চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

1500 ভারতের ইতিহাসের প্রশ্নোত্তর ফ্রী পিডিএফ|Indian History Book In Bengali

Indian History Book In Bengali Version PDF


ভারতের ইতিহাস ফ্রী পিডিএফ







1. ইতিহাসের জনক কে ?

উঃ- হেরোডোটাস।

2. কোন যুগকে খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয় ?

উ:- প্রাচীন প্রস্তর।

3. কোন যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয় ?

উ:- নব্য প্রস্তরযুগ।

4. প্রাচীন প্রস্তর যুগের সাক্ষ্যবহন করে কোন সংস্কৃতি?

উ:- সোয়ান সংস্কৃতি।

5. ভারতে নব্যপ্রস্তরযুগের স্থায়িত্বকাল কত খ্রীষ্টপূর্বাব্দ ?

উ:- ৪০০০-২০০০ খ্রিস্ট পূর্বাব্দ।

6. আনুমানিক কত খ্রীষ্টপূর্বাব্দে প্রাচীন যুগ শেষ হয় ?

উ:- ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ ।

7. ভারতবর্ষ 'নৃতত্ত্বেরজাদুশালা' কথাটিকে বলেছেন ?

উঃ- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।

8. ভারতবর্ষ 'হিমালয়ের দান 'কথাটি কে বলেছেন?

উঃ- ঐতিহাসিকড. কে.এম. পানিক্কর।

9. হিমালয়ের 'মানসকন্যা' হিসাবে কোন্ টি পরিচিত?

উঃ- ভারতবর্ষ।

10. হিমালয় পর্বতমালা কে ভারতের 'ইমায়োস' বলে উল্লেখ করেছেন কে?

উঃ- টলেমি।

11. হরপ্পা সভ্যতা কোন যুগের ?

উ:- তাম্র প্রস্তর যুগের।

12. সিন্ধুসভ্যতা কখন বিকাশ লাভ করে ?

উ:- আনুমানিক তিন হাজার খ্রীষ্টপূর্বাব্দে।

13. মহেন-জো-দারো কোথায় অবস্থিত ছিল ?

উ:- সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।

14. সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয় ?

উ:- ১৯২২ খ্রিস্টাব্দে।

15. সিন্ধুসভ্যতা কখন ধ্বংস হয় ?

উ:- আনুমানিক খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে ২০০০অব্দে মধ্যে।

16. সিন্ধুসভ্যতায় কোন ধাতুর সন্ধান পাওয়া যায়নি ?

উ:- লোহা।

17 সিন্ধু সভ্যতার খননকার্য পরিচালনা করেন কে?

উ:- স্যার জন মার্শাল।

18. মেহেরগড় সভ্যতায় কৃষির সর্বোচ্চ অগ্রগতি কোন পর্যায়ে ঘটে ?

উ:- তৃতীয় পর্যায়ে।

19. হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উ:- রাভি নদীর তীরে।

20. কত পরিমান জায়গা জুড়ে মেহেরগড়ের প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে ?

উ:- ৫০০একর।


আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন

CLICK HERE


উপরের 1500 ইতিহাস প্রশ্নোত্তর ফ্রী পিডিএফ পেতে নিচের লিংকে ক্লিক করুন -


CLICK HERE







indian history book in bengali

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন