চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

GK In Bengali/Bangla GK

GK Bengali/Bangla GK

নিয়মিত বিভাগ 'Daily ডোজ' । এই বিভাগে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর 100 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। আশা করি সকলের উপকারে আসবে ।



Gk in bengali



আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে 
 জানাবেন ...দয়াকরে । 


JOIN OUR TELEGRAM CHANNEL


JOIN OUR WHATSAPP GROUP


Daily ডোজ

1. গােবর গ্যাসের প্রধান উপাদান-

মিথেন।

2. মেরু অঞ্চলের বহু পুরনাে বরফকে কী বলে? 

-নীল বরফ।

3. অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী কোন জীবাণু ?

-ব্যাসিলাস অ্যানথ্রেসিস ব্যাক্টিরিয়া।

4. আলুর ধসা রােগের জন্য দায়ী কোন জীবাণু?

–ফাইটোফথেরা  ইনফেস্ট্যান্স ছত্রাক।

4. সিস্টার থিওরি কিসের সম্পর্কযুক্ত?

 —চাঁদের জন্মবৃত্তান্ত সম্পর্কিত।

5. প্রিন্স প্রিয়া ম্যাথেমেটিকা’র লেখক:

- আইজাক নিউটন।

6. তাপমাত্রা পরিমাপের কোন স্কেলে তাপমাত্রার মান কখনই ঋণাত্মক হতে পারে না? 

-কেলভিন।

7. ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ীগ্যাস - 

-মিথাইল আয়মােসায়ানেট।

8. ব্রিমস্টোন কী ? 

-প্রকৃতিতে মুক্ত  সালফার।

9. দস্তার একটি আকরিক -

জিঙ্ক ব্লেন্ড ।

10. লােহার একটি আকরিক: 

রেডহেমাটাইট।

11. অ্যালুমিনিয়ামের একটি আকরিক:

বক্সাইট।

12. ম্যাগনেসিয়ামের একটি আকরিক:

-ডলােমাইট।

13.দার্শনিকের উল কী?

 -জিঙ্ক অক্সাইড।

14. আয়ুর্বেদের জনক কাকে বলা হয় ?

- চরক ।

15. কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন?

 - কুষাণ।

16. অধীনতামূলক মিত্ৰতা নীতিতে কে প্রথম স্বাক্ষর করেন ?

 -হায়দ্রাবাদের নিজাম।

17. কোন মহাদেশকে বলা হয় দ্য লাস্টঅব ল্যান্ডস’?

 –অস্ট্রেলিয়া।

18. ল্যান্ড অব দ্য হামিংবার্ড কোন দেশকে বলা হয়? 

—ত্রিনিদাদ।


19. যে পদার্থ বিদ্যুতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী-

- অভ্র ওগ্রাফাইট।

20.জলের স্থায়ী খরতা দূর করা হয় যার দ্বারা

 - সােডিয়াম কার্বনেট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন