চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

রবিবার, ২৮ জুন, ২০২০

General Science Questions With Answers In Bengali/সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর

Science GK In Bengali

 জেনারেল সাইন্সের গুরুত্বপূর্ণ 100 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই 100 টি প্রশ্ন- উত্তর মনোযোগ সহকারে পড়ুন। কারণ যে কোন চাকরির পরীক্ষাতে জেনারেল সাইন্স  একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

General  Science

General Science Questions and Answers for competitive exams PDF


জেনারেল সাইন্সের প্রশ্নোত্তর



101.অ্যান্টিসেপটিক হিসাবে ক্ষত চিকিৎসায়
কী ব্যবহার করা হয় - আয়ােডােফর্ম।

102. পলিহাইড্রিক অ্যালকোহল কী ? গ্লিসারল।

103.  ওয়াটার গ্যাসের উপাদান কী-CO+H2

104.ইথাইল অ্যালকোহলকে পানের অযােগ্য
করার জন্য অর্থাৎ, মেথিলেটেড স্পিরিট তৈরি
মিথাইল করতে কী ব্যবহার করা হয়- অ্যালকোহল।

105. শীতপ্রধান অঞ্চলে গাড়ির রেডিয়েটারের
জল যাতে বরফ হয়ে না যায় তার জন্য অ্যান্টিফ্রিজ
হিসাবে কী ব্যবহার করা হয়.  - মিথাইল  অ্যালকোহল।

106. চিনি বা, ফলের রস থেকে মদ বা, সুরা
তৈরি করার জন্য কোন ছত্রাক ব্যবহার করা হয় -ইস্ট।

107.কোন অ্যাসিড তার জলীয় দ্রবণে প্রিজমের
মতাে কেলাস উৎপন্ন করে অক্সালিক অ্যাসিড

108. কাপড়ের মরিচার দাগ ও লােহার দাগ
তােলার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়-
অক্সালিক।

109.হিমায়ক হিসাবে কী ব্যবহৃত হয়
মিথাইল অ্যামিন।

110.'পিচ'এর প্রধান উপাদান কী -কার্বন।

111. পশম ও রেশমের কাপড় ড্রাই ওয়াস করার
জন্য কী ব্যবহৃত হয় - বেঞ্জিন।

112.  ওয়েল অফ মিরাবেন 
কাকে বলে নাইট্রোবেঞ্জিন।

113. আগে সস্তা সাবান প্রস্তুতিতে গন্ধ দ্রব্য হিসাবে ব্যবহার করা হত, কিন্তু বর্তমানে বিষাক্ত বলে করা হয় না, দ্রব্যটির নাম কী -নাইট্রোবেঞ্জিন।

114. নীল ও বিভিন্ন পাকা রং প্রস্তুতিতে প্রচুর
পরিমাণে কী ব্যবহৃত হয় - অ্যানিলিন।

115.তেজস্ক্রিয় পদার্থের খনিতে কোন গ্যাস
পাওয়া যায় হিলিয়াম।

116. পিতল কোন ধাতুদ্বয়ের সংকর-Cu+Zn

117. 'ব্রঞ্জ এই সংকর ধাতুর মধ্যে কোন ধাতুর
পরিমাণ বেশি থাকে।

118. 

119. উচ্চ উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করতে কোন ধাতু ব্যবহৃত হয়- সােডিয়াম।

120. আকরিকদের মধ্যে জিঙ্ক (Zn) এর মূল 
আকরিক কী - জিঙ্ক ব্লেন্ড।

121. পিগ আয়রণ, রট আয়রণ ও স্টাল এদের
মধ্যে মূল পার্থক্য কী - কার্বনের পরিমাণের।

122.স্টীলের মধ্যে কার্বনের পরিমাণ বেশি
থাকলে কী হয়-শক্ত হয় ।

123.  কপার ধাতুর নিষ্কাসনে অ্যানােড কাদা বলতে কোন মৌলকে বােঝায় ম্যাগনেসিয়াম + অ্যালুমিনিয়াম।
সােডিয়াম ।

124. উদ্ভিদের মধ্যে কোন ধাতু বেশি পরিমাণে
পাওয়া যায় - K

125. মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় এর
সংখ্যা কত -7.


Science GK Questions Answers In Bengali


126. ত্রি-মাত্রিক গঠন বিন্যাস রয়েছে - -হীরক, কার্বরানেডাম, সিলিকা।

127.  সবচেয়ে কম তড়িৎঋণাত্মক মৌল কী -
নাইট্রোজেন।

128. বেলুনে হাইড্রোজেন অপেক্ষা হিলিয়াম ব্যবহার করা হয় যদিও হাইড্রোজেন, হিলিয়াম থেকে হাল্কা কেন?   রাসায়নিকভাবে হিলিয়াম নিস্ক্রিয়।

129. লাইনোলেইক অ্যাসিড কোথায় পাওয়া যায় - সােয়াবিন তেল।

130. কীসের মধ্যে হাইড্রোজেন বন্ধন নেই -
হাইড্রোক্লোরিক অ্যাসিড।

131. অর্ধপরিবাহী হিসাবে কোন মৌল ব্যবহৃত
হয় - সিলিকন।

132.  কৃত্রিম তত্তু (Natural fibre) কী -
সেলুলােজ।

133. পরীক্ষাগারে কোন মূলক সনাক্ত করতে
ফ্লেমটেষ্ট করা হয় - ধাতব মূলক।

134.লালারসের কার্বোহাইড্রেট বিশ্লিষ্টকারী উৎসেচক কোনটি?  স্যালিভারী অ্যামাইলেজ বা, টায়ালিন।

135.জলের সঙ্গে লবণ মেশাল জলের কী পরিবর্তন হয় - হিমাঙ্ক কমে।

136. আলাের রঙ কীসের মাধ্যমে নির্ধারিত হয় ? -আলাের তরঙ্গ দৈর্ঘ্য।

137.কয়লার অসম্পূর্ণ দহনে কী সৃষ্টি হয় - কার্বন মনাে-অক্সাইড।

138. প্রােটিন অপুষ্টিজনিত রােগ কোনটি - কাওয়াশিয়কার।
140. পাতার কিনারায় যে ছিদ্রপথে শীতকালে জল বেরােয়, তাকে কী বলে? জলরন্ধ্র।

141.  

142.  পারদ বাষ্প হয় কত ডিগ্রি তাপমাত্রায়
630K (357° সেন্টিগ্রেড)।

143. ইলেকট্রোম্যাগনেট হিসাবে সাধারণত কোন
 ধাতু ব্যবহৃত হয় ?- লােহা

144. মাছ কোথা থেকে নিঃশ্বাস-প্রশ্বাস নেয় -ফুলকা।

145.   রাফাইডস নামক ধাতব কেলাসিত পদার্থ কোন গাছের পাতার বৃত্তের কোশে দেখা যায়- কচুরিপানা।

146.  লেবু বা, বেল গাছের কাঁটা আসলে কী
পাতা।

147.. একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের গড় ওজন
প্রায় ১.৩৬ কেজি।

148.চুন জলে কী থাকে - ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।

149. কাচের টুকরাে কীসে ডােবালে অদৃশ্য হয় -গ্লিসারিনে।

General Science In Bengali



150. ডাটুরিন কোন গাছের উপক্ষার-সিক্কোনা।

151. ইলেক্ট্রিক বাল্ব ভেঙে গেলে শব্দ বা আওয়াজ হয় কেন -  বাল্বের ভেতরের আংশিক শূন্যস্থানে সবেগে বাতাস ঢােকে বলে।

152. মানুষের মুখমন্ডলে অস্থির সংখ্যা কটি - 14 টি।

153.প্রতিবর্ত ক্রিয়া' কথাটি সর্বপ্রথম প্রবর্তন কে করেন - বিজ্ঞানী শেরিংটন।

154. পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়. - B5

155. পরিব্যক্তিবাদের প্রবক্তা কে -  দ্য ভ্রিস।

156.  শিরার রক্ত কালচে লাল রঙের হওয়ার কারণ
কী - রক্তে হিমােগ্লোবিন বিজারিত অবস্থায় থাকে।

157। অন্তঃকর্ণে অর্ধবৃত্তাকার নালীর সংখ্যা কটি
-  3 টি ।

158. ই-মেল শব্দের ই বলতে কী বােঝানাে হয়।
-ইলেক্ট্রনিক।

159. মাকড়সার শ্বাসযন্ত্র কোনটি - বুকলাঙ্স।

160. ফসফরাসকে খােলা জায়গায় রাখলে কী হবে
আগুন জ্বলে উঠবে।

161.  দুধ টক না হলেও, দই টক হওয়ার কারণ
কা-দুধের অন্তর্গত ল্যাক্টোজ, ল্যাক্টিক অ্যাসিডে
পরিবর্তিত হয়।


162. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে - ভিটামিন 'ডি।

163.  এক কোশি প্রাণী ইউগ্লিনার দেহে কী ধরনের পুষ্টি দেখা যায় - মৃতজীবী।

164. পদার্থের চতুর্থ অবস্থার নাম কী- প্লাজমা।

165. দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন - অবতল দর্পণ।

166.  একটি বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে নাইট্রোজেন।

167.  হাইগ্রোমিটার কীসের পরিমাপক যন্ত্র হিসাবে ব্যবহৃত হয় - আপেক্ষিক আর্দ্রতা।

168.  জাহাজের গতিবেগ পরিমাপের একক কী ? নট (Knot)।

169. সাদা কয়লা' কাকে বলে- জলবিদ্যুৎ।

170.  আপেক্ষিকতাবাদের জনক কে. -  আলবার্ট আইনস্টাইন।

171. প্রাথমিক রঙগুলি কী কী  ?  লাল, নীল,  সবুজ।


172. 'ফুলস গােল্ড কাকে বলে ? আয়রন পাইরাইটিসকে।
173.  'লাভ অ্যাপেল' কী -টমেটো।

174. . সােনা' কোন তরলে দ্রবীভূত হয় -৩ ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ১ ভাগ নাইট্রিক
অ্যাসিডের মিশ্রণে।

175. ফসফেট সার তৈরিতে কোন অ্যাসিড লাগে
সালফিউরিক অ্যাসিড।


জেনারেল সাইন্সের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর




176.. আইভরি ব্ল্যাক' কী থেকে উৎপাদিত হয় ? হাড়ের অঙ্গার।

177. ট্রাকোমা রােগ মানুষের কোন অঙ্গে হয় ? চোখে।
178. তরল পদার্থের মধ্যে কোনটি তাপের সর্বাধিক পরিবাহী - পারদ।

179.  'পােস্ট-অফিস বক্স' দিয়ে কী মাপা হয় ? রােধ।
180 উদ্ভিদের কোন কলায সালােক সংে হয়? - 
পত্রের মেসােফিল কলায়।

181. কোন কোশে সালােকসংগ্লেষ হয়
ক্লারােপাস্টযুক্ত কোশে।

182. ফল পাকলে কোন প্লাসটিড কিসে পরিণত
হয় - ক্লোরােগ্নাস্ট, ক্রোমােগ্নাস্টে।

183. তেজস্ক্রিয় রশ্মির মধ্যে সবচেয়ে
ক্ষতিকারক কোনটি - y রশ্মি।


184. কোন শ্রেণির রক্তকণিকায় অ্যান্টিজেন থাকে না - 'O' শ্রেণির।

185.  কোন শ্রেণির রক্তরসে কোনাে অ্যান্টিবডি থাকে না - AB শ্রেণির ।

186.  রক্তের সার্বজনীন দাতা কোন শ্রেণিকে বলা হয় - 'O' শ্রেণিভুক্ত ব্যক্তিকে।

187. রক্তের সার্বজনীন গ্রহিতা কোন শ্রেণিকে বলা হয় - 'AB' শ্রেণিভুক্ত ব্যক্তিকে।

188. পুরুষদের হৃদপিন্ডের গড় ওজন কত 3০০ গ্রাম 

189.  প্রােটিন বিকল্প খাদ্য কাকে বলে-  কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে।

190. মানুষের রক্তে শ্বেত রক্তকণিকা ও লােহিত
রক্তকণিকার অনুপাত কত? 1: 700

191.অ্যামােনিয়ার সংকেত কী?
উঃ NH3।

192. রক্তের চাপ মাপা হয় কোন্ যন্ত্রে ?
উঃ স্ফিগমােম্যানােমিটার।

193. মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে ?
উঃ হিমােগ্লোবিন।

194. উদ্ভিদের সালােকসংশ্লেষ প্রক্রিয়া কী গঠন করে ?
উঃ শর্করা।

195. ‘চিকিৎসা শাস্ত্রের জনক' আখ্যা দেওয়া হয় কাকে?
উঃ হিপােক্রেটাসকে।

196. কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেন?
উঃ জে. জে. টমসন।।

197. প্রাণীগুলির মধ্যে কার দেহে রক্ত নেই অথচ শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে ?
উঃ হাইড্রা।

198. কোনটি প্রােটিন হিসেবে মানবদেহে থাকে ?
উঃ হিমােগ্লোবিন।

199. কোন গ্যাসটি ব্যাকটিরিয়া ধ্বংস করে থাকে ?
উঃ ক্লোরিন।

200 ‘অয়েল অব ভিট্রিয়াল' কোন্ অ্যাসিডকে বলা হয় ?
উঃ সালফিউরিক অ্যাসিড।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন