চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শুক্রবার, ১০ জুলাই, ২০২০

WB Primary Tet/ENVS in Bengali

WB Primary Tet Preparation Free PDF

চাকরির দিশা থেকে জানাই সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট এর একটি গুরুত্ব পূর্ণ বিষয় পরিবেশ বিদ্যার  30 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এ প্রশ্নের উত্তর গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।  

পরিবেশ বিদ্যা Free PDF

WB Primary Tet Envs

WB Primary Tet  Suggestion

1.  রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয় – 1992 সালে  I 
2.  Mycotoxin হল - খাদ্যে ছত্রাক জনিত বিষাক্ত পদার্থ 
3.  DDT -Dichloro Diphenyl Trochloroethane. 
4.  যে মাত্রা অতিক্রম করে দূষক বিরূপ প্রতিক্রিয়া ঘটায় তাকে বলে - মাত্রা সম্পাত /নিরাপদ মাত্রা /Threshold Limit Value /Dose Limit .
5.  শব্দের চেয়ে দ্রুতগামী বিমানের উড়ানের ফলে উত্পন্ন শব্দ তরঙ্গকে বলে - সনিক বুম I 
6. শিল্প জাত ধূলি হল - ফ্লাই অ্যাশ I 
7. এরোসোল ব্যবহার হয় - বিমানে I 
8.  ধোঁয়াশার দুটি মৌলিক উপাদান - নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রো কার্বন I 
9. সাইক্লোন সেপারেটর হল - ধোঁয়া পরিশোধক যন্ত্র I 
10.  বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের শতকরা পরিমাণ - 0.035 বা 350 ppm.
11.  ক্যাটালাইটিক কনভার্টার হল -ধোঁয়া পরিশোধক যন্ত্র 
12.  পৃথিবীতে গড় তাপমাত্রার বৃদ্ধিতে কার্বন-ডাই-অক্সাইডের অবদান - 49% I 
13. ইলেকট্রোস্টেটিক প্রেসিপেটর হল - ধোঁয়া পরিশোধক যন্ত্র I 
14.  বায়ু দূষক হল - সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড I 
15. অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদানগুলো হল - সালফিউরিক অ্যাসিড , নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোজেন ক্লোরাইড I 
16. অ্যাসিড বৃষ্টির PH  মান - 5.65 
17.  'ওজন হোল' শব্দের ব্যবহারক - ডঃ জে.সি.ফারম্যান I 
18  . ওজন - একটি নীল রঙের, আঁশটে গন্ধ যুক্ত বিষাক্ত গ্যাস I 
19. মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয় - 1987 সালে I 
20. CFC উত্পাদন নিয়ন্ত্রণের একটি চুক্তি হল - মন্ট্রিল চুক্তি .
21. ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় – 2002 সালে ।
22.জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় – 1972 সালে ।
23. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত – অসমে ।
24. সম্পূর্ণরূপে বিলুপ্ত প্রাণী – এশিয়াটিক চিতা ।
25. বর্তমানে ভারতে মোট অভয়ারণ্যের সংখ্যা – 537 টি ।
26. ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা – 18 টি ।
27.  পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ – ব্রাজিল ।
28. বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা – 48 টি 
29. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত – সুন্দরবনে ।
30. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় – 1971 সালে ।


 উপরের প্রশ্ন -উত্তরগুলির ফ্রী পিডিএফ পেতে নিচের লিংকে ক্লিক করুন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন