চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

রবিবার, ২৬ জুলাই, ২০২০

বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণ

সন্ধি

সন্ধি

মােহ + অন্ধ =মােহান্ধ।
জন্ম + অবধি = জন্মাবধি।
সুখ + অনুভব = সুখানুভব।
শব্দ + অনুসারে = শব্দানুসারে।
মহারাজ + অধিরাজ =মহারাজাধিরাজ।
ভঞ্জন + অর্থ = ভঞ্জনার্থ।
চরিত + অর্থ = চরিতার্থ।
স্থান + অন্তর = স্থানান্তর।
কুল + অঙ্গার = কুলাঙ্গার।
পদ + অর্পণ = পদার্পণ।
বিশ্ব + অধিপতি = বিশ্বাধিপতি।
গৃহ + অভ্যন্তর = গৃহাভ্যন্তর।
সর্ব + অঙ্গ = সর্বাঙ্গ।
স্ব + অধীনতা = স্বাধীনতা।
পর + অধীন =পরাধীন।
সর্ব + অপেক্ষা =সর্বাপেক্ষা।
অশ্ব + আরােহী=অশ্বারােহী।
পদ + আঘাত = পদাঘাত।
মর্ম + আহত = মর্মাহত।
আহার + আদি=আহারাদি
মেঘ + আচ্ছন্ন =মেঘাচ্ছন্ন।
হত + আশা = হতাশা।
সিংহ + আসন =সিংহাসন।
তথা + অপি = তথাপি।
তথা + অস্তু = তথাস্তু
যথা + অযথ = যথাযথ।
বিদ্যা + অভ্যাস =বিদ্যাভাস।
চিন্ডা + অম্বিতা = চিন্তান্বিতা।

রাজা + অনুজ = রাজানুজ।
ইচ্ছা + অনুসার = ইচ্ছানুসার
যথা + অর্থ = যথার্থ।
কারা + আগার = কারাগার।ঘ
মহা + আকাশ = মহাকাশ।
মহা + আশয়=মহাশয়।
বিদ্যা + আলয় = বিদ্যালয়।
ক্ষুধা + আতুর = ক্ষুধাতুর।
রবি + ইন্দ্র = রবীন্দ্র।
অতি + ইত = অতীত।
মণি + ইন্দ্র=মণীন্দ্র।
অধি + ইন = অধীন।
অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়।
দ্বি + ঈপ = দ্বীপ।
যােগী + ইন্দ্র = যােগীন্দ্র
মহী + ইন্দ্র = মহীন্দ্র।
বনী + ইন্দ্র = বনীন্দ্র।
ফনী + ঈশ্বর=ফনীশ্বর।
সতী + ঈশ=সতীশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন