কর্ণওয়ালিস প্রবর্তিত শাসন ও বিচার বিভাগীয় সংস্কারগুলি সংকলিত হয়ে কর্ণওয়ালিস কোড নামে পরিচিত হয়।


469. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?
উঃ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে (১৭৯৯ খ্রীঃ)।


470. অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ১৮০৯ খ্রীষ্টাব্দে।


471.  স্বত্ববিলােপ নীতি কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ডালইৌসী।


472.কে চিরস্থায়ী বন্দোবস্তু' প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস।


473. কত খ্রীষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত' প্রবর্তিত হয়?
উঃ ১৭৯৩ খ্রীষ্টাব্দে।


474.অমৃতসরের সন্ধি (১৮০৯) কাদের মধ্যে হয়েছিল?
উঃ রঞ্জিৎ সিং ও ইংরেজ কোম্পানীর মধ্যে, তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো।


475. সগৌলির সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ ১৮১৬ খ্রীষ্টাব্দে ইংরেজ কোম্পানী ও নেপালের মধ্যে।


476. কোন সন্ধির দ্বারা তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ' শেষ হয়?
উঃ শ্রীরঙ্গপত্তমের সদ্ধি দ্বারা।


477. কার শাসনকালে সিন্ধুদেশ ব্রিটিশ শাসনভুক্ত হয়?
উঃ লর্ড এলেনবরার শাসনকালে।


478.কর্নেল রীড ও মনরাে প্রভৃতি কোম্পানীর কর্মচারীরা মাদ্রাজ অঞ্চলে কোন্ ভূমি-রাজস্ব বন্দোবস্ত চালু করেন?
উঃ রায়তওয়ারী বন্দোবস্ত


479.কোন প্রথা অনুসারে গােটা গ্রাম ধরে রাজস্ব ধার্য করা হয়?
উঃ মহালওয়ারী ব্যবস্থা অনুসারে।


480.এশিয়াটিক সােসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
উঃ স্যার উইলিয়াম জোনস্।


481.কত খ্ত্ষ্টাব্দে এশিয়াটিক সােসাইটি' প্রতিষ্ঠিত হয়?
উ: 1784


482.কত খ্রীষ্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।


483.কলিকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।


484.কে কবে স্কুল বুক সােসাইটি প্রতিষ্ঠা করেন?
উঃ ডেভিড হেয়ার, ১৮১৭ খ্রীষ্টাব্দে।


485. কে কবে কলকাতা মাদ্রাসা' স্থাপন করেন?
উঃ ওয়ারেন হেস্টিংস, ১৭৮১ খ্রীষ্টাব্দে।


486.কে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ উইলিয়াম কেরী (মার্শম্যান ও ওয়ার্ডের সহযােগিতায়)।


487.কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ লর্ড ওয়েলেসলি।


488. লর্ড মেকলে পাশ্চাত্য শিক্ষার স্বপক্ষে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিল্কের কাছে স্মারকপত্র দেন তাকে কি বলা হয়?
উঃ মেকলের মিনিট।


489.হিন্দু কলেজের বর্তমান নাম কি?
উঃ প্রেসিডেন্সী কলেজ।


490.আলেকজাগ্ডার ডাফ যে কলেজটি প্রতিষ্ঠা করেন সেটির নাম কি?
উঃ জেনারেল অ্যাসেমর্লিজ ইনস্টিটিউশন (বর্তমানে স্কটিশ চার্চেস কলেজ)।


491.কোন বড়লাটের সময় কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সময়।


492. কলিকাতা মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়?
উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দে।


493. উড সাহেবের প্রতিবেদন বা নির্দেশনামা কবে ঘােষিত হয়?
উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দে।


494.বাঙলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি?
উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে ঈশ্বর গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর।


495.আত্মীয় সভা' কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমােহন রায়।


496.কে কবে 'ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমােহন রায়, ১৮২৮ খ্রীষ্টাব্দে।


497.কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমােহন রায়।


498.ডিরােজিও কে ছিলেন?
উঃ হিন্দু কলেজের আংলাে-ইণ্ডিয়ান অধ্যাপক ।


499.ইয়ংবেঙ্গল কাদের বলা হত?
উঃ ডিরােজিওর ছাত্র ও অনুগামীদের।


500.কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।


501.ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়েছে?
উঃ রাজা রামমােহন রায়কে।


502.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত যে কোন একটি পুস্তকের নাম লেখ।
উঃ কথামালা/ বর্ণপরিচয়।


503.কাকে ঐতিহ্য ও আধুনিকার যােগসূত্র' বলে অভিহিত করা হয়?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।


504. রবীন্দ্রনাথ কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।


505.বাঙলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে উইলিয়াম কেরী সম্পাদিত সমাচার দর্পণ।


506.বিধবা বিবাহ আইন কোন বছর কার্যকরী হয়?
উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দে।


507.আইন করে কে বিধবা বিবাহ প্রচলন করেন?
উঃ লর্ড ডালহৌসী বিধবা বিবাহ আইন প্রনয়ন করেন, কিন্তু ঐ আইনে বিধিবদ্ধ করেন লর্ড ক্যানিং (১৮ ৫৬)।


508. কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?
উঃ ১৮৫৭ খ্রীষ্টাব্দের ২৪শে জানুয়ারী।


508. চার্লস উড় কে ছিলেন?
উঃ বাের্ড অব কনট্রোলের সভাপতি।


509.কোন বছর কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়?
উঃ ১৮২৪ খ্রীষ্টাব্দে।


510.কোন সালে সতীদাহ প্রথার অবসান ঘটেছিল?
উঃ ১৮২৯ খ্রীষ্টাব্দে সপ্তদশ বিধি নামে এক আইন দ্বারা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন