Child Psychology in Bengali
চাকরির দিশা থেকে জানাই সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট এর একটি গুরুত্বপূর্ণ বিষয় শিশু মনস্তত্ত্বের 30 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রশ্নের উত্তর গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
শিশু মনস্তত্ত্ব
1. সংস্কৃতিবান মানুষ তৈরিতে কোন শিক্ষা সাহায্য
করে - সাধারণ শিক্ষা।
2. তত্ত্বগত বিদ্যার ওপর জোর দেওয়া হয় কোন
শিক্ষাতে - সাধারণ শিক্ষা।
3. Psychology (মনােবিজ্ঞান) এটি কোন প্রকার
শব্দ - গ্রীক শব্দ।
4. কোন শিক্ষা মূল্যবােধ গঠনে সহায়তা করে -
সাধারণ শিক্ষা।
5. কেস স্টাডি প্রক্রিয়াটি কোনাে সাধারণ মানুষের
পক্ষে প্রয়ােগ করা সম্ভব কী -না।
6. কেস স্টাডি পদ্ধতিটি কোন ব্যক্তির পক্ষে
সম্ভব? কোনাে প্রশিক্ষিত শিক্ষক, চিকিৎসক কিংবা মনােবিজ্ঞানী।
7. রাধাকৃষ্ণ কমিশন কত সালে গঠিত হয় - 1948
8. 'Principles of Psychology'বইটির লেখক কে ?
কে - উইলিয়াম জেমস।
9.রাধাকৃষ্ণ কমিশন কোন শিক্ষার জন্য গঠিত
হয়েছিল - উচ্চশিক্ষার জন্য।
10. কেস স্টাডি প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি ? - ব্যক্তিকে পর্যবেক্ষণ।
11.প্রাচীন শিশুমনােবিদ্যাকে বর্তমানে কী বলা হয়? বিকাশমূলক মনােবিদ্যা (Developmental
Psychology) I
12. . ২ বছর বয়সে শিশু কটি শব্দ শেখে -২৭২টি।
13. সদ্যোজাত শিশুর স্বরধনি কী জাতীয় চাহিদা
-দৈহিক চাহিদা।
14. শ্রেণিকক্ষে শিক্ষার্থীর আচরণ নিয়ন্ত্রণ ও
শৃঙ্খলার দায়িত্ব কার ওপর থাকে? শিক্ষক/শিক্ষিকা।
15. মানুষের আচরণের বাঞ্ছিত পরিবর্তন আসে
কীসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে।
16. . ICDS-এর পুরাে নাম কী - Integrated Child Development Scheme.
17. ECCE-এর পুরাে নাম কী - Early Childhood Care and Education.
18. মাদাম মন্তেসরি কোন কোন শিক্ষাবিদ ও
দার্শনিকের মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন রুশাে,
পেস্তালৎসি, ফ্রয়েবেল প্রমুখ।
19.কোন পদ্ধতি অবলম্বনে প্রত্যেক মানুষ তার নিজের মনে কী ঘটছে তা সােজাসুজি জানতে পারে - ব্যক্তি নির্ভর পর্যবেক্ষণ পদ্ধতি বা, অন্তর্দর্শন দিয়ে।
20. DIET-এর পুরাে নাম কী?
District Institute of Education and Training.
21. শিক্ষা মনােবিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কী-
মানুষের আচরণ অনুশীলন করা ও তার যথাযথ
তাৎপর্য নির্ণয় করা।
22. DPEP-এর সম্পূর্ণ নাম কী ? District. Primary Education Programme.
23. রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয় -
১৯৯০ সালে।
24. জনার্দন কমিটি কত সালে গঠিত হয় -
১৯৯২ সালে।
25. ভারতের মােট ভাষা ও উপ-ভাষার সংখ্যা
কত -782।
26. NCERT-এর পুরাে নাম কী ? National Council of Educational Research and Training.
27. SLC--এর পুরাে নাম কী ?School Level Certificate.
28. শিক্ষার প্রধান উপাদান কটি - 4টি।
29. শিক্ষার প্রধান উপাদান কী - শিক্ষার্থী।
30 শিক্ষার গুরুত্বপূর্ণ এটি উপাদানের নাম লিখুন
শিক্ষার্থী, শিক্ষক, পাঠক্রম ও বিদ্যালয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন