WB Primary Tet Preparation Free PDF
চাকরির দিশা থেকে জানাই সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট এর একটি গুরুত্ব পূর্ণ বিষয় পরিবেশ বিদ্যার 30 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রশ্নের উত্তর গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
পরিবেশ বিদ্যা Free PDF
WB Primary Tet Suggestion
1. রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয় – 1992 সালে I
2. Mycotoxin হল - খাদ্যে ছত্রাক জনিত বিষাক্ত পদার্থ
3. DDT -Dichloro Diphenyl Trochloroethane.
4. যে মাত্রা অতিক্রম করে দূষক বিরূপ প্রতিক্রিয়া ঘটায় তাকে বলে - মাত্রা সম্পাত /নিরাপদ মাত্রা /Threshold Limit Value /Dose Limit .
5. শব্দের চেয়ে দ্রুতগামী বিমানের উড়ানের ফলে উত্পন্ন শব্দ তরঙ্গকে বলে - সনিক বুম I
6. শিল্প জাত ধূলি হল - ফ্লাই অ্যাশ I
7. এরোসোল ব্যবহার হয় - বিমানে I
8. ধোঁয়াশার দুটি মৌলিক উপাদান - নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রো কার্বন I
9. সাইক্লোন সেপারেটর হল - ধোঁয়া পরিশোধক যন্ত্র I
10. বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের শতকরা পরিমাণ - 0.035 বা 350 ppm.
11. ক্যাটালাইটিক কনভার্টার হল -ধোঁয়া পরিশোধক যন্ত্র
12. পৃথিবীতে গড় তাপমাত্রার বৃদ্ধিতে কার্বন-ডাই-অক্সাইডের অবদান - 49% I
13. ইলেকট্রোস্টেটিক প্রেসিপেটর হল - ধোঁয়া পরিশোধক যন্ত্র I
14. বায়ু দূষক হল - সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড I
15. অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদানগুলো হল - সালফিউরিক অ্যাসিড , নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোজেন ক্লোরাইড I
16. অ্যাসিড বৃষ্টির PH মান - 5.65
17. 'ওজন হোল' শব্দের ব্যবহারক - ডঃ জে.সি.ফারম্যান I
18 . ওজন - একটি নীল রঙের, আঁশটে গন্ধ যুক্ত বিষাক্ত গ্যাস I
19. মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয় - 1987 সালে I
20. CFC উত্পাদন নিয়ন্ত্রণের একটি চুক্তি হল - মন্ট্রিল চুক্তি .
21. ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় – 2002 সালে ।
22.জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় – 1972 সালে ।
23. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত – অসমে ।
24. সম্পূর্ণরূপে বিলুপ্ত প্রাণী – এশিয়াটিক চিতা ।
25. বর্তমানে ভারতে মোট অভয়ারণ্যের সংখ্যা – 537 টি ।
26. ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা – 18 টি ।
27. পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ – ব্রাজিল ।
28. বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা – 48 টি
29. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত – সুন্দরবনে ।
30. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় – 1971 সালে ।
উপরের প্রশ্ন -উত্তরগুলির ফ্রী পিডিএফ পেতে নিচের লিংকে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন