ভারতে ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয়গন
1. বাংলায় দ্বৈত শাসনের প্রতিষ্ঠা করেন -লর্ড ক্লাইভ।
2. 1770 খ্রিস্টাব্দে কাটিয়ার সময় বাংলায় দুর্ভিক্ষ বা মন্মন্তর ঘটে।
3. ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান।
4. বাংলার শেষ গভর্নর হলেন ওয়ারেন হেস্টিংস।
5. ব্রিটিশ শাসিত ভারতে মোট 13 জন গভর্নর জেনারেল ছিলেন (1773 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে )
6. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন পাশ হয়।
7. রেগুলেটিং আইন -এ বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়।
8. বাংলার প্রথম গভর্নর জেনারেল- ওয়ারেন হেস্টিংস।
9. কলকাতায় সুপ্রিম কোর্ট গঠিত হয় 1774 খ্রিস্টাব্দে।
10. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন -এলিজা কইম্পে।
11. 1780খ্রিস্টাব্দের জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন।
12. ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হল -বেঙ্গল গেজেট।
13. 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন।
14. 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন তৈরি হয়।
15. 1793 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়।
16. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।
17. ভারতবর্ষে পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।
18. 'কর্নওয়ালিস কোড' নামক আইনবিধি রচিত হয় 1793 খ্রিস্টাব্দে।
19. ভারতের সিভিল সার্ভিসের সূচনা করেন লর্ড কর্নওয়ালিস।
20. লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন।
21. অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম।
22.1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়।
23. 1809 খ্রিস্টাব্দে রণজিৎ সিংহের সঙ্গে লর্ড প্রথম মিন্টোর অমৃতসরের সন্ধি হয়।
24. 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন পাস হয়।
25. 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
26. 1829 থেকে 1835 খ্রিস্টাব্দে কর্নেল স্লিম্যানের নেতৃত্বে ঠগী দস্যুদের দমন করেন।
27. 1833 খ্রিস্টাব্দে চার্টার আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেল কে ভারতের গভর্নর জেনারেল বলে ঘোষণা করা হয়।
28. ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
29. লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি অনুসারে সাতারা, জয়পুর, সম্বলপুর ,বাঘাট, উদয়পুর নাগপুর, অধিগ্রহণ করে।
30. লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে অযোধ্যা দখল করে।
31. উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে প্রকাশ হয়।
32. বোম্বে থেকে থানে রেলপথ(1853 খ্রিস্টাব্দে), কলকাতা থেকে আগ্রা টেলিগ্রাফ লাইন, ডাক ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি ।
33. লর্ড ডালহৌসি সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেন।
34. লর্ড ডালহৌসি 1854 খ্রিস্টাব্দে পোস্ট অফিস আইন পাস করেন ।
35. পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD)নামে দপ্তর প্রতিষ্ঠা করেন লর্ড ডালহৌসি।
36. গঙ্গার খাল খনন করেন লর্ড ডালহৌসি।
37. 1855 থেকে1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ঘটে লর্ড ডালহৌসির আমলে।
38. 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ডালহৌসি।
39. 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় লর্ড ক্যানিং - এর আমলে।
40.1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ লর্ড ক্যানিং এর আমলে।
41. ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং।
42. সিপাহী বিদ্রোহের পরে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে যায়।
43. 1858 খ্রিস্টাব্দে বেটার গভারমেন্ট ফর ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে ভাইসরয় পদের সৃষ্টি হয়।
44. ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং।
45. মহারানীর ঘোষণাপত্র প্রকাশ হয় 1858 খ্রিস্টাব্দে।
46. ভারত শাসন আইন পাস হয় 1858 খ্রিস্টাব্দে।
47. নীল বিদ্রোহ হয় 1859 খ্রিস্টাব্দে ।
48. 1862 খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই, মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়।
49. ভারতে ইউরোপীয় টেলিগ্রাফ লাইন চালু হয় হাজার 1865 খ্রিস্টাব্দে।
50. ভারতের একমাত্র ইহুদি ভাইসরয় হলেন লর্ড মেয়ো।
51. লর্ড মেয়ো হলেন একমাত্র ভাইসরয় যিনি ভারতে মারা যান।
52. লর্ড লিটন 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন।
53. লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাস করেন।
54. সার্ভিসের বয়স 21 থেকে 19 করেন লিটন।
55. 'উজ্জল বিফলতা' বলা হয় লর্ড লিটনের কালকে।
56. 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন প্রথম ফ্যাক্টরি আইন পাস করেন
57. 1882 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন লর্ড রিপন ।
58. লর্ড রিপনের আমলে ভারতের প্রথম জনগণনা বা সেন্সাস শুরু হয় 1881 খ্রিস্টাব্দে।
59. 1882 খ্রিস্টাব্দে লর্ড লিটন স্থানীয় স্বায়ত্তশাসন প্রবর্তন করেন।
60. স্যার উইলিয়াম হান্টার এর প্রতিনিধিত্বে হান্টার কমিশন নিয়োগ করেন লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে।
British Govenor and viceroy
61. লর্ড রিপন কে বলা হয় স্বায়ত্তশাসন এর জনক।
62. লর্ড ডাফরিনের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে।
63. 1893 খ্রিস্টাব্দে ভারত ও আফগানিস্তানের সীমারেখা নির্ধারণের জন্য ডুরান্ড মিশনকে কাবুলে প্রেরণ করা হয়।
64. ভারতীয় মুদ্রা ও কারেন্সি নোট আইন পাস হয় লর্ড কার্জনের আমলে।
65. 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ও প্রাচীন মনুমেন্ট সংরক্ষণ আইন পাস হয়।
66. লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দে ইয়ং হাজবেন্ড মিশ্রণকে তিব্বতে পাঠান।
67. 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বাংলা কে বিভাজন করেন।
68. দ্বিতীয় মিন্টোর আমলে 1907 খ্রিস্টাব্দে সুরাট কংগ্রেসের অধিবেশনে কংগ্রেসের বিভাজন হয় ।
69. 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আগা খানের নেতৃত্বে।
70. 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে রাজধানী দিল্লি যায় দ্বিতীয় হার্ডিঞ্জের সময়ে।
71. স্যাডলার কমিশন নিয়োগ করা হয় 1916 সালে।
72. 1919 খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড আইন চালু হয়।
73. 1919 খ্রিস্টাব্দের জালিওনাবাগ হত্যাকান্ড ও হান্টার কমিশন গঠন হয় ।
74.চৌরিচৌরা ঘটনা ঘটে লর্ড রিডিং এর আমলে ।
75. 1921 খ্রিস্টাব্দে প্রথম রেল বাজেট কে আলাদাভাবে পেশ করা হয় লর্ড রিডিং এর আমলে।
76. লর্ড রিডিং 1950 খ্রিস্টাব্দে দেবদাসী প্রথা বিলুপ্ত করেন।
77. ক্রিশ্চিয়ান ভাইসরয় নামে পরিচিত লর্ড আরউইন।
78. গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয় 1931 সালে।
79. সারদা আইন চালু হয় লর্ড আরউইনের আমলে।
80. প্রথম গোল টেবিল বৈঠক বসে 1930 সালে।
81. দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় 1931 খ্রিস্টাব্দে গান্ধীজীর আরউইন এর মধ্যে।
81. 1932 খ্রিস্টাব্দে রামজে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন।
82. 1935 খ্রিস্টাব্দে গভর্মেন্ট অফ ইন্ডিয়া আইন পাস হয়।
83. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন।
84. প্রথম শেষ ভারতীয় ভাইসরয় হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী।
85. ভারতের প্রথম সেক্রেটারি অফ স্টেটস হলেন চার্লস উড।
আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন করুন
https://t.me/chakrirdisha
প্রশ্ন-উত্তর গুলির ফ্রী পিডিএফ পেতে নিচের লিংকে ক্লিক করুন :
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন